Tag Archives: turtle

Sonarpur News: খুলল না দরজা, মিলল না কচ্ছপ! জামালের বাড়িতে বনদফতর, তবে ফিরতে হল খালি হাতে!

সোনারপুরঃ জামাল সরদারের প্রাসাদোপম বাড়িতে ঘোড়া ছাড়াও যে সুইমিং পুলে কচ্ছপ আছে সেই খবর আগেই পেয়েছিল বনদফতর। খবর অনুসারে,  বুধবার রাতেই জামাল সরদারের বাড়ির সুইমিংপুলে থাকা কচ্ছপ উদ্ধারে তৎপর হয় বনদফতর। ডিএফও মিলন মন্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে একটি ৬ সদস্যের দল প্রথমে সোনারপুর থানায় যায় তারপর জামাল সরদারের বাড়ি। তাদের হাতে ছিল জাল ও কচ্ছপ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য সামগ্রী।

আরও পড়ুনঃ সারারাত শিকলে বেঁধে মার! জামালের নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন একাধিক, সোনারপুরকাণ্ডে ধৃত দুই

যদিও রাত দশটা থেকে প্রায় সাড়ে এগারোটা অবধি অপেক্ষা করার পর তারা ফিরে যান। কারণ জামাল সরদারের রাজপ্রাসাদের গেটে তালা দেওয়া ছিল। অবশেষে আড়াই ঘণ্টা অপেক্ষার পর গেটের চাবি না পাওয়ার কারণে কচ্ছপ উদ্ধার না করেই ফিরে যেতে হয় বনদপ্তরের দলটিকে।

জামাল সরদারের বাড়িতে যে কচ্ছপ দেখা গিয়েছে তার বিজ্ঞান সম্মত নাম ইন্ডিয়ান সফ্ট শিল্ড টার্টেল। বেআইনিভাবে এই কচ্ছপ বাড়ির সুইমিংপুলে রাখার জন্য সর্বোচ্চ তিন থেকে সাত বছরের পর্যন্ত জেল এবং ২৫ লক্ষ টাকার জরিমানা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও

Jalpaiguri News: ভাসছে উত্তরবঙ্গ… তার মাঝেই দুলে দুলে যাচ্ছে ও কে? সবুজ রঙের বিরল প্রাণী দেখে হতবাক সবাই

জলপাইগুড়ি: বিপর্যস্ত জনজীবনের মাঝে এ যেন এক বিরল দৃশ্য। জল পেরিয়ে দুলে দুলে হেঁটে বেড়াচ্ছে বিরল প্রজাতির কচ্ছপ। গায়ের রঙ এক্কেবারে টকটকে সবুজ দাগ যুক্ত। উত্তরবঙ্গে এই প্রজাতির কচ্ছপ আগে কখনও দেখা মেলে নি। ছোট্ট এই বিরল প্রজাতির কচ্ছপের কীর্তি দেখে খানিক হলেও মুখে হাসি দেখা গেল জলপাইগুড়িবাসীর।

অবিরাম ভারী বৃষ্টির জেরে যেখানে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত, পাহাড় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, সেখানে সমতলের ছোট্ট অদ্ভুত দেখতে এই কচ্ছপের দেখা পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকায়।

জানা গিয়েছে, এদিন ভোরে জলপাইগুড়ি পান্ডাপাড়া জগন্নাথ কলোনী এলাকার বাসিন্দা রবি হাজরা রাস্তায় হাঁটতে গিয়ে একটি কচ্ছপ দেখতে পান। কচ্ছপটিকে উদ্ধার করে বাড়িতে রেখে তিনি তৎক্ষণাৎ খবর দেন জলপাইগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনে। সদস্যরা এসে বিরল প্রজাতির এই কচ্ছপটিকে সংগ্রহ করে বনদফতরের সঙ্গে যোগাযোগ করে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ইতিমধ্যেই সেটিকে জলপাইগুড়ির রাজবাড়ির পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

অবিরাম বৃষ্টির কারণে জল জমেছে শহরের বিভিন্ন এলাকায়। তার জেরে এই বিরল প্রজাতির কচ্ছপটি কোনওভাবে পান্ডা পাড়া এলাকায় চলে এসেছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই টকটকে সবুজ দাগযুক্ত এই কচ্ছপ দেখতে ভিড় জমে গিয়েছিল এলাকা জুড়ে।

উল্লেখ্য, তীব্র গরম থেকে স্বস্তি পেয়েছে উত্তরবঙ্গবাসী। বৃষ্টিতে স্বস্তি হলেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে তিস্তার পাড়ের বাসিন্দাদের। এ দিকে ক্রমাগত নজরদারি চালাচ্ছে প্রশাসন। প্রশাসনের তরফে যথেষ্ট সাহায্য করা হচ্ছে তিস্তা বাড়ির বাসিন্দাদের। কবে আবহাওয়ার উন্নতি হয় সেদিকেই তাকিয়ে শহরবাসী।

Howrah News: আটলান্টিকের কচ্ছপ হাওড়ার নদীতে! কী ভাবে এল এটি? জানলে চোখ কপালে উঠবে

হাওড়া: নন ফরেস্ট জোন হাওড়ায় দেখা মিলল প্রায় ৩৮ – ৪০ কেজি ওজনের বিরাট সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপ। আশ্চর্যজনক বিষয় হল, সামুদ্রিক কচ্ছপটি দেখা মেলে হাওড়ার বাগনান থানার অন্তর্গত  বক্সিরহাট পঞ্চায়েতের মানকুর শীতলা তলায় রূপনারায়ণ নদীর পাড়ে। স্থানীয় যুবক রাজু কোটাল ও বাদল পাত্র বিশাল আকার এই কচ্ছপটি নদী পাড়ে পড়ে থাকতে দেখে।

কচ্ছপটি নদীর জলে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষন চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। কারণ জলে নামিয়ে দেওয়ার পর কচ্ছপটি যেতে পারেনি। তারা সঙ্গে সঙ্গে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয়। বাগনান থানার আধিকারিকরা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিকের সঙ্গে।

আরও পড়ুন : কতটা উন্নতি হয়েছে কোটাসুরের? ভোটের আগে কী বলছেন মানুষজন

চিত্রক প্রামানিক তার সঙ্গী ঝিন্দন প্রধান, সুমন্ত দাস ও তিতাস প্রধানকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় গিয়ে দেখেন এটি বিরাট অলিভ রিডলে কচ্ছপ। ভীষণ ক্লান্ত হয়ে গেছে কচ্ছপটা। তার বাম দিকের ফ্লিপারে চোটও আছে। সাধারণত এই কচ্ছপ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে বসবাস করে। মূলত গভীর সমুদ্রে থাকে বলেই জানা যায়। এও জানা যায়, এই কচ্ছপ ডিম থেকে বাচ্চা ফোটাতে দেখা যায় পাশে রাজ্য ওড়িশায় সমুদ্র উপকূলে। হতে পারে, কোনও কারনে দিকভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে। এই সামুদ্রিক কচ্ছপটি দেখাতে এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়।

আরও পড়ুন : নব রূপে সেজে উঠবে রাজ্যের ১২ চিড়িয়াখানা! তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

চিত্রক প্রামানিক ও তাঁর সঙ্গীরা গ্রামের মানুষদের এই কচ্ছপটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেন। কয়েকবছর আগে ওই এলাকায় আরও দুটি অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায়, একটিকে ভুলবশত মানুষ মেরে ফেলে ও অন্যটি বন বিভাগে দেওয়া হয়। রাতের দিকে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে যান চিকিৎসার জন্য।

রাকেশ মাইতি