Tag Archives: Traffic Rules

ছোট্ট নিয়ম, মেনে চললেই রাস্তায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব, কী করে? জেনে নিন

পানাগড় : রাস্তায় বেরিয়ে আমরা অনেক সময় ট্রাফিক নিয়ম মেনে চলি না। অনেক ট্রাফিক নিয়ম জানা সত্ত্বেও তার পালন করি না। কিন্তু এই ছোট ছোট ভুলগুলি মাঝেমধ্যে আমাদের বড় বিপদে ফেলে দেয়। হয়ে ওঠে প্রাণঘাতী। তবে রাস্তায় বেরিয়ে একটু সাবধান হলে এমন অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

রাস্তায় বেরিয়ে কী কী ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, যা করলে নিজেদের দুর্ঘটনা থেকে দূরে রাখতে পারবেন, জেনে নিন। এক, ট্রাফিক পুলিশের আধিকারিক বলছেন, বাইক নিয়ে বেরোলে অবশ্যই মাথায় হেলমেট রাখতেই হবে। যা দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করবে। রক্ষা করবে রাস্তার ধুলোবালি থেকে।

আবার উল্টো দিক থেকে আসাগাড়ির আলোর বিকিরণ রোধ করবে। অন্যদিকে, চার চাকা নিয়ে বেরোলে অবশ্যই সিট বেল্ট বাঁধতে হবে।

তিনি আরও বলছেন, মদ্যপ অবস্থায় কোনওভাবেই গাড়ি চালানো উচিত নয়। এমন ভুল করলে ঝুঁকি বেড়ে যায় অনেক। তাছাড়াও অনেকে ফাঁকা রাস্তা দেখলে ট্রাফিক সিগন্যাল মানতে চান না। এর ফলেও দুর্ঘটনার ঝুঁকি অনেকটা বেড়ে যায়।

আরও পড়ুন- মেশিনের ত্রুটি,’ক্লিন’ হচ্ছে না কাপড়?জমার কলার-হাতা ধবধবে সাদা,চুটকিতে সমাধান

ঝুঁকি না নিয়ে দুই মিনিট অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন তিনি। এই ছোট ছোট নিয়ম মেনে চললে রাস্তায় বিভিন্ন বড় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে গোটা রাজ্যে পুলিশের তরফে ট্রাফিক সচেতনতা নিয়ে প্রচার চালানো হয়। পথনাট্য, পদযাত্রা-সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চলছে।

আরও পড়ুন- সুরক্ষিত রাখুন আধার কার্ড! অপব্যবহার হচ্ছে কি না, অনলাইনে চেক করুন ‘এভাবে’

অনেক ক্ষেত্রেই মানুষের সচেতনতা বেড়েছে। ওই ট্রাফিক পুলিশকর্মী বলছেন, শুধুমাত্র গাড়িচালক সতর্ক হলেই হবে না। সতর্ক হতে হবে পরিবারের সদস্যদেরও। পরিবারের কেউ ট্রাফিক নিয়ম না মেনে চললে, তাঁকে সাবধান করতে হবে। সকলে মিলে সাবধান হলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সহজ হবে।

নয়ন ঘোষ

Transport Fine: গাড়ির মালিকদের জন্য স্বস্তি! যানবাহন থেকে দূষণ ছড়ানোর ঘটনায় জরিমানা ১০ হাজার থেকে এক লপ্তে কমল অনেকটাই! জানুন এবার থেকে কত টাকা দিতে হবে

কলকাতা : গাড়ি থেকে দূষণ ছড়ানো সংক্রান্ত অভিযোগে যে জরিমানা প্রথমেই দশ হাজার টাকা ছিল, এ বার থেকে তা প্রথমবার দুই হাজার, দ্বিতীয়বার পাঁচ হাজার, সর্বশেষ সর্বোচ্চ দশ হাজার টাকা ফাইন হবে।জয়েন্ট ফোরাম অব ট্রান্সপোর্ট অপারেটর্স’-এর অন্যতম আহ্বায়ক ও ‘অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখন আর জরিমানা বাকি থাকার হিসাব দেখানো হচ্ছে না।’’ ‘সিটি সাবার্বান বাস সার্ভিস’-এর সাধারণ সম্পাদক টিটু সাহার কথায়, ‘‘এর ফলে অনর্থক আর্থিক বোঝা কমবে।’’

একই মত স্কুলগাড়ি সংগঠনের সম্পাদক সুদীপ দত্তের। পরিবহণ দফতর সূত্রের খবর, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, মোটর ভেহিকলস্‌ আইনে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ সংক্রান্ত মামলার ক্ষেত্রে কিছু শর্ত যোগ হয়েছে। এর পরেই জরিমানা আদায়ে পরিবহণ দফতর বিষয়টি নিয়ে সতর্ক পদক্ষেপ করতে চাইছে।পুজোর ঠিক আগে নির্দেশ দিয়ে পরিবহণ দফতর জানিয়েছিল, পথকর ছাড়াও রাস্তায় ট্র্যাফিক আইন ভাঙার জন্য ধার্য জরিমানা না মেটালে দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত শংসাপত্র মিলবে না। কিন্তু ট্র্যাফিক আইন ভাঙার জন্য ধার্য জরিমানা সংক্রান্ত বিষয় নির্দেশিকা থেকে প্রত্যাহারের দাবিতে বিভিন্ন পরিবহণ সংগঠন চিঠি লেখে পরিবহণ সচিবকে।

এর পরেই সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন দফতরের আধিকারিকেরা। তার ভিত্তিতে সংশ্লিষ্ট পোর্টালে ট্র্যাফিক আইন ভাঙলে জরিমানার অঙ্ক যোগ করার বিষয়টি প্রত্যাহার হল।সম্প্রতি পরিবহণ দফতর, ময়দান তাঁবুতে বিভিন্ন বেসরকারি পরিবহণ সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেখানে ওই সংগঠনের কর্তারা বলেছিলেন, শহরের বিভিন্ন এলাকায় দূষণ মাপার স্বয়ংক্রিয় মেশিন (আরএসভি) বসানো হয়েছে। সেই মেশিনের আওতাধীন এলাকায় দিয়ে যাতায়াত করা বৈধ পিইউসি করা গাড়ির মালিকদের মোবাইলে জরিমানা সংক্রান্ত মেসেজ আসছে।

আরও পড়ুন : বুধবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে? কলকাতায় কত দিন পর্যন্ত চলবে বর্ষণ? জানুন মেগা আপডেট

সে সময় জানানো হয়, সাতটি কাজের দিনের মধ্যে ওই গাড়ির ধোঁয়া পরীক্ষা না করালে ১০ হাজার টাকা জরিমানা বাধ্যতামূলক। এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় চাপানউতোর। অনেকেই বলেন, এই টাকা অনেকটাই বেশি। এই বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্ভব নয়। সেই কারণে জরিমানার মূল্য কমানোর জন্য আবেদনও করা হয়। মোটর ভিকেল এক্ট ২০১৯ (Motor Vehicles (Amendment) Bill, 2019) ।

এই আইনানুসারে আপনাকে প্রচুর টাকা জরিমানা দিতে হতে পারে। এই নিয়মানুসারে কোনও নাবালক / নাবালিকা গাড়ি চালালে তার রেজিস্ট্রেশন তো বাতিল করে দেওয়াই হবে, সেইসঙ্গে জরিমানা স্বরূপ ২৫ হাজার টাকা দিতে হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। যা আগে ১০০ থেকে ৩০০ টাকা ছিল। দুই চাকার গাড়িতে দু-জনের বেশি বসলে ৫০০ টাকা জরিমানা, যা আগে ১০০ টাকা ছিল। দূষণ সার্টিফিকেট না থাকলে আগে ১০০ টাকা জরিমানা দিতে হত, এখন তার জন্য ৫০০ টাকা দিতে হবে।  লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আগে জরিমানা ছিল ৫০০ টাকা, এখন সেটার জন্য ৫০০০ টাকা দিতে হবে।   বিপজ্জনক ভাবে ড্রাইভিং করলে এখন এক হাজারের বদলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।  ড্রাইভিং করার সময় ফোনে কথা বললে ১ হাজারের পরিবর্তে ৫০০০ টাকা জরিমানা। রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি নিয়ে গেলে ১১০০-এর পরিবর্তে জরিমানা বৃদ্ধি পেয়ে ৫০০০-এ দাঁড়িয়েছে।  সিগন্যালে লালবাতি  অমান্য করার অপরাধে আপনাকে ১০০ টাকার বদলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে। সিটবেল্ট ছাড়া গাড়ি চললে জরিমানা হবে ১০০০ টাকা। এমার্জেন্সি গাড়ি গুলিকে অর্থাৎ অ্যাম্বুল্যান্স বা দমকলের গাড়িকে এগিয়ে যাওয়ার জন্য জায়গা না দিলে জরিমানা হবে ১০,০০০ টাকা।

Viral Video|| একেই বলে শৃঙ্খলা! ট্র্যাফিক নিয়ম পালনের বিরল দৃশ্য! তোলপাড় সোশ্যাল মিডিয়া

#নয়াদিল্লি: লোক সংখ্যা মাত্র ১১ লাখ। চারিদিকে আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু পর্বত। আর এই পর্বতশৃঙ্গের মাঝেই রয়েছে সাজানো-গোছানো রাজ্য মিজোরাম। সম্প্রতি মিজোরামের পাথুরে রাস্তায় ট্র্যাফিক নিয়মের বিরল দৃশ্যে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরই মধ্যে ওই ছবিটি পৌঁছে গিয়েছে প্রায় চল্লিশ লক্ষ মানুষের সোশ্যাল মিডিয়ার পেজ-এ। কিন্তু সোশ্যাল মিডিয়া বলে কথা। এখানে ভাইরাল হওয়া মুখের কথা নয়। তবে বর্তমান পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে প্রায়শই কিছু না কিছু বিরল দৃশ্য কিংবা ঘটনায় তোলপাড় হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। তাই বলে ট্র্যাফিক নিয়মের সাধারণ একটি ছবি? তবে ইতিমধ্যেই ওই ছবিটি শুধুমাত্র সাধারণ মানুষই নন, তা নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের বিশিষ্ট শিল্পপতিরাও। এবার এক নজরে দেখে নেওয়া যাক কী সেই বিরল দৃশ্য।

সম্প্রতি সোশ্যাল ইঞ্জিনিয়ার সন্দীপ আহলাওয়াত (Sandeep Ahlawat) তাঁর সোশ্যাল মিডিয়ার পেজ-এ ওই ছবিটি পোস্ট করেছেন। ছবিটি ভারতের উত্তরপূর্বের রাজ্য মিজোরামের। ছবিতে দেখা গিয়েছে মিজোরামের সাধারণ পথচলতি মানুষ পথে বেরিয়ে কীভাবে ট্র্যাফিক নিয়ম পালন করছেন। মিজোরামের রাস্তায় দাঁড়িয়ে ওই ছবিটি তুলেছেন সন্দীপ। ছবিতে দেখা গিয়েছে, ট্র্যাফিক নিয়ম পালনের জন্য রাস্তার মধ্যে দিয়ে লম্বা সাদা দাগ দেওয়া রয়েছে। কিন্তু প্রবল ব্যস্ততার মাঝেও একজন নাগরিকও ট্র্যাফিক নিয়মকে বুড়ো আঙুল না দেখিয়ে সুন্দর ও সারিবদ্ধ ভাবে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। অন্য দিকে ওই রাস্তার বিপরীত দিক ফাঁকা অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ শৃঙ্খলাবোধ ও মিজোরামবাসীর ট্র্যাফিক নিয়ম পালনের ওই ছবিটি নিজের মোবাইল ক্যামেরায় লেন্সবন্দি করেন সন্দীপ। এই ছবিটিই তিনি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ার পেজ-এ।

জানা গিয়েছে, ওই ছবিটি নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের বিশিষ্ট শিল্পপতি আনন্দ (Anand Mahindra) মাহিন্দ্রা। শুধুই কী পছন্দ, ইতিমধ্যেই ওই ছবিটি রিট্যুইট করেছেন তাঁরা। পাশাপাশি ছবিটি রিট্যুইট করে আনন্দ মাহিন্দ্রা তাঁর ট্যুইটার পেজ-এ লিখেছেন এই ছবিটি সঠিক নিয়ম পালনের একটি জ্বলন্ত উদাহরণ এবং গোটা দেশবাসীর কাছে এই ছবিটি অনুপ্রেরণা। পাশাপাশি তিনি গোটা দেশবাসীকে রাস্তায় বেরিয়ে সঠিক ভাবে ট্র্যাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ইতিমধ্যেই ওই ছবিটি পৌঁছে গিয়েছে প্রায় চল্লিশ লক্ষ নেটিজেনের সোশ্যাল মিডিয়া পেজ-এ। ছবিটিতে লাইক পড়েছে চোখে পড়ার মতো। শুধুই কী লাইক, কয়েক লক্ষ মন্তব্যও জমা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কোনও কোনও ব্যক্তি আবার এই ছবিতে রাজনৈতিক উস্কানিও দিয়েছেন। যদিও কোনও কিছুতে বিচলিত নন ওই ছবিটির মালিক সোশ্যাল ইঞ্জিনিয়ার সন্দীপ। ছবিতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রুখতে সন্দীপ মিজোরামের পার্শ্ববর্তী রাজ্যগুলির উদাহরণ টেনেছেন। এ বিষয়ে তাঁর সাফ জবাব, শুধুমাত্র রাজনীতি নয়, সাধারণ মানুষের মধ্যে সবার আগে প্রয়োজন সচেতনতা ও শৃঙ্খলাবোধ। যার জ্বলন্ত উদাহরণ ট্র্যাফিক নিয়মপালনের এই ছবি।