Tag Archives: Trolled

ট্যুইটারে অক্ষয়-রিচার তুমুল ঝামেলা! আঘাত পেলেন রাম সেতুর অভিনেতা

#নয়াদিল্লি: অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় ও চিনা সৈন্যদের মধ্যে লাদাখের গালওয়ান উপত্যকায় হিংসাত্মক লড়াই নিয়ে অভিনেত্রী রিচা চাড্ডার টুইটের নিন্দা করেছেন। যেটি বর্তমানে মুছে ফেলেছেন অভিনেত্রী।

মিস্টার কুমার টুইট করেছেন, “এটা দেখে কষ্ট লাগে। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। ওহ হ্যায় তো আজ হাম হ্যায়।” পুরনো টুইটের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন : গালওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য! সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ রিচার বিরূদ্ধে, ক্ষমা চাইলেন অভিনেত্রী

প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী নিয়ে বিতর্কিত ট্যুইট ট্যুইট করে ফের ট্রোলড হলেন অভিনেত্রী রিচা চাড্ডা৷ সম্প্রতি উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী PoK পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিয়ে প্রস্তুত। সেই ট্যুইটের উত্তর দিয়ে রিচা চাড্ডাও করলেন পোস্ট৷ আর সেই পোস্ট ঘিরেই বিতর্ক৷ কী বলেছিলেন সেই পোস্টে?

আরও পড়ুন : হুড়মুড়িয়ে ওজন কমবে! এক সপ্তাহে প্রায় ৩ কেজি, রোজ সকাল শুরু করুন এই ৫ গ্রিন টি দিয়ে

বলেছিলেন, ‘গালওয়ান হাই বলছে’। তাঁর এই গালওয়ান রেসপন্স ২০২০-এর গালওয়ান সংঘর্ষকে নির্দেশ করেছে৷ সেই ভয়াবহ ঘটনায় ২০ জন ভারতীয় সেনাবাহিনী প্রাণ দিয়েছিলেন৷ চিনের ৩৫ থেকে ৪০ সেনাবাহিনী মৃত হয়েছিলেন৷

বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা তখনই চরম প্রতিবাদ করেন। তিনি জানান, রিচা চাড্ডার বক্তব্য ফিরিয়ে নেওয়া উচিত।

Sabyasachi Mukherjee Trolled: গয়নার বিজ্ঞাপনে মডেলদের মুখ এমন গোমরা কেন? ফের তীব্র সমালোচনার শিকার সব্যসাচী!

#মুম্বই: বাঙালি সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় ফের একবার তীব্র সমালোচনার মুখে (Sabyasachi Mukherjee Trolled)। তাঁর নতুন গয়না নিয়ে তৈরি বিজ্ঞাপনে মডেলদের মুখ কেন এত গোমরা রাখা হয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার সব্যসাচী। সোশ্যাল মিডিয়ায় নিজেই নতুন গয়নার কালেকশন-সহ মডেলদের ছবি শেয়ার করেছিলেন সব্যসাচী (Sabyasachi Mukherjee Trolled)। সেখানে দেখা যাচ্ছে, অটম-উইন্টার কালেকশনের নানা ধরনের ভারী গয়না ওশাড়ির সাজে সেজেছেন মডেলরা। তবে প্রথাগত হাসিমুখের বদলে, বিজ্ঞাপনে কেউ হাসছেন না। ক্যামেরায় লুক দিয়ে রয়েছেন তিন মডেল, তবে সবারই যেন ‘হাসতে মানা’। আর তাই নিয়েই ফের একবার সমালোচনার শিকার ডিজাইনার (Sabyasachi Mukherjee Trolled)।

২২ ক্যারেট সোনা, হীরে, মুক্তো, নানা ধরনের ধাতু দিয়ে তৈরি এই বিলাসবহুল গয়নার বিজ্ঞাপন দেখে অবাক নেটিজেন। কেন এত গোমরা মুখ মডেলদের? সব্যসাচীর পোস্ট করা ছবিতে সরাসরি তাঁকেই প্রশ্ন করেছেন নেটিজেন। তারই সঙ্গে ধেয়ে এসেছে তীব্র সমালোচনা। প্রথা ভাঙতে গিয়ে সব্যসাচী যে আসলে, শিল্পকেই বিকৃত করছেন, এমনও মন্তব্য করেছেন অনেকে। তারই সঙ্গে সব্যসাচীর পছন্দ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একজন লিখেছেন, ‘মৃত্যুর জন্য সব্যসাচীর গয়না, অবসাদগ্রস্ত মহিলারা’। অনেকেই আবার রসিকতা করে লিখেছেন, ‘মহিলাদের মুখ দেখে মনে হচ্ছে যেন, কোষ্ঠকাঠিন্যে ভুগছেন’।

 

View this post on Instagram

 

A post shared by Sabyasachi (@sabyasachiofficial)

আরও পড়ুন: প্রাচীন প্রথা ভেঙে লালের বদলে সব্যসাচীর পোশাকে বিয়ের আসরে কনে এ বার সমুদ্রসবুজ

আরও পড়ুন: অন্তর্বাস পরা মডেলের গলায় মঙ্গলসূত্র! সব্যসাচীর বিজ্ঞাপন দেখে রেগে আগুন নেটিজেন

তবে কেউ কেউ আবার এই বিজ্ঞাপনে স্বাভাবিকতা ও সরলতা খুঁজে পেয়েছেন। তবে সামান্য হাসি ও ছোট্ট টিপের বড়ই অভাব দেখছেন তাঁরা। তবে এই প্রথম বয়। গত অক্টোবরেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সব্যসাচী। মঙ্গলসূত্রের বিজ্ঞাপনের জন্য নেটিজেনদের রোষের মুখে পড়েন তিনি। নেটিজেনদের দাবি, বিজ্ঞাপনে মঙ্গলসূত্র-কে ‘খারাপ’ ভাবে দেখানো হয়েছে। এই নতুন লঞ্চ হওয়া মঙ্গলসূত্রের (Mangalsutra) কালেকশন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সব্যসাচী। এই বিজ্ঞাপনী ক্যাম্পেনে (Ad campaign) স্বল্পবাস মডেলদের মঙ্গলসূত্র পরতে দেখা যাওয়ায় সমস্যার সূত্রপাত হয়।

এই বিজ্ঞাপনগুলিকে অশ্লীল বলেও দাবি করেছিলেন অনেকে। একজন লিখেছিলেন, ‘আমার ইনস্টা প্রোফাইলে যাঁরা আছেন তাঁদের অনুরোধ করছি এই বিজ্ঞাপনে নগ্নতা দেখানোর জন্য রিপোর্ট করুন। এটা মেনে নেওয়া যায় না।’ আর একজন আবার লিখেছিলেন, ‘নগ্নতা প্রদর্শনের জন্য এই ছবিটিকে রিপোর্ট করুন শুধু। আর অন্য কিছু বললেই কিন্তু সব্যসাচী (Sabyasachi Mukherjee) বর্ণবিদ্বেষ, বডিশেমিং এর দোহাই দেবে। ফাঁদে পা দেবেন না।’

IPL 2021: ‘এত Attitude কেন দাদা!’ ক্রুনাল পান্ডিয়ার ‘ক্লাস’ নিলেন নেটিজেনরা

#নয়াদিল্লি: শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বারবার মাথা গরম করে ফেলছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। এদিন তিন ওভার বোলিং করে ৩১ রান দেন তিনি। কিন্তু একটি উইকেটও পাননি। বোলিং করার সময় বারবার নিজের দলের সদস্যদের ওপর রাগ করে ফেলেছিলেন তিনি। মূলত নিজের উপর হতাশা থেকেই এমন করছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার। তবে তাঁর এমন ব্যবহার মোটেও ভাল চোখে দেখেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপক ট্রোল করলেন নেটিজেনরা।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Nobody*<br><br>Krunal Pandya blaming fielders for 2 back to back wide balls ! <a href=”https://t.co/gS9RM5ybFR”>pic.twitter.com/gS9RM5ybFR</a></p>&mdash; BENIWAL ASTIC ? (@BeniwalAstic) <a href=”https://twitter.com/BeniwalAstic/status/1385646065836339202?ref_src=twsrc%5Etfw”>April 23, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Krunal Pandya to bowling coach after he gets hits for a boundary <a href=”https://twitter.com/hashtag/PBKSvMI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#PBKSvMI</a> <a href=”https://t.co/1l4qZQOvsl”>pic.twitter.com/1l4qZQOvsl</a></p>&mdash; saif shaikh (@saifs_99) <a href=”https://twitter.com/saifs_99/status/1385649462148694018?ref_src=twsrc%5Etfw”>April 23, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Krunal Pandya to fielders- Abey tere gravitational force ke karan ball leg side me drift kar gayi mene to seedhi fenki thi <a href=”https://twitter.com/hashtag/Cricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Cricket</a> <a href=”https://t.co/1vhUrsVIZT”>pic.twitter.com/1vhUrsVIZT</a></p>&mdash; Deepak (@TheDKmeena) <a href=”https://twitter.com/TheDKmeena/status/1385822726653235202?ref_src=twsrc%5Etfw”>April 24, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Expressions of krunal pandya after every ball are like, he’s bowling ‘The Ball of the century’ but every time it’s fault of fielders <a href=”https://twitter.com/hashtag/MI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#MI</a> <a href=”https://twitter.com/hashtag/IPL2021?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#IPL2021</a> <a href=”https://t.co/hSpuzrsnYc”>pic.twitter.com/hSpuzrsnYc</a></p>&mdash; Prathmesh Patil (@PrathmeshSpeak) <a href=”https://twitter.com/PrathmeshSpeak/status/1385839001140023300?ref_src=twsrc%5Etfw”>April 24, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

চলতি আইপিএলে আহামরি পারফরম্যান্স করতে পারেননি ক্রুনাল। তবুও সতীর্থদের উপর তাঁর এই রাগ উগরে দেওয়া মোটেও ভাল চোখে দেখেনি নেটিজেনরা। ক্রুণালকে সরাসরি আক্রমণ করে কেউ কেউ লিখলেন, এত অ্যাটিটিউড কোথা থেকে আসে দাদা! কেউ আবার লিখলেন, নিজের হতাশার জন্য বারবার কেন সতীর্থদের দায়ী করছেন! একজন আবার লিখলেন, এমন হাবভাব করছেন যেন আপনি বল অফ দ্য সেঞ্চুরি করেছেন আর ফিল্ডারদের দোষেই বারবার রান হচ্ছে। চলতি আইপিএলে ক্রুনাল পান্ডিয়ার পারফরম্যান্স বেশ খারাপ। এবার আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে ক্রুনাল মাত্র তিনটি উইকেট পেয়েছেন। রান দিয়েছেন ১১৬। ক্রুণালের ভাই হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়েও সমালোচনা চলছে। তিনিও ব্যাট হাতে ফ্লপ। এমনকী বোলিংয়েও তেমন কিছু করতে পারেননি। তবে হার্দিক ফিল্ডিংয়ের নিজের জাত চিনিয়েছেন।