Tag Archives: Union Budget 2024

Budget 2024: আয়করে ছাড় থেকে কিষাণ সম্মান নিধি বৃদ্ধি, কেন্দ্রীয় বাজেট থেকে এই ৪ বড় প্রত্যাশা আমজনতার

Budget 2024: জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটা হবে কেন্দ্রের নতুন এনডিএ সরকারের প্রথম বাজেট। নতুন সরকারের নীতি সম্পর্কে একটা ইঙ্গিত পাওয়া যাবে এখান থেকে। তাই বাজেটের দিকে কড়া নজর রাখছে সব পক্ষই। ১ ফেব্রুয়ারি পেশ করা অন্তর্বর্তী বাজেটে বড় কোনও ঘোষণা করেননি অর্থমন্ত্রী। সেই কারণে আগামী মাসের বাজেট থেকে অনেক প্রত্যাশা রয়েছে আমজনতার।

ইউনিয়ন বাজেট ২০২৪ | Union Budget 2024 Live Updates

মূলধন ব্যয়ের উপর যাবতীয় ফোকাস করছে সরকার: কেন্দ্রীয় বাজেটে মূলধন ব্যয়ের উপর যাবতীয় ফোকাস করছে সরকার। গত কয়েক বছরে মূলধন ব্যয় বেড়েছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়নে গতি বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী মাসে পেশ করা পূর্ণাঙ্গ বাজেটেও সরকারের নজর থাকবে মূলধন ব্যয়ের উপর। ১ ফেব্রুয়ারি পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেটে, সরকার মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রা ১১.১ শতাংশ বাড়িয়ে ১১,১১,১১১ কোটি টাকা করেছে। যা জিডিপির ৩.৪ শতাংশ।

আরও পড়ুন: জুলাই মাসে ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল !

আয়করে মধ্যবিত্তের স্বস্তি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবার মধ্যবিত্তদের আয়কর ছাড় দিতে পারেন। এই দাবি দীর্ঘদিন ধরেই উঠছে। প্রাক বাজেট বৈঠকে শিল্প মহল সহ অনেক বিশেষজ্ঞই জনগণকে আয়কর ছাড় দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। বিশেষ করে বেতনভোগী ও মধ্যবিত্তদের জন্য। গত কয়েক বছরে নিত্যপণ্যের দাম হু হু করে বেড়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে জনগণকে স্বস্তি দিতে পুরনো কর কাঠামোয় মৌলিক ছাড়ের সীমা বাড়ানো হতে পারে। এছাড়া ১০ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ করের সীমাতেও ছাড় মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

কিষাণ সম্মান নিধির পরিমাণ বাড়তে পারে: আজও দেশের জনসংখ্যার বড় অংশ কৃষির উপর নির্ভরশীল। বিশেষ করে গ্রামের কৃষকদের আয় বাড়ানো দরকার বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। সেই লক্ষ্যেই ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় কৃষকদের ২ হাজার টাকার তিনটি সমান কিস্তিতে প্রতি বছর ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। চলতি মাসে এই স্কিমে ৯ কোটির বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা পাঠিয়েছে সরকার। তবে স্কিম ভালু হওয়ার পর থেকে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। তাই এই বাজেটে কিষাণ সম্মান নিধি ৬ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার কা হতে পারে।

আরও পড়ুন: মাত্র ৬ মাসে বিশাল আয়, ১ লক্ষ টাকা হয়েছে ৮৪ লক্ষ টাকা

কৃষি খাতের প্রবৃদ্ধি কমেছে ১.৪ শতাংশে। গত ৮ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের কৃষি খাতের প্রবৃদ্ধি বাড়ানো উচিত। এ বছর বৃষ্টি ভাল হবে বলে আশা করা হচ্ছে। তা সত্ত্বেও জুলাইয়ে পেশ করা বাজেটে সরকারের এই খাতের প্রবৃদ্ধি বাড়ানোর ঘোষণা করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Budget 2024: ১৫ থেকে ১৭ লাখ টাকা বার্ষিক আয়? বাজেটে বড়সড় ছাড় দিতে পারে মোদি সরকার

এনডিএ জোট তৃতীয়বার ক্ষমতায় আসার পর জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মোদি সরকার। তার আগে আয়কর স্ল্যাব কমানো নিয়ে চিন্তাভাবনা করছে অর্থমন্ত্রক। নিউজ এজেন্সি রয়টার্স দুটি সরকারি সূত্রের উল্লেখ করে জানিয়েছে, বাজেটে আয়কর হার কমানোর ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এনডিএ জোট তৃতীয়বার ক্ষমতায় আসার পর জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মোদি সরকার। তার আগে আয়কর স্ল্যাব কমানো নিয়ে চিন্তাভাবনা করছে অর্থমন্ত্রক। নিউজ এজেন্সি রয়টার্স দুটি সরকারি সূত্রের উল্লেখ করে জানিয়েছে, বাজেটে আয়কর হার কমানোর ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
১৫ লাখ ও তার বেশি বার্ষিক আয়ের করদাতাদের জন্য সুখবর: ব্যক্তিগত কর কমালে সঞ্চয় বাড়ে। আর্থিক লেনদেন বৃদ্ধি পায়। এমনটাই বলেন অর্থনীতিবিদরা। প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ লক্ষ টাকা এবং তার বেশি বার্ষিক আয়ের করদাতাদের জন্য আয়কর হার কমানো হতে পারে।
১৫ লাখ ও তার বেশি বার্ষিক আয়ের করদাতাদের জন্য সুখবর: ব্যক্তিগত কর কমালে সঞ্চয় বাড়ে। আর্থিক লেনদেন বৃদ্ধি পায়। এমনটাই বলেন অর্থনীতিবিদরা। প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ লক্ষ টাকা এবং তার বেশি বার্ষিক আয়ের করদাতাদের জন্য আয়কর হার কমানো হতে পারে।
তবে এখন পর্যন্ত নির্দিষ্ট করের হার নির্ধারণ করা হয়নি। এছাড়া কেন্দ্রীয় সরকার বার্ষিক ১০ লক্ষ টাকা আয়ের উপরেও করের হার কমানোর কথা ভাবছে। পুরনো কর ব্যবস্থায় আয়কর হারের নতুন সীমা নির্ধারণ করা নিয়েও আলোচনা চলছে।
তবে এখন পর্যন্ত নির্দিষ্ট করের হার নির্ধারণ করা হয়নি। এছাড়া কেন্দ্রীয় সরকার বার্ষিক ১০ লক্ষ টাকা আয়ের উপরেও করের হার কমানোর কথা ভাবছে। পুরনো কর ব্যবস্থায় আয়কর হারের নতুন সীমা নির্ধারণ করা নিয়েও আলোচনা চলছে।
মধ্যবিত্তদের জন্য বাজেটে বড় উপহার: আসন্ন বাজেটে মধ্যবিত্তদের জন্য বেশ কিছু বড় ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। লোকসভা ভোটের ইস্তেহারে মধ্যবিত্তদের জন্য বাড়ি তৈরি, খরচ কমানো সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
মধ্যবিত্তদের জন্য বাজেটে বড় উপহার: আসন্ন বাজেটে মধ্যবিত্তদের জন্য বেশ কিছু বড় ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। লোকসভা ভোটের ইস্তেহারে মধ্যবিত্তদের জন্য বাড়ি তৈরি, খরচ কমানো সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
সেই পরিকল্পনা অনুযায়ী এবারের বাজেট পেশ করা হতে পারে জল্পনা রয়েছে। পাশাপাশি কর্মসংস্থানকেও এবার পাখির চোখ করতে পারে কেন্দ্র। এর মধ্যে উৎপাদন খাতের প্রচার, টায়ার ২ ও টায়ার ৩ শহরে স্টার্টআপ ইত্যাদি থাকতে পারে।
সেই পরিকল্পনা অনুযায়ী এবারের বাজেট পেশ করা হতে পারে জল্পনা রয়েছে। পাশাপাশি কর্মসংস্থানকেও এবার পাখির চোখ করতে পারে কেন্দ্র। এর মধ্যে উৎপাদন খাতের প্রচার, টায়ার ২ ও টায়ার ৩ শহরে স্টার্টআপ ইত্যাদি থাকতে পারে।
নতুন কর ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে: ভারতীয় অর্থনীতি ২০২৩-২৪ আর্থিক বছরে প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরে আর্থিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮.২ শতাংশ। কিন্তু লেনদেন সেই হারে বাড়েনি।
নতুন কর ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে: ভারতীয় অর্থনীতি ২০২৩-২৪ আর্থিক বছরে প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরে আর্থিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮.২ শতাংশ। কিন্তু লেনদেন সেই হারে বাড়েনি।
লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, তাঁর সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নত করার দিকে নজর দেবে। এই পরিস্থিতিতে সরকার ২০২০ সালে চালু করা নয়া কর ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। বর্তমানে ১৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত আয়কর নেওয়া হয়। ১৫ লাখ টাকার উপর বার্ষিক আয়ে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হয়।
লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, তাঁর সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নত করার দিকে নজর দেবে। এই পরিস্থিতিতে সরকার ২০২০ সালে চালু করা নয়া কর ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। বর্তমানে ১৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত আয়কর নেওয়া হয়। ১৫ লাখ টাকার উপর বার্ষিক আয়ে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হয়।

Union Budget 2024-25: চলতি অর্থবর্ষের বাজেট পেশ করা হতে পারে জুলাইয়ের শেষে, জুনে বাজেট নিয়ে বিশেষ বৈঠক

নয়াদিল্লি: সরকার গঠন হওয়ার পরেই কেন্দ্রীয় সরকার বাজেট কবে পেশ করবে তা নিয়ে জল্পনা চলছিল। এ বার বাজেট পেশের সম্ভাব্য সময় জানা গেল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর জুলাই মাসের শেষ সপ্তাহে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট প্রকাশিত হতে পারে। সেই সঙ্গে বাজেট পেশের আগে চলতি মাসের ২০ তারিখ শিল্পমহলের সঙ্গে বিশেষ বৈঠক করতে পারেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

ইউনিয়ন বাজেট ২০২৪ | Union Budget 2024 Live Updates

শিল্পমহল সূত্রে খবর বৈঠকে বসার আগে ১৮ জুন রাজস্ব সচিব সঞ্জয় মলহোত্রের সঙ্গে বিশেষ বৈঠক করবেন দেশের অর্থমন্ত্রী। তার পর শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসবেন ২০ জুন। আর বাজেট পেশ করতে পারেন জুলাইয়ের শেষ সপ্তাহে। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট থেকে এনডিএ সরকারের অর্থনৈতিক অবস্থান বোঝা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এত দিন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির, যার ফলে স্বাধীন ভাবে বাজেট নিয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন অরুণ জেটলি এবং নির্মলা সীতারামণ। এবার প্রথম বার তাঁকে জোট সরকারের প্রতিনিধি হিসাবে বাজেট পেশ করতে হবে, তাই মাথায় রাখতে শরিকদের দাবিদাওয়াও। সেই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখাও তাঁর কাছে চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের যে লক্ষ্যমাত্রা কেন্দ্র নিয়েছে নজরে থাকবে তা-ও।

আগামী বাজেটে সরকার সবচেয়ে বেশি জোর দিতে পারে কৃষি, বেকারত্ব দূর করা এবং রাজস্ব বৃদ্ধির দিকে। এ বার নিয়ে টানা ৭টি বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামণ। এর আগে মোরাজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন। ২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট থেকে অনেক কিছুই প্রত্যাশা সাধারণ মানুষের, কতটা মিটবে সেটাই দেখার।