Tag Archives: Finance Minister

সব উন্নয়ন আগের মতোই চলবে, নিউজ18 ইন্ডিয়ার অনুষ্ঠানে এসে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নিউজ18 ইন্ডিয়ার কনক্লেভ ‘চৌপাল’-এর নতুন মরশুম সোমবার (১৬ সেপ্টেম্বর) শুরু হয়েছে। রাজনীতি, ক্রীড়া ও বিনোদন জগতের প্রবীণরা একের পর এক আসছেন এই কর্মসূচিতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও এই কর্মসূচিতে অংশ নেন। Network18-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানালেন উন্নয়ন সম্পর্কে।

News18 India Chaupal: ‘বিশ্বকর্মা’ প্রকল্পে উপকৃত হবেন দেশবাসী: জানালেন অর্থমন্ত্রী

নিউজ18 ইন্ডিয়ার কনক্লেভ ‘চৌপাল’-এর নতুন মরশুম সোমবার (১৬ সেপ্টেম্বর) শুরু হয়েছে। রাজনীতি, ক্রীড়া ও বিনোদন জগতের প্রবীণরা একের পর এক আসছেন এই কর্মসূচিতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও এই কর্মসূচিতে অংশ নেন। Network18-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানালেন বিশ্বকর্মা প্রকল্প সম্বন্ধে।

Nirmala Sitharaman’s Iconic Handloom Saree Choices: উজ্জ্বল রঙের পাড় ও আঁচলজুড়ে জরির সূক্ষ্ণ কাজ, অন্ধ্রপ্রদেশের এই বিশেষ হ্যান্ডলুম শাড়ি পরেই বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ

নয়াদিল্লি : ভারতীয় বয়নশিল্পীদের হাতে বোনা শাড়ির প্রতি নির্মলা সীতারমণের সমাদর সর্বজনবিদিত৷ সর্বক্ষণের পরিচ্ছদসঙ্গী তো বটেই৷ প্রতি বার বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রীর পরনে থাকে হ্যান্ডলুমের বিশেষ শাড়ি৷ গত কয়েক বছর ধরে বাজেটে প্রস্তাবের পাশাপাশি আলোচনার কেন্দ্রে থাকে তাঁর শাড়িও৷ প্রতি বছর তিনি বেছে নেন দেশজ সংস্কৃতিতে দেশীয় শিল্পীদের হাতে তৈরি হ্যান্ডলুম শাড়ি৷ ভারতের বিভিন্ন প্রদেশের শাড়িতে বাজেট পেশের বিশেষ গুরুত্বপূর্ণ দিনে দেখা গিয়েছে অর্থমন্ত্রী নির্মলাকে৷

 

মঙ্গলবার, বাজেট করার সময় নির্মলা পরেছিলেন অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি শাড়ি৷ সাদা এবং ম্যাজেন্টা (বেগুনি রঙের এক ধরন) কম্বিনেশনে বোনা শাড়ির জমিন জুড়ে ছিল জরির চৌখুপ্পি ডুরে বা চেক৷ শাড়ির পাড়ে ছিল জরির হাল্কা সূক্ষ্ম কাজ৷ প্রসঙ্গত অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে ১২ কিমি দূরে মঙ্গলগিরি প্রাচীন তীর্থস্থান৷ এই তীর্থস্থান ঘিরেই গড়ে ওঠে বয়নকেন্দ্র৷ স্থানীয় শিল্পীদের বোনা শাড়ির নাম মুখে মুখে হয়ে যায় ওই স্থান অর্থাৎ মঙ্গলগিরির নামে৷ মূলত সুতিতে বোনা এই শাড়ি সিল্কেরও হয়৷ সাধারণত মৃদু রঙের জমিন ও গাঢ় রঙের পাড় এই শাড়ির বৈশিষ্ট্য৷ শাড়ির আঁচল ও পাড়ে থাকে জরির কাজ৷ শাড়ির জমিনে থাকে ছোট ছোট চেক৷ মূলত আদিবাসী শিল্পের মোটিফ থেকে অনুপ্রাণিত হয় মঙ্গলগিরি শাড়ির জরির কাজ৷

চলতি বছর ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমণ পরেছিলেন বাংলার একান্ত আপন কাঁথা স্টিচের শাড়ি৷ ঘন নীল শাড়ি জুড়ে ছিল সাদা সুতোর ঘন বুনোট কাঁথাকাজ৷ ভাগলপুরী তসর সিল্কের উপরই করা হয়েছিল নক্সীকাঁথার কাজ।

 

২০২৩ সালে নির্মলা বেছে নিয়েছিলেন উজ্জ্বল লাল ও কালোর যুগলবন্দিতে হ্যান্ডলুম শাড়ি৷ লাল জমিনের সঙ্গে চওড়া কালো টেম্পল পাড়, অর্থাৎ যে ধরনের পাড়ে থাকে মন্দিরের চূড়ার মোটিফ৷ শাড়ির পাড়ে ছিল জরির ছোয়াঁও৷ এছাড়াও শাড়িতে ছড়িয়ে ছিল সূক্ষ্ম কসুটি কাজ৷

 

তার আগের বছর অর্থাৎ ২০২২-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরেছিলে খয়েরি রঙের বোমকাই শাড়ি৷ ওড়িশার গঞ্জাম জেলা বিখ্যাত এই শাড়ির জন্য৷ সিল্ক ও সুতি-দু’রকমের বোমকাই শাড়িই পাওয়া যায়৷ নির্মলার খয়েরি শাড়ি জুড়ে ছিল ঐতিহ্যবাহী সুতোর বুনন৷

আরও পড়ুন : বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ

 

২০২১-এ তাঁর পছন্দ ছিল অফ হোয়াইট পচমপল্লী শাড়ি৷ হায়দরাবাদের পচমপল্লী গ্রামের নামেই নামকরণ এই হ্যান্ডলুম শাড়ির৷ ঐতিহ্যবাহী সেই দক্ষিণী শাড়িতে ছিল ইক্কত মোটিফ৷

হলুদ রঙের সিল্ক শাড়ি নির্মলা পরেছিলেন ২০২০ সালে৷ তাঁর পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের সিল্ক৷ সঙ্গে হাল্কা আকাশি রঙা সরু পাড়৷

২০১৯ সালে তাঁর জীবনে প্রথম বাজেট পেশ করার দিন তিনি পরেছিলেন গোলাপি রঙের শাড়িতে সরু জরির পাড় মঙ্গলগিরি৷ সে বছরও তিনি বেছে নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের বয়নশিল্প।

৫ বছর পর আবারও অর্থমন্ত্রী ফিরে গেলেন অন্ধ্রপ্রদেশের হ্যান্ডলুম শাড়ি মঙ্গলগিরির এক ধরনেই৷ প্রতি বছরের মতো এ বারও তিনি ভারতীয় সংস্কৃতির উজ্জ্বল বার্তা তুলে ধরলেন৷

Union Budget 2024: এনডিএতে থাকার পুরস্কার! শুধু ১৫,০০০ কোটিই নয়, আরও একগুচ্ছ উপহার পেলেন চন্দ্রবাবু

নয়াদিল্লি: এনডিএ সরকারের বাজেটে আর যারাই সুবিধা পাক না বিহার এবং অন্ধ্র প্রদেশের জন্য কল্পতরু কেন্দ্রীয় সরকার। এনডিএ সরকারে গুরুত্ব বেড়েছে শরিকদলগুলির, তার পুরস্কার হিসাবে মন্ত্রিত্বে যতটা না বেশি গুরুত্ব পেয়েছেন নীতীশ এবং চন্দ্রবাবু, তার থেকে বেশি পেলেন বাজেটে। অন্ধ্র প্রদেশকে একের পর এক উপহারে ভরিয়ে দিয়েছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আরও পড়ুন: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

অন্ধ্র প্রদেশের নয়া রাজধানী অমরাবতীকে ঢেলে সাজানোর জন্য বাজেটে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে বিশাখাপত্তনম-চেন্নাই-ওরভাকল-হায়দরাবাদ বিশেষ ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করা হবে। সেই সঙ্গে হায়দরাবাদ-বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডরও তৈরি করা হবে, যার জেরে লাভবান হবে অন্ধ্র প্রদেশ। এই ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরির সঙ্গে সঙ্গেই সেই এলাকাগুলিতে জল, বিদ্যুৎ, রেল, রাস্তাঘাট এই সমস্ত বিষয়েরও উন্নতি করা হবে। গোদাবরী নদীর উপর পোলাবরম প্রকল্পেও অর্থ বরাদ্দ করবে কেন্দ্র। এই প্রকল্পকে অন্ধ্র প্রদেশের লাইফলাইন বলা হয়। অন্ধ্র প্রদেশের বিস্তীর্ণ এলাকার পরিকাঠামো বদলে যেতে পারে এই প্রকল্প সম্পূর্ণ হলে।

আরও পড়ুন: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ

বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে রাস্তা, পরিকাঠামো ইত্যাদি একাধিক বিষয়ের জন্য আর্থিক সাহায্যের দাবি করেছিলেন চন্দ্রবাবু।  তাই একাধিক বিষয়ে সাহায্য পেয়েছে অন্ধ্র প্রদেশ। ‘পূর্বোদয়’ প্রকল্পে যে রাজ্যগুলির পরিকাঠামোর উন্নয়ন করা হবে, তার মধ্যেও রয়েছে অন্ধ্র প্রদেশ। পিছিয়ে পড়া এলাকা, যেমন রায়ালাসীমা, প্রকাশম এবং অন্ধ্র প্রদেশের উত্তর উপকূলে উন্নয়নের জন্যও বিশেষ বরাদ্দ করা হয়েছে।

Union Budget 2024-25: চলতি অর্থবর্ষের বাজেট পেশ করা হতে পারে জুলাইয়ের শেষে, জুনে বাজেট নিয়ে বিশেষ বৈঠক

নয়াদিল্লি: সরকার গঠন হওয়ার পরেই কেন্দ্রীয় সরকার বাজেট কবে পেশ করবে তা নিয়ে জল্পনা চলছিল। এ বার বাজেট পেশের সম্ভাব্য সময় জানা গেল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর জুলাই মাসের শেষ সপ্তাহে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট প্রকাশিত হতে পারে। সেই সঙ্গে বাজেট পেশের আগে চলতি মাসের ২০ তারিখ শিল্পমহলের সঙ্গে বিশেষ বৈঠক করতে পারেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

ইউনিয়ন বাজেট ২০২৪ | Union Budget 2024 Live Updates

শিল্পমহল সূত্রে খবর বৈঠকে বসার আগে ১৮ জুন রাজস্ব সচিব সঞ্জয় মলহোত্রের সঙ্গে বিশেষ বৈঠক করবেন দেশের অর্থমন্ত্রী। তার পর শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসবেন ২০ জুন। আর বাজেট পেশ করতে পারেন জুলাইয়ের শেষ সপ্তাহে। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট থেকে এনডিএ সরকারের অর্থনৈতিক অবস্থান বোঝা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এত দিন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির, যার ফলে স্বাধীন ভাবে বাজেট নিয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন অরুণ জেটলি এবং নির্মলা সীতারামণ। এবার প্রথম বার তাঁকে জোট সরকারের প্রতিনিধি হিসাবে বাজেট পেশ করতে হবে, তাই মাথায় রাখতে শরিকদের দাবিদাওয়াও। সেই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখাও তাঁর কাছে চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের যে লক্ষ্যমাত্রা কেন্দ্র নিয়েছে নজরে থাকবে তা-ও।

আগামী বাজেটে সরকার সবচেয়ে বেশি জোর দিতে পারে কৃষি, বেকারত্ব দূর করা এবং রাজস্ব বৃদ্ধির দিকে। এ বার নিয়ে টানা ৭টি বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামণ। এর আগে মোরাজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন। ২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট থেকে অনেক কিছুই প্রত্যাশা সাধারণ মানুষের, কতটা মিটবে সেটাই দেখার।