Tag Archives: United States

আনন্দ বদলে গেল আতঙ্কে, উপর থেকে আছড়ে পড়ছে কিশোর-কিশোরী, স্তম্ভিত নেটদুনিয়া!

#মিশিগান: বেশ কয়েক মিটার উঁচু থেকে গড়িয়ে পড়ছে কয়েকটি কিশোর-কিশোরী। ঢেউ খেলানো ধাতব পাতের উপর ধাক্কা খেতে খেতে তারা এমন ভাবেই নিচে পড়ছে যে, কেউ সোজা হয়ে বসে থাকতে পারছে না, কেউ একেবারে শুয়ে পড়ছে। কখনও তারা হাওয়ায় লাফিয়ে উঠছে, পর মুহূর্তেই আছড়ে পড়ছে। একেবারে নিচে মাটিতে পড়ার সময় এক কিশোরীর ঘাড়ের কাছে আঘাতও লাগে। দৃশ্য দেখে আতঙ্কে দম বন্ধ হয়ে যাওয়ারই কথা। যে কোনও সময় ঘাড় মটকে যেতে পারত, ভেঙে যেত পারত শিরদাঁড়া।

কিন্তু বিষয় হল এটি কোনও দুর্ঘটনা নয়, নয় কোনও দুর্যোগও। রীতিমতো গাঁটের কড়ি খরচ বিনোদন উপভোগ করতে যাওয়া পার্কে, আনন্দ পেতেই চড়া স্লাইড (Slide)-এ। কিন্তু আনন্দের বহর দেখে তাজ্জব তামাম দুনিয়া। বিশ্বের অন্যতম বৃহৎ স্লাইডে চড়ে প্রাণটাই বেরিয়ে আসার জোগাড়।

আরও পড়ুন: ভৌতিক কারণে অন্ধকার নামার পর যে কটি জায়গায় যাওয়া নিষেধ রয়েছে ভারতে!

আমেরিকা যুক্তরাষ্ট্রের ডিট্রয়েট মিশিগানে (Detroit Michigan) অবস্থিত বেল আইল (Bell Isle) পার্কের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই হাড় হিম করে দিয়েছে নেট দুনিয়ার। গত সপ্তাহেই বেল আইল পার্কে ওই বৃহৎ স্লাইডটি চালু করা হয়। প্রথম কয়েকজন কিশোর কিশোরী তাতে চড়তেই আতঙ্কে চিৎকার শুরু করেন তাদের অভিভাবকেরা। ঘণ্টা চারেক পরে বন্ধ করে দিতে হয় রাইড। যদিও কর্তৃপক্ষ দাবি করেছেন, সামান্য কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্যই এমন হয়েছে। নির্দিষ্ট আচরণ বিধি মেনে স্লাইডে চড়লে কোনও সমস্যাই থাকার কথা নয়।

রবিবারের এই ঘটনার পর ভিডিও ট্যুইটারে (Twitter) শেয়ার হয়। ১১ মিলিয়নেরও বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ওই ভিডিও। আর কমেন্ট বক্সেও জমা হয়েছে নানা রকমের মন্তব্য, যার বেশির ভাগ অংশ জুড়েই রয়েছে আতঙ্ক আর উদ্বেগ।

একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ভিডিও দেখে আমার খুব হাসি পাচ্ছিল। কিন্তু ত্রুটি আছে বুঝতে ৪ ঘণ্টা সময় লেগে গেল! হায় ভগবান!’

আর একজন লিখেছেন, ‘অঙ্ক আর ইঞ্জিনিয়ারিংয়ের সঠিক গুরুত্ব কোথায়, তা বোঝার জন্য এটি বোধহয় সবথেকে প্রযোজ্য দৃষ্টান্ত।’

তবে আতঙ্ক ধরা পড়েছে প্রত্যক্ষদর্শীদের মধ্যে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেনেইটা মেকাডনি (Kenyatta Mcadney) বলেন, ‘আমি আমার সন্তানদের নিয়ে পার্কে এসেছিলাম। আনন্দ আতঙ্কে বদলে গেল। আমি নিচ থেকে দেখছিলাম ওরা কী ভাবে সজোরে মাটিতে এসে আছড়ে পড়ল।’ বাবার পাশে আতঙ্কিত দাঁড়িয়েছিল কেমার (Keymarr), সে বলে, ‘যে ভাবে নামার কথা তার থেকে অনেক জোরে পড়ে গেলাম। ব্যথা লেগেছে।’

আরও পড়ুন: শিশুকন্যা স্ট্র্যাপবন্দি শরীরের সঙ্গে, ছেলে ঘুরছে পাশেই, দুই সন্তানকে নিয়ে রোদ জল ঝড়ে খাবার ডেলিভারি জোম্যাটোকর্মীর, ভাইরাল ভিডিও

পার্ক কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, স্লাইডের গতিতে কিছু গোলমাল হয়েছিল। তা মেরামত করা গিয়েছে। রবিবার সন্ধ্যায় তা ফের চালু করে দেওয়া হয়। বলা হয়, ৪৮ ইঞ্চির থেকে কম উচ্চতা সম্পন্ন কোনও কিশোর এই স্লাইডে চড়তে পারবে না। আর বসার সময় সামনের দিকে একটু ঝুঁকে বসতে হবে।

Viral Video: সাড়ে ৭ লক্ষ টাকা বোনাস? সংস্থার কর্মীদের দুর্দান্ত ‘সারপ্রাইজ’ দিলেন বস! মুহূর্তে ভাইরাল…

#নিউ ইয়র্ক : গল্প নয় এক্কেবারে সত্যিই এই খবর। আমেরিকার স্প্যাংকস সংস্থার কর্মীরা যেন হাতে চাঁদ পেয়েছেন। বিশাল অংকের বোনাস (Huge Bonus) ঘোষণা করেছেন বস (Viral Video)। আর তাতেই আনন্দে আত্মহারা কর্মীরা। নেটমহলেও ব্যাপক সাড়া পরে গিয়েছে এই খবরে। আমেরিকার স্প্যাংকস সংস্থার কর্মীদের মনে খুশির জোয়ার। প্রত্যেকে সাড়ে সাত লক্ষ টাকা করে বোনাস (Huge Bonus)পেয়েছেন। শুধু কী তাই? বিপুল অংকের বোনাসের পাশাপাশি বিশ্বের যে কোনও প্রান্তে যাওয়ার ফার্স্ট ক্লাস টিকিটও পেয়েছেন সংস্থার কর্মীরা(Viral Video)।

আরও পড়ুন: খবরের মাঝেই শরীরী খেলা! নিউজ চ্যানেলের স্ক্রিনে কী হচ্ছে ওটা? চূড়ান্ত ভাইরাল ভিডিও…

কর্ম করে যাও ফলের আশা কোরো না। একথা অনেকেই বলে থাকেন। কিন্তু মেঘ না চাইতেই বৃষ্টির মতো যদি কর্মফল মেলে তাহলে? তাহলে তো আর খুশির ঠিকানা থাকে না। এমনই অবস্থা হয়েছে এই সংস্থার কর্মীদের। কারণ সংস্থার মালকিন (Viral Video) নিজের প্রত্যেক কর্মীকে বিরাট অংকের অর্থ উপহার দিয়েছেন। স্প্যাংকস কোম্পানির মালকিন সারা ব্লেকলি (Sara Blakely) কোম্পানির একটি গেট টুগেদারে আচমকা এই ঘোষণা করেন(Huge Bonus)। নিজের ছোট্ট মেয়েকে নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়ই এই আশ্চর্য সিদ্ধান্তের (Huge Bonus) ঘোষণা শোনান সারা।

কোম্পানি গেট টুগেদারে বক্তব্য রাখার মাঝেই আচমকা (Viral Video) হাতের সামনে রাখা গ্লোবটি ঘোরাতে থাকেন সারা। তারপরই বলেন, “কেন আমি এই গ্লোবটি ঘোরাচ্ছি বলুন তো(Viral Video)। কারণ বড় ঘোষণা করতে চলেছি।” বড় ঘোষণা মানে কোম্পানির কোনও নতুন পদক্ষেপ হতে পারে, এমনটাই হয়তো মনে করেছিলেন স্প্যাংকসের কর্মীরা। কিন্তু অন্য বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন সারা(Viral Video)।

সারা জানান, প্রত্যেক কর্মীকে বোনাস হিসেবে ১০ হাজার ডলার দেবেন তিনি, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। তার পাশাপাশি প্রত্যেককে বিমান করে বিশ্বের যেকোনও প্রান্তে যাওয়ার ও ফেরত আসার ফার্স্টক্লাস টিকিট দেওয়া হবে।

আরও পড়ুন: হাড়হিম! জুতোর মধ্যেই ঘাপটি মেরে লুকিয়ে মৃত্যু পরোয়ানা, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও 

সারার এই ঘোষণার পরই আনন্দে আত্মহারা হয়ে যান স্প্যাংকসের কর্মীরা। শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে উল্লাসে মাতেন সকলে। জানা গিয়েছে, এক সময় বাড়ি বাড়ি ফ্যাক্সের মেশিন বিক্রি করতে সারা। সেই থেকে জমানো টাকা দিয়ে স্প্যাংকস নামের অন্তর্বাসের কোম্পানিটি খোলেন তিনি। সম্প্রতি মোটা দরে কোম্পানির শেয়ার বিক্রি করে দেন তিনি। কিন্তু লাভের অর্থ শুধু নিজে না ভোগ করে নিজের প্রত্যেক কর্মীর সঙ্গে শেয়ার করে নিতে চান এই মহিলা।