Tag Archives: Vastu shatra

Vastu Tips: বাড়িতে অশুভ শক্তির ছায়া? ছারখার জীবন! শনিবারে পোড়ান ‘এই’ একটি ছোট্ট জিনিস, সব বদলে যাবে

বাস্তু দোষের কবলে পড়লে বাড়ি কিংবা পরিবারে সমস্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি বিঘ্নিত হয়ে থাকে। এছাড়াও প্রায়শই পরিবারে অভাব ও কলহ দেখা দিয়ে থাকে। যা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
বাস্তু দোষের কবলে পড়লে বাড়ি কিংবা পরিবারে সমস্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি বিঘ্নিত হয়ে থাকে। এছাড়াও প্রায়শই পরিবারে অভাব ও কলহ দেখা দিয়ে থাকে। যা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
বাড়িতে সুখ, শান্তি বজায় রাখা একেবারে মুখের কথা নয়। এরজন্য মেনে চলতে হয় বস্তুর বিভিন্ন নিয়ম। তবেই বাড়িতে কিংবা পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকে।
বাড়িতে সুখ, শান্তি বজায় রাখা একেবারে মুখের কথা নয়। এরজন্য মেনে চলতে হয় বস্তুর বিভিন্ন নিয়ম। তবেই বাড়িতে কিংবা পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকে।
এছাড়া সুখ, শান্তির সংসারে নজর লেগে থাকে প্রায়শই। কখনোও প্রতিবেশী আবার কখনোও বন্ধু বা আত্মীয় পরিজনেরা এই নজর লাগানোর কাজ করে সংসারে আগুন লাগানোর কাজ করেন।
এছাড়া সুখ, শান্তির সংসারে নজর লেগে থাকে প্রায়শই। কখনোও প্রতিবেশী আবার কখনোও বন্ধু বা আত্মীয় পরিজনেরা এই নজর লাগানোর কাজ করে সংসারে আগুন লাগানোর কাজ করেন।
জ্যোতিষ ও বাস্তু বিশারদ শ্রী অশোক শাস্ত্রী জানান, এই সমস্যা থেকে বাঁচতে বেশ কিছু টোটকা ব্যবহার করা যেতে পারে। এতে বাড়ি কিংবা পরিবারের ওপর নেতিবাচক শক্তির প্রভাব পড়ে না।
জ্যোতিষ ও বাস্তু বিশারদ শ্রী অশোক শাস্ত্রী জানান, এই সমস্যা থেকে বাঁচতে বেশ কিছু টোটকা ব্যবহার করা যেতে পারে। এতে বাড়ি কিংবা পরিবারের ওপর নেতিবাচক শক্তির প্রভাব পড়ে না।
তেজপাতা ও শুকনো লঙ্কা বাড়ির বাস্তু ও নেতিবাচক সমস্যা দূর করতে দারুন কার্যকর। এছাড়াও অশান্ত মনকে শান্ত করতে এবং লক্ষীর ভাগ্য টানতে তেজপাতা অনেকটাই কার্যকর মনে করা হয়।
তেজপাতা ও শুকনো লঙ্কা বাড়ির বাস্তু ও নেতিবাচক সমস্যা দূর করতে দারুন কার্যকর। এছাড়াও অশান্ত মনকে শান্ত করতে এবং লক্ষীর ভাগ্য টানতে তেজপাতা অনেকটাই কার্যকর মনে করা হয়।
শনিবারে এই দুই জিনিস নিয়ে করতে হবে বিশেষ একটি কাজ। পাঁচটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা একটি মাটির পাত্র নিতে হবে। এরপর সেগুলিকে জ্বালিয়ে ধোঁয়া দিতে হবে গোটা বাড়িতে।
শনিবারে এই দুই জিনিস নিয়ে করতে হবে বিশেষ একটি কাজ। পাঁচটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা একটি মাটির পাত্র নিতে হবে। এরপর সেগুলিকে জ্বালিয়ে ধোঁয়া দিতে হবে গোটা বাড়িতে।
এই ধোঁয়া গোটা বাড়িতে ছড়িয়ে পড়লে তার প্রভাবে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এমনটাই মনে করা হয়। এছাড়া দাম্পত্য কলহ এবং বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তার প্রভাব অনেকটাই কমে যাবে।
এই ধোঁয়া গোটা বাড়িতে ছড়িয়ে পড়লে তার প্রভাবে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এমনটাই মনে করা হয়। এছাড়া দাম্পত্য কলহ এবং বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তার প্রভাব অনেকটাই কমে যাবে।
অস্বীকৃতি : উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য  বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
অস্বীকৃতি : উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

Vastu Tips For Money: হু হু করে হাতে আসবে প্রচুর টাকা! ঝগড়া-বিবাদ পালাবে দূরে, রাতে ঠিক ‘এই’ দিকে জ্বালান হলুদের প্রদীপ, ম্যাজিকের মতো কাজ শুরু…

বাড়িতে প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা আছে ঘরের প্রবেশপথে প্রদীপ জ্বালালে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। তবে এটা কোনও সাধারণ প্রদীপ নয়, ঘরে জ্বালাতে হবে হলুদ প্রদীপ।
বাড়িতে প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা আছে ঘরের প্রবেশপথে প্রদীপ জ্বালালে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। তবে এটা কোনও সাধারণ প্রদীপ নয়, ঘরে জ্বালাতে হবে হলুদ প্রদীপ।
হলুদ প্রদীপ ভীষণই কার্যকর৷ এটি ঘরে জ্বালালে সুখ,সমৃদ্ধি ও আশীর্বাদ আসে। এছাড়া ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায়।
হলুদ প্রদীপ ভীষণই কার্যকর৷ এটি ঘরে জ্বালালে সুখ,সমৃদ্ধি ও আশীর্বাদ আসে। এছাড়া ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায়।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জ্যোতি আচার্য সন্তোষ কুমার চৌবে বলেছেন, এর জন্য ময়দা নিতে হবে এবং ময়দায় সামান্য হলুদ যোগ করতে হবে এবং এটি ভালভাবে মাখতে হবে। তারপর এটি থেকে একটি প্রদীপ তৈরি করে নিতে হবে৷ এবং এটি বাড়ির প্রতিটি কোণে রাখতে হবে।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জ্যোতি আচার্য সন্তোষ কুমার চৌবে বলেছেন, এর জন্য ময়দা নিতে হবে এবং ময়দায় সামান্য হলুদ যোগ করতে হবে এবং এটি ভালভাবে মাখতে হবে। তারপর এটি থেকে একটি প্রদীপ তৈরি করে নিতে হবে৷ এবং এটি বাড়ির প্রতিটি কোণে রাখতে হবে।
বিশেষ করে রাতের বেলায় ঘরের খাটের নিচে, বাড়ির প্রধান দরজার দু'পাশে, ছাদের দু'পাশেও বাতি রাখতে পারেন। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
বিশেষ করে রাতের বেলায় ঘরের খাটের নিচে, বাড়ির প্রধান দরজার দু’পাশে, ছাদের দু’পাশেও বাতি রাখতে পারেন। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
 কমপক্ষে ৫টি প্রদীপ জ্বালানো উচিত, কারণ এই হলুদ প্রদীপে দেবী লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হন।
কমপক্ষে ৫টি প্রদীপ জ্বালানো উচিত, কারণ এই হলুদ প্রদীপে দেবী লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হন।
জ্যোতিষ আচার্য সন্তোষ কুমার বলেছেন যে, ময়দার মধ্যে হলুদ মিশিয়ে প্রদীপ জ্বালালে বিশেষ করে দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন । আপনি যদি বাড়ির প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালান, তাহলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে না৷
জ্যোতিষ আচার্য সন্তোষ কুমার বলেছেন যে, ময়দার মধ্যে হলুদ মিশিয়ে প্রদীপ জ্বালালে বিশেষ করে দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন । আপনি যদি বাড়ির প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালান, তাহলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে না৷
নিয়মিত বাড়িতে এই হলুদ প্রদীপ জ্বালালে সুস্থ-স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে। ঘরে কখনও ঝগড়া,টানাপোড়েন, কলহ থাকবে না। বাড়িতে সর্বদা শান্তি এবং সুখ থাকবে। এবং অর্থের অভাবও কখনও হবে না৷
নিয়মিত বাড়িতে এই হলুদ প্রদীপ জ্বালালে সুস্থ-স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে। ঘরে কখনও ঝগড়া,টানাপোড়েন, কলহ থাকবে না। বাড়িতে সর্বদা শান্তি এবং সুখ থাকবে। এবং অর্থের অভাবও কখনও হবে না৷

Vastu Tips for Bedroom: চরম সর্বনাশ…! ঘুমানোর সময় বিছানার পাশে জলের বোতল রাখছেন? দাম্পত্যে চিড়! পিছু ছাড়বে না অশান্তি-দুঃখ-দুর্দশা

 চরম সর্বনাশ...! ঘুমানোর সময় বিছানার পাশে জলের বোতল রাখছেন?
চরম সর্বনাশ…! ঘুমানোর সময় বিছানার পাশে জলের বোতল রাখছেন?
বেডরুমে কি আদৌ জলের বোতল রাখা উচিত? বাস্তুতে এরকম অনেক কিছুর উল্লেখ আছে। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এই বিষয়ে আরও তথ্য দিচ্ছেন ।
বেডরুমে কি আদৌ জলের বোতল রাখা উচিত? বাস্তুতে এরকম অনেক কিছুর উল্লেখ আছে। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এই বিষয়ে আরও তথ্য দিচ্ছেন ।
বাস্তুশাস্ত্র অনুসারে শোবার ঘরে জলের বোতল রাখা ঠিক নয়। তবে এমন নয় যে জল রাখতে পারবেন না। এ জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। তা জেনে নিলেই আর সমস্যা হবে না৷
বাস্তুশাস্ত্র অনুসারে শোবার ঘরে জলের বোতল রাখা ঠিক নয়। তবে এমন নয় যে জল রাখতে পারবেন না। এ জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। তা জেনে নিলেই আর সমস্যা হবে না৷
যদি আপনি বেডরুমে আপনার পাশে জল দিয়ে ঘুমান তবে তা আপনার ঘুমের জন্য মোটেও ভাল নয়। এটি আপনার বিবাহিত জীবনে বাধা সৃষ্টি করতে পারে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হতে পারে। বাস্তু অনুসারে বেডরুমে শুধু জল নয়, জল সংক্রান্ত ছবিও রাখা উচিত নয়।
যদি আপনি বেডরুমে আপনার পাশে জল দিয়ে ঘুমান তবে তা আপনার ঘুমের জন্য মোটেও ভাল নয়। এটি আপনার বিবাহিত জীবনে বাধা সৃষ্টি করতে পারে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হতে পারে। বাস্তু অনুসারে বেডরুমে শুধু জল নয়, জল সংক্রান্ত ছবিও রাখা উচিত নয়।
বেডরুমে যদি জলের প্রয়োজন হয় তবে সঠিক দিক অনুযায়ী জল রাখুন কারণ ভুল দিকে রাখা জল আপনার ঘরে নেতিবাচকতা বাড়ায়।
বেডরুমে যদি জলের প্রয়োজন হয় তবে সঠিক দিক অনুযায়ী জল রাখুন কারণ ভুল দিকে রাখা জল আপনার ঘরে নেতিবাচকতা বাড়ায়।
এমন পরিস্থিতিতে আপনি যদি শোবার ঘরে জল রাখতে চান তবে সর্বদা উত্তর-পূর্ব দিকে রাখুন। যদি সম্ভব হয়, একটি কাচের বোতলে রাখুন।
এমন পরিস্থিতিতে আপনি যদি শোবার ঘরে জল রাখতে চান তবে সর্বদা উত্তর-পূর্ব দিকে রাখুন। যদি সম্ভব হয়, একটি কাচের বোতলে রাখুন।
অনেক বাড়িতেই দেখা যায়, বিছানার পাশের টেবিলে জলের বোতল রাখা। কিন্তু তা করা আপনার জন্য মারাত্মক হতে পারে। বাস্তু মতে জল রাখলেও তা বিছানা থেকে একটু দূরে রাখুন। তামার পাত্র বা কাচের বোতলে জল রাখতে পারেন।
অনেক বাড়িতেই দেখা যায়, বিছানার পাশের টেবিলে জলের বোতল রাখা। কিন্তু তা করা আপনার জন্য মারাত্মক হতে পারে। বাস্তু মতে জল রাখলেও তা বিছানা থেকে একটু দূরে রাখুন। তামার পাত্র বা কাচের বোতলে জল রাখতে পারেন।

Vastu Tips 2024: ঘোর অমঙ্গল…! সিঁড়ির নিচে ভুলেও রাখবেন না এসব জিনিস, জলের মতো বেরিয়ে যাবে সব টাকা

পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে জল, বায়ু, আগুনের মতো নানা প্রাকৃতিক শক্তির মিলন দরকার। এই মিলন বা মিলনের প্রক্রিয়াকেই বাস্তু বলা হয়। যে নিয়ম মেনে এই মিলনের প্রক্রিয়া সফল হয় সেটিই বাস্তুতন্ত্র।
পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে জল, বায়ু, আগুনের মতো নানা প্রাকৃতিক শক্তির মিলন দরকার। এই মিলন বা মিলনের প্রক্রিয়াকেই বাস্তু বলা হয়। যে নিয়ম মেনে এই মিলনের প্রক্রিয়া সফল হয় সেটিই বাস্তুতন্ত্র।
বেশিরভাগ মানুষই বাস্তু অনুসারে তাঁদের বাড়ির নকশা করেন। কিন্তু কেউ কেউ মনে করেন যে, বাড়ির সমস্ত ফাঁকা জায়গা ব্যবহার করা উচিত। তাই তাঁরা ভুলে যান যে জমি শুধু ব্যবহার করলেই হয় না, সেই জমিটিকে ব্যবহারের উপযুক্ত করে নিতে হয়।
বেশিরভাগ মানুষই বাস্তু অনুসারে তাঁদের বাড়ির নকশা করেন। কিন্তু কেউ কেউ মনে করেন যে, বাড়ির সমস্ত ফাঁকা জায়গা ব্যবহার করা উচিত। তাই তাঁরা ভুলে যান যে জমি শুধু ব্যবহার করলেই হয় না, সেই জমিটিকে ব্যবহারের উপযুক্ত করে নিতে হয়।
সেক্ষেত্রে অনেকে বাড়িতে এমন কিছু জিনিস বানিয়ে ফেলেন যার কারণে বাস্তু দোষ হয়। বাস্তু দোষ এড়াতে ভুল করেও কখনও সিঁড়ির নিচে জুতো ও চটি রাখা উচিত নয়।
সেক্ষেত্রে অনেকে বাড়িতে এমন কিছু জিনিস বানিয়ে ফেলেন যার কারণে বাস্তু দোষ হয়। বাস্তু দোষ এড়াতে ভুল করেও কখনও সিঁড়ির নিচে জুতো ও চটি রাখা উচিত নয়।
বাড়ির জায়গা ব্যবহার করার জন্য, কেউ কেউ যেমন তাদেঁর বাড়িতে সিঁড়ির নিচে টয়লেট তৈরি করেন। এটি গেস্ট টয়লেট হিসেবেই বেশিরভাগ বাড়িতে ব্যবহার করা হয়। এটিও এক প্রকার বাস্তু দোষ।
বাড়ির জায়গা ব্যবহার করার জন্য, কেউ কেউ যেমন তাদেঁর বাড়িতে সিঁড়ির নিচে টয়লেট তৈরি করেন। এটি গেস্ট টয়লেট হিসেবেই বেশিরভাগ বাড়িতে ব্যবহার করা হয়। এটিও এক প্রকার বাস্তু দোষ।
এছাড়াও কিছু মানুষ তাঁদের বাড়ির সিঁড়ির নিচে মৃত মানুষের ছবি রাখেন। অবশ্যই তার কারণ প্রিয়জনদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, যদিও জানিয়ে রাখা দরকার যে সেটিও বাস্তু দোষের কারণ হয়।
এছাড়াও কিছু মানুষ তাঁদের বাড়ির সিঁড়ির নিচে মৃত মানুষের ছবি রাখেন। অবশ্যই তার কারণ প্রিয়জনদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, যদিও জানিয়ে রাখা দরকার যে সেটিও বাস্তু দোষের কারণ হয়।
সিঁড়ির নিচে বাসন ধোয়ার বেসিন রাখাও উচিত নয়, এটি করলেও অতিরিক্ত টাকা খরচ হবে।
সিঁড়ির নিচে বাসন ধোয়ার বেসিন রাখাও উচিত নয়, এটি করলেও অতিরিক্ত টাকা খরচ হবে।
অনেক বাড়িতে আবার দেখা যায় বাসিন্দারা সিঁড়ির নিচে ডাস্টবিন রাখেন, যা একেবারেই করা ঠিক নয়। বাস্তু শাস্ত্রে বলা হয়েছে যে, এমন করলে পরিবারে আর্থিক সংকট হতে পারে, আবার অতিরিক্ত অর্থ খরচের সমস্যাও হতে পারে। তাই ডাস্টবিন কখনই সিঁড়ির নিচে রাখা উচিত নয়।
অনেক বাড়িতে আবার দেখা যায় বাসিন্দারা সিঁড়ির নিচে ডাস্টবিন রাখেন, যা একেবারেই করা ঠিক নয়। বাস্তু শাস্ত্রে বলা হয়েছে যে, এমন করলে পরিবারে আর্থিক সংকট হতে পারে, আবার অতিরিক্ত অর্থ খরচের সমস্যাও হতে পারে। তাই ডাস্টবিন কখনই সিঁড়ির নিচে রাখা উচিত নয়।
এছাড়াওর বাস্তু শাস্ত্রে কথিত আছে যে, সিঁড়ির নিচে অনেক জায়গা থাকলেও সেখানে পুজোর ঘর তৈরি করা উচিত নয়।
এছাড়াওর বাস্তু শাস্ত্রে কথিত আছে যে, সিঁড়ির নিচে অনেক জায়গা থাকলেও সেখানে পুজোর ঘর তৈরি করা উচিত নয়।
সিঁড়ির নিচে পুজোর ঘর বা রান্নাঘর তৈরি করা উচিত নয়। বাস্তু দোষও এর কারণে হয়। তাই সিঁড়ির নিচে পুজোর ঘর বা রান্নাঘর তৈরি করা উচিত নয়।
সিঁড়ির নিচে পুজোর ঘর বা রান্নাঘর তৈরি করা উচিত নয়। বাস্তু দোষও এর কারণে হয়। তাই সিঁড়ির নিচে পুজোর ঘর বা রান্নাঘর তৈরি করা উচিত নয়।

Astrology: রোজ স্নানের জলে মিশিয়ে নিন ছোট্ট জিনিস! বদলে ‌যাবে ভাগ্য! অর্থ-সুখের পাহাড়ে বসবেন

*বিশিষ্ট জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, সপ্তাহে সাতদিন স্নানের জলে বিভিন্ন দ্রব্য দিয়ে স্নান করলে অবাক করা ফলাফল মিলবে।
*বিশিষ্ট জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, সপ্তাহে সাতদিন স্নানের জলে বিভিন্ন দ্রব্য দিয়ে স্নান করলে অবাক করা ফলাফল মিলবে।
*সোমবারে কাঁচা দুধ স্নানের জলে মিশিয়ে স্নান করলে আপনার শারীরিক ও অর্থ সংকট দুর হবে। রোগ নিরাময় হবে। মঙ্গলবার সামান্য কেশর মিশিয়ে স্নান করুন। আপনার এর্নাজি কম থাকলে বাড়বে এবং সতেজ থাকবে শরীর ও মন।
*সোমবারে কাঁচা দুধ স্নানের জলে মিশিয়ে স্নান করলে আপনার শারীরিক ও অর্থ সংকট দুর হবে। রোগ নিরাময় হবে। মঙ্গলবার সামান্য কেশর মিশিয়ে স্নান করুন। আপনার এর্নাজি কম থাকলে বাড়বে এবং সতেজ থাকবে শরীর ও মন।
*বুধবার এক বালতি জলে পুদিনা পাতা অথবা দু-তিনটে ছোট এলাচ জলে মিশিয়ে স্নান করুন। ব্যবসা সমৃদ্ধি হবে এবং আপনার কমিউনেকশন ভাল হবে।
*বুধবার এক বালতি জলে পুদিনা পাতা অথবা দু-তিনটে ছোট এলাচ জলে মিশিয়ে স্নান করুন। ব্যবসা সমৃদ্ধি হবে এবং আপনার কমিউনেকশন ভাল হবে।
*বৃহস্পতিবার অল্প হলুদ গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। আপনার সৎবুদ্ধি ও জ্ঞান বাড়বে, বুদ্ধির বিকাশ ঘটবে। শুক্রবার সামান্য গোলাপ জল অথবা কর্পুর গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। ব্যবসায় সমৃদ্ধি হবে এবং বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
*বৃহস্পতিবার অল্প হলুদ গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। আপনার সৎবুদ্ধি ও জ্ঞান বাড়বে, বুদ্ধির বিকাশ ঘটবে। শুক্রবার সামান্য গোলাপ জল অথবা কর্পুর গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। ব্যবসায় সমৃদ্ধি হবে এবং বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
*শনিবার আপনি যখন স্নান করবেন তখন একবালতি জলে কালো তিল মিশিয়ে নিন। নানা রকম বাধা কাটবে। কর্মে প্রগতি আসবে।
*শনিবার আপনি যখন স্নান করবেন তখন একবালতি জলে কালো তিল মিশিয়ে নিন। নানা রকম বাধা কাটবে। কর্মে প্রগতি আসবে।
*রবিবার ছুটির দিনে সামান্য লাল চন্দন গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন।
*রবিবার ছুটির দিনে সামান্য লাল চন্দন গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন।