Tag Archives: Venus planet

Spacecraft Akatsuki Vanishes: মহাকাশ গবেষণায় বিরাট ধাক্কা, মানুষের সঙ্গে জ্বলন্ত শুক্রগ্রহের আর কোনও সংযোগ রইল না! আচমকা ‘ভ্যানিশ’ আকাতসুকি

মহাকাশ বিজ্ঞানের গবেষণায় বড়সড় ধাক্কা। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি JAXA-র তৈরি মহাকাশযান 'আকাতসুকি'-র সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
মহাকাশ বিজ্ঞানের গবেষণায় বড়সড় ধাক্কা। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি JAXA-র তৈরি মহাকাশযান ‘আকাতসুকি’-র সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
একমাত্র আকাতসুকিই ছিল যা মানুষের সঙ্গে শুক্রের সংযোগ রেখেছিল। সেই গ্রহ সম্পর্কে মহাকাশ বিজ্ঞানের গবেষণাকে সমৃদ্ধ করছিল।
একমাত্র আকাতসুকিই ছিল যা মানুষের সঙ্গে শুক্রের সংযোগ রেখেছিল। সেই গ্রহ সম্পর্কে মহাকাশ বিজ্ঞানের গবেষণাকে সমৃদ্ধ করছিল।
জাক্সা-র তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, মানুষের সঙ্গে শুক্রগ্রহের সম্পর্ক স্থাপনকারী মহাকাশযান আকাতসুকির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এপ্রিলের শেষ ভাগে ইনস্টিটিউট অফ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকাল সায়েন্স (ISAS)-এর সঙ্গে আকাতসুকির যোগাযোগ নেই আর।
জাক্সা-র তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, মানুষের সঙ্গে শুক্রগ্রহের সম্পর্ক স্থাপনকারী মহাকাশযান আকাতসুকির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এপ্রিলের শেষ ভাগে ইনস্টিটিউট অফ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকাল সায়েন্স (ISAS)-এর সঙ্গে আকাতসুকির যোগাযোগ নেই আর।
পৃথিবীর প্রতিবেশী দুই গ্রহের মধ্যে একটি মঙ্গল ও অপরটি শুক্রগ্রহ। রাতের আকাশে তাকালে জ্বলজ্বল করা শুক্রকে খালি চোখেই দেখা যায়। এই গ্রহটি কার্যত জ্বলছে বলা হয়।
পৃথিবীর প্রতিবেশী দুই গ্রহের মধ্যে একটি মঙ্গল ও অপরটি শুক্রগ্রহ। রাতের আকাশে তাকালে জ্বলজ্বল করা শুক্রকে খালি চোখেই দেখা যায়। এই গ্রহটি কার্যত জ্বলছে বলা হয়।
কারণ এখানে একের পর এক অগ্নুৎপাত হয়েই চলেছে। এই গ্রহের উত্তাপও প্রবল, শরীরজুড়ে লাভার স্রোত। সেই শুক্রগ্রহকে প্রদক্ষিণ করতে জাপান ২০১০ সালে একটি যান পাঠায়। নাম আকাতসুকি। জাপানি ভাষায় যার অর্থ ভোরবেলা। আকাতসুকি হল জাপানের প্রথম কোনও মহাকাশযান যা অন্য গ্রহের দিকে ছুটে গিয়েছিল।
কারণ এখানে একের পর এক অগ্নুৎপাত হয়েই চলেছে। এই গ্রহের উত্তাপও প্রবল, শরীরজুড়ে লাভার স্রোত। সেই শুক্রগ্রহকে প্রদক্ষিণ করতে জাপান ২০১০ সালে একটি যান পাঠায়। নাম আকাতসুকি। জাপানি ভাষায় যার অর্থ ভোরবেলা। আকাতসুকি হল জাপানের প্রথম কোনও মহাকাশযান যা অন্য গ্রহের দিকে ছুটে গিয়েছিল।
আকাতসুকিকে পাঠানো হয় শুক্রগ্রহের চারধারে কক্ষে ঘুরে তাকে সর্বক্ষণ নজরে রাখতে এবং তথ্য পাঠাতে। ২০১০ সালে সেটি পাড়ি দিলেও যান্ত্রিক গোলযোগ কাটিয়ে ২০১৫ সালে সেটি প্রথম শুক্রগ্রহের কক্ষে প্রবেশ করে।
আকাতসুকিকে পাঠানো হয় শুক্রগ্রহের চারধারে কক্ষে ঘুরে তাকে সর্বক্ষণ নজরে রাখতে এবং তথ্য পাঠাতে। ২০১০ সালে সেটি পাড়ি দিলেও যান্ত্রিক গোলযোগ কাটিয়ে ২০১৫ সালে সেটি প্রথম শুক্রগ্রহের কক্ষে প্রবেশ করে।
তারপর থেকে অবশ্য তা ঠিকঠাকই ঘুরছিল এবং তথ্য সংগ্রহ করছিল। কিন্তু এতদিন পর জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে তাদের সঙ্গে  আকাতসুকি সব সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। যোগাযোগ সম্ভব হচ্ছে না।
তারপর থেকে অবশ্য তা ঠিকঠাকই ঘুরছিল এবং তথ্য সংগ্রহ করছিল। কিন্তু এতদিন পর জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে তাদের সঙ্গে আকাতসুকি সব সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। যোগাযোগ সম্ভব হচ্ছে না।
এতদিন আকাতসুকি ছিল বিশ্বের একমাত্র মহাকাশযান যা শুক্রের কক্ষে ঘুরপাক খাচ্ছিল এবং তথ্য সংগ্রহ করছিল। কিন্তু সেই আকাতসুকির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হওয়া মানে এখন শুক্রের কক্ষে আর একটিও পৃথিবীর যান রইল না। কোনও দেশেরই নয়।
এতদিন আকাতসুকি ছিল বিশ্বের একমাত্র মহাকাশযান যা শুক্রের কক্ষে ঘুরপাক খাচ্ছিল এবং তথ্য সংগ্রহ করছিল। কিন্তু সেই আকাতসুকির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হওয়া মানে এখন শুক্রের কক্ষে আর একটিও পৃথিবীর যান রইল না। কোনও দেশেরই নয়।
একমাত্র আকাতসুকিই ছিল যা মানুষের সঙ্গে শুক্রের সংযোগ রেখেছিল। সেই গ্রহ সম্পর্কে মহাকাশ বিজ্ঞানের গবেষণাকে সমৃদ্ধ করছিল। এখন তা সংযোগের বাইরে। ফলে শুক্রকে কাছ থেকে চেনার সুযোগ অনেকটাই কমে গেল বিজ্ঞানীদের কাছে, যা মহাকাশ গবেষকদের কাছে বড় ধাক্কা।
একমাত্র আকাতসুকিই ছিল যা মানুষের সঙ্গে শুক্রের সংযোগ রেখেছিল। সেই গ্রহ সম্পর্কে মহাকাশ বিজ্ঞানের গবেষণাকে সমৃদ্ধ করছিল। এখন তা সংযোগের বাইরে। ফলে শুক্রকে কাছ থেকে চেনার সুযোগ অনেকটাই কমে গেল বিজ্ঞানীদের কাছে, যা মহাকাশ গবেষকদের কাছে বড় ধাক্কা।

Venus Planet for Rich Life: শুক্র তুঙ্গে? আরামের হবে জীবন, টাকার আসবে হু হু করে, প্রেমের অভাব হবে না , জানুন আপনার রাশির অবস্থান

মুখের উজ্জ্বলতা বাড়াতে দামী ক্রিম ব্যবহার নয়৷ এমন অনেকে রয়েছেন যে কোনও প্রসীধনী ব্যবহার করেন না৷ তবুও তাঁদের মুখের উজ্জ্বল্য বা ফর্সাভাব বজায় থাকে দিনভর৷ এমন অনেকে রয়েছেন যাদের জীবনে আরাম-আয়েশের কোনও অভাব হয় না৷ কোনও পরিশ্রম ছাড়াই তাঁদের জীবন থাকে অভাব-অভিযোগ ছাড়া৷ এটি কোনও কাকতালীয় ঘটনা নয়৷ এটি গ্রহের জন্য ঘটে৷ অর্থাৎ ভাগ্যের জোড়ে এভাবে জীবনে সব কিছুর মালিক হন তাঁরা৷
মুখের উজ্জ্বলতা বাড়াতে দামী ক্রিম ব্যবহার নয়৷ এমন অনেকে রয়েছেন যে কোনও প্রসীধনী ব্যবহার করেন না৷ তবুও তাঁদের মুখের উজ্জ্বল্য বা ফর্সাভাব বজায় থাকে দিনভর৷ এমন অনেকে রয়েছেন যাদের জীবনে আরাম-আয়েশের কোনও অভাব হয় না৷ কোনও পরিশ্রম ছাড়াই তাঁদের জীবন থাকে অভাব-অভিযোগ ছাড়া৷ এটি কোনও কাকতালীয় ঘটনা নয়৷ এটি গ্রহের জন্য ঘটে৷ অর্থাৎ ভাগ্যের জোড়ে এভাবে জীবনে সব কিছুর মালিক হন তাঁরা৷
জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে বস্তুগত আরামদায়ক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এটাও বিশ্বাস করা হয় যে যাঁর কুণ্ডলীতে শুক্র শক্তিশালী হয়, তাঁর ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয়৷ তাঁর জীবনেও বজায় থাকে সমস্ত আরাম ও বিলাসিতা। শুক্রকে সৌন্দর্যের গ্রহ বলা হয়।
জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে বস্তুগত আরামদায়ক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এটাও বিশ্বাস করা হয় যে যাঁর কুণ্ডলীতে শুক্র শক্তিশালী হয়, তাঁর ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয়৷ তাঁর জীবনেও বজায় থাকে সমস্ত আরাম ও বিলাসিতা। শুক্রকে সৌন্দর্যের গ্রহ বলা হয়।
রাঁচির সুপরিচিত জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে বলেছেন যে শুক্রের অবস্থান আপনার সৌন্দর্য নির্ধারণ করে। শুক্র যত শক্তিশালী, আপনি তত সুন্দর হবেন। এছাড়াও, প্রায়ই দেখা যায় যে কোনও মহিলা বা পুরুষ ভিড় থেকে সম্পূর্ণ আলাদা এবং খুব আকর্ষণীয় দেখায়। এর কারণ হতে পারে তার রাশিতে শুক্রের শক্তি। শুক্র যত শক্তিশালী হবে, আপনার ব্যক্তিত্বে তত বেশি উজ্জ্বলতা থাকবে।
রাঁচির সুপরিচিত জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে বলেছেন যে শুক্রের অবস্থান আপনার সৌন্দর্য নির্ধারণ করে। শুক্র যত শক্তিশালী, আপনি তত সুন্দর হবেন। এছাড়াও, প্রায়ই দেখা যায় যে কোনও মহিলা বা পুরুষ ভিড় থেকে সম্পূর্ণ আলাদা এবং খুব আকর্ষণীয় দেখায়। এর কারণ হতে পারে তার রাশিতে শুক্রের শক্তি। শুক্র যত শক্তিশালী হবে, আপনার ব্যক্তিত্বে তত বেশি উজ্জ্বলতা থাকবে।
একই সঙ্গে যদি শুক্রকে শক্তিশালী করতে চান তবে প্রথমে জেনে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলীতে শুক্রের অবস্থান কোথায়৷ যদি শুক্র শুভ হয় তবে হিরে বা সাদা ওপাল পরলে শুক্রকে শক্তিশালী হবে। সম্পদ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে।
একই সঙ্গে যদি শুক্রকে শক্তিশালী করতে চান তবে প্রথমে জেনে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলীতে শুক্রের অবস্থান কোথায়৷ যদি শুক্র শুভ হয় তবে হিরে বা সাদা ওপাল পরলে শুক্রকে শক্তিশালী হবে। সম্পদ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে।
সন্তোষ কুমার চৌবে বলেছেন যে শুক্রের পাশাপাশি রাহুও কখনও কখনও কুণ্ডলীতে খারাপ অবস্থানে থাকে। এ কারণেও মানুষ সৌন্দর্য হারায়। এমতাবস্থায় শুক্রের সঙ্গে রাহুকে সংশোধন করতে হলে সুশৃঙ্খল জীবনযাপন করার পরামর্শ করা হয়েছে। জিনিসগুলি সঠিকভাবে গুছিয়ে রাখার কথাও বলা হয়েছিল। ছেঁড়া কাপড় পরবেন না। আপনার ঘর থেকে আপনার জুতো সব কিছু গুছিয়ে রাখুন।
সন্তোষ কুমার চৌবে বলেছেন যে শুক্রের পাশাপাশি রাহুও কখনও কখনও কুণ্ডলীতে খারাপ অবস্থানে থাকে। এ কারণেও মানুষ সৌন্দর্য হারায়। এমতাবস্থায় শুক্রের সঙ্গে রাহুকে সংশোধন করতে হলে সুশৃঙ্খল জীবনযাপন করার পরামর্শ করা হয়েছে। জিনিসগুলি সঠিকভাবে গুছিয়ে রাখার কথাও বলা হয়েছিল। ছেঁড়া কাপড় পরবেন না। আপনার ঘর থেকে আপনার জুতো সব কিছু গুছিয়ে রাখুন।
কোনও কিছু ফেলে দেবেন না বা নোংরা অবস্থায় রাখবেন না। ভুল করেও নোংরা কাপড়, ময়লা জুতা বা কোনও নোংরা জিনিস পরবেন না। এর কারণে শুক্র ও রাহু উভয়ের অবস্থান খারাপ হয়। এই কারণেই ধীরে ধীরে মানুষের উজ্জ্বলতা ও সৌন্দর্য কমতে থাকে। এই উভয় গ্রহ যখন সঠিক এবং শক্তিশালী অবস্থানে থাকে তখন আপনি সৌন্দর্য, সম্পদ, গৌরব এবং ঐশ্বর্যের মতো সবকিছুই পাবেন।
কোনও কিছু ফেলে দেবেন না বা নোংরা অবস্থায় রাখবেন না। ভুল করেও নোংরা কাপড়, ময়লা জুতা বা কোনও নোংরা জিনিস পরবেন না। এর কারণে শুক্র ও রাহু উভয়ের অবস্থান খারাপ হয়। এই কারণেই ধীরে ধীরে মানুষের উজ্জ্বলতা ও সৌন্দর্য কমতে থাকে। এই উভয় গ্রহ যখন সঠিক এবং শক্তিশালী অবস্থানে থাকে তখন আপনি সৌন্দর্য, সম্পদ, গৌরব এবং ঐশ্বর্যের মতো সবকিছুই পাবেন।Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷