Tag Archives: vijay varma

IC-814 The Kandahar Hijack Review: ওটিটিতে পা দিয়েই বাজিমাত অনুভবের, দাগ কেটে গেল বিজয় ভার্মার অভিনয়

১৯৯৯-এর কান্দাহার হাইজ্যাক আজও ভারতের ইতিহাসে অন্যতম অন্ধকারতম অধ্যায়। নতুন শতাব্দীর আগমনের অপেক্ষায় প্রহর গুণছে গোটা বিশ্ব। বড়দিনের ঠিক আগে ২৪ ডিসেম্বর ১৭৫ জন যাত্রীকে নিয়ে কাঠমাণ্ডু থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমান।

মাঝপথে সেই বিমানকে হাইজ্যাক করে জঙ্গিরা। অমৃতসর, লাহোর, দুবাই ঘুরে অবতরণ করে কান্দাহারে। ঘটনার ৭ দিন পর ভারতীয় কারাগার থেকে জঙ্গি মৌলানা মাসুদ আজহার, মোস্তাক আহমেদ জারগার এবং আহমেদ ওমর সঈদ শেখের মুক্তির বিনিময়ে ছাড়া হয় যাত্রীদের। এই ঘটনা নিয়েই নেটফ্লিক্সে মুক্তি পেল ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ ওয়েব সিরিজ।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা! আগামী ৭ দিন কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

আইসি ৮১৪ বিমানের পাইলট ‘ফ্লাইট ইন টু ফিয়ার’ বইকেই পর্দায় হাজির করেছেন পরিচালক অনুভব সিনহা। যাত্রীদের আতঙ্ক, তাঁদের পরিবারের ক্ষোভ থেকে শুরু করে পাইলট এবং কেবিন ক্রুদের মানসিক পরিস্থিতি, মিডিয়ার অবস্থান, জঙ্গি হাইজ্যাকার এবং ভারত সরকারের মধ্যে কথা চালাচালি ইত্যাদি বিভিন্ন দিক বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

কান্দাহার হাইজ্যাক নিয়ে বহু প্রশ্নের উত্তর আজও অজানা। এত বড় ষড়যন্ত্রের কথা নিরাপত্তা সংস্থা আঁচ করতে পারল না কেন? অমৃতসরে অপারেশনের জন্য প্রস্তুত ছিল সেনাবাহিনী। কিন্তু তারপরেও জঙ্গিরা কীভাবে বিমান লাহোরে নিয়ে গেল? কান্দাহারে নিয়ে যাওয়ার পিছনে তালিবানদের ভূমিকা কী ছিল? এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনুভব।

আরও পড়ুন: বাড়িতে টিকটিকির ডিম দেখা কীসের সঙ্কেত? ফেলে দেওয়া উচিত শুভ নাকি অশুভ? জানালেন জ‍্যোতিষী

কেন্দ্রে তখন অটল বিহারি বাজপেয়ীর জোট সরকার। সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সম্মতি নিতে হত। দ্বিতীয়ত পোখরানে পরমানু পরীক্ষা এবং কারগিল যুদ্ধের কারণে আন্তর্জাতিক দুনিয়ায় সঙ্গে ভারতের সমীকরণো বদলে গিয়েছিল অনেকখানি। অনুভব এই দিকগুলোকে সফলভাবে বুনেছেন গল্পে।

তবে শুরুর দিকে গল্প এগিয়েছে ধীর গতিতে। রোমাঞ্চ তেমন নেই। মাসুদ আজহারের সঙ্গে ভারতীয় অফিসারের বিরিয়ানি খাওয়ার দৃশ্য রীতিমতো চোখে লাগে। এতবড় ঘটনার পর ভারত সরকারের গা ছাড়া মনোভাব দেখে ক্ষোভ হতে বাধ্য। গল্প যত এগিয়েছে সিরিজের গতিও বেড়েছে পাল্লা দিয়ে।

সিরিজের প্রাপ্তি অভিনয়। ক্যাপ্টেন শরণ দেবের ভূমিকায় বিজয় ভার্মা অসাধারণ বললে কম বলা হয়। কোনও বীরত্ব দেখানোর চেষ্টা করেননি। ক্যাপ্টেনের অসহায় অবস্থা, সাহসিকতা আর প্রজ্ঞা ফুটিয়ে তুলেছেন নিখুঁত দক্ষতায়। এয়ার হোস্টেসের ভূমিকায় মন জয় করে নিয়েছেন পত্রলেখা এবং অদিতি।

ভারতীয় অফিসারদের ভূমিকায় নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, আদিত্য শ্রীবাস্তব, দিব্যেন্দু ভট্টাচার্যরা সীমিত ভূমিকায় যথেষ্ট প্রভাব ফেলেছেন। একই সঙ্গে অরবিন্দ স্বামী, কুমুদ মিশ্র, মনোজ পাহওয়াও চমৎকার। সাংবাদিক হিসাবে অমৃতা পুরীর অভিনয় অনেক দিন মনে থাকবে দর্শকদের। খুব কম সময়েও নিজস্ব ছাপ রেখে গিয়েছেন দিয়া মির্জাও।

Vijay Varma on Illness: শরীরে রয়েছে গোপন রোগ, এতদিন পর মুখ খুললেন তমন্নার প্রেমিক! কী হয়েছে বিজয়ের?

অভিনয়ের জোরে এখন কোটি কোটি দর্শকের পছন্দের নায়ক বিজয় বর্মা। এমনকী অভিনেত্রী তমন্না ভাটিয়ারও মনের জাদুকর নাকি তিনিই।
অভিনয়ের জোরে এখন কোটি কোটি দর্শকের পছন্দের নায়ক বিজয় বর্মা। এমনকী অভিনেত্রী তমন্না ভাটিয়ারও মনের জাদুকর নাকি তিনিই।
সেই অভিনেতা নিজেই এক গোপন কথা স্বীকার করেছেন সম্প্রতি, যেখানে তাঁর রোগের কথা জানা গিয়েছে।
সেই অভিনেতা নিজেই এক গোপন কথা স্বীকার করেছেন সম্প্রতি, যেখানে তাঁর রোগের কথা জানা গিয়েছে।
এই মুহূর্তে অভিনেত্রী তমন্না ভাটিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে বেশ চর্চা বলিউডে।
এই মুহূর্তে অভিনেত্রী তমন্না ভাটিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে বেশ চর্চা বলিউডে।
পরিচালক জোয়া আখতারের 'গলি বয়' ছবির হাত ধরে পথচলা শুরু বিজয়ের। তার পর অভিনয় দক্ষতার জোরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজয় বর্মা। কাজ করেছেন 'ডার্লিংস', 'দহাড়', 'মির্জাপুর'-এর মতো ছবি ও সিরিজে।
পরিচালক জোয়া আখতারের ‘গলি বয়’ ছবির হাত ধরে পথচলা শুরু বিজয়ের। তার পর অভিনয় দক্ষতার জোরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজয় বর্মা। কাজ করেছেন ‘ডার্লিংস’, ‘দহাড়’, ‘মির্জাপুর’-এর মতো ছবি ও সিরিজে।
এ বার নিজের একটি রোগের কথা জানালেন বিজয়। দীর্ঘ বছর ধরে শ্বেতি রয়েছে তাঁর শরীরে।
এ বার নিজের একটি রোগের কথা জানালেন বিজয়। দীর্ঘ বছর ধরে শ্বেতি রয়েছে তাঁর শরীরে।
তবে পর্দায় তা বোঝা যায় না। মেক-আপের সাহায্যে ঢেকে রাখেন। তা হলে কি এটি তাঁর অস্বস্তির কারণ?
তবে পর্দায় তা বোঝা যায় না। মেক-আপের সাহায্যে ঢেকে রাখেন। তা হলে কি এটি তাঁর অস্বস্তির কারণ?
এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের শ্বেতির দাগ প্রসাধনী দিয়ে ঢেকে রাখেন অধিকাংশ সময়ে।
এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের শ্বেতির দাগ প্রসাধনী দিয়ে ঢেকে রাখেন অধিকাংশ সময়ে।
কারণ তিনি চান না তাঁকে যখন পর্দায় দর্শক দেখবেন, তাঁর অভিনয় ছাড়া অন্য কোনও বিষয় বাড়তি নজর কাড়ুক কারও।
কারণ তিনি চান না তাঁকে যখন পর্দায় দর্শক দেখবেন, তাঁর অভিনয় ছাড়া অন্য কোনও বিষয় বাড়তি নজর কাড়ুক কারও।
বিজয়ের কথায়, 'এটা যদিও তেমন কোনও বড় ব্যাপার নয়। তবু আমি হালকা মেক-আপের সাহায্যে ঢেকে রাখতাম। আসলে এটা একজন অভিনেতার কাছে খুব ছোট ব্যাপারও না। মাঝেমধ্যে ভাবি, যদি এটা আমার কেরিয়ারের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়? কিন্তু সৌভাগ্যবশত আমাকে কখনও তেমন কিছুর মুখোমুখি হতে হয়নি। যত ক্ষণ আমার কাজ আছে, তত ক্ষণ এটা নিয়ে চিন্তিত নই আমি'
বিজয়ের কথায়, ‘এটা যদিও তেমন কোনও বড় ব্যাপার নয়। তবু আমি হালকা মেক-আপের সাহায্যে ঢেকে রাখতাম। আসলে এটা একজন অভিনেতার কাছে খুব ছোট ব্যাপারও না। মাঝেমধ্যে ভাবি, যদি এটা আমার কেরিয়ারের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়? কিন্তু সৌভাগ্যবশত আমাকে কখনও তেমন কিছুর মুখোমুখি হতে হয়নি। যত ক্ষণ আমার কাজ আছে, তত ক্ষণ এটা নিয়ে চিন্তিত নই আমি’

Guess the Celebrity: ২ ক্রিকেটারের প্রেমে পাগল থাকলেও বিয়ে করেননি কাউকেই, এখন ‘এই’ অভিনেতার সঙ্গে… চিনতে পারলেন?

 কখনও নতুন প্রেম তো কখনও আবার বিচ্ছেদ, এই কারণে একাধিক তারকারাই শিরোনামে উঠে আসেন৷ তারকাদের প্রেম নিয়ে হামেশাই চর্চা চলে সংবাদমাধ্যমে৷ দক্ষিণের সুন্দরী অভিনেত্রীও রয়েছেন এই তালিকায়৷
কখনও নতুন প্রেম তো কখনও আবার বিচ্ছেদ, এই কারণে একাধিক তারকারাই শিরোনামে উঠে আসেন৷ তারকাদের প্রেম নিয়ে হামেশাই চর্চা চলে সংবাদমাধ্যমে৷ দক্ষিণের সুন্দরী অভিনেত্রীও রয়েছেন এই তালিকায়৷
একাধিক সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে৷ বহু তারকার সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া৷
একাধিক সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে৷ বহু তারকার সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া৷
তিনি এমন একজন অভিনেত্রী যিনি বিভিন্ন রক্ষণশীলতা থেকে দূরে সরে গিয়ে এমন নজির স্থাপন করেছেন যা দেখে সকলেই অবাক।  দক্ষিণের সুপারহিট অভিনেত্রী তামান্না ভাটিয়ার ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
তিনি এমন একজন অভিনেত্রী যিনি বিভিন্ন রক্ষণশীলতা থেকে দূরে সরে গিয়ে এমন নজির স্থাপন করেছেন যা দেখে সকলেই অবাক। দক্ষিণের সুপারহিট অভিনেত্রী তামান্না ভাটিয়ার ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
জিকিউ-এর রিপোর্ট অনুসারে, তামান্নার মোট সম্পত্তির পরিমাণ ১২০ কোটি টাকা৷ যিনি একটি ছবির ৪-৫ কোটি টাকা৷ একটি বিজ্ঞাপন প্রচারের জন্য ৭-৮ কোটি টাকা নেন। তামান্না তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্য ভক্তদের কাছে বেশি জনপ্রিয়৷
জিকিউ-এর রিপোর্ট অনুসারে, তামান্নার মোট সম্পত্তির পরিমাণ ১২০ কোটি টাকা৷ যিনি একটি ছবির ৪-৫ কোটি টাকা৷ একটি বিজ্ঞাপন প্রচারের জন্য ৭-৮ কোটি টাকা নেন। তামান্না তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্য ভক্তদের কাছে বেশি জনপ্রিয়৷
তবে পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী৷ অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সকলেরই জানা৷ দু'জনের কেমিস্ট্রি, বন্ডিং সকলের নজরে৷
তবে পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী৷ অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সকলেরই জানা৷ দু’জনের কেমিস্ট্রি, বন্ডিং সকলের নজরে৷
তবে বিজয় ভার্মার আগে দুই ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্না ভাটিয়ার৷ শোনা যায় ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজাকের সঙ্গে রিলেশনশিপে ছিলেন নায়িকা৷
তবে বিজয় ভার্মার আগে দুই ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্না ভাটিয়ার৷ শোনা যায় ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজাকের সঙ্গে রিলেশনশিপে ছিলেন নায়িকা৷
আপনি জানলে অবাক হবেন যে বিজয় ভার্মার মোট সম্পদ তামান্না ভাটিয়ার থেকে ৭ গুণ কম। মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে বিজয় ভার্মার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা এবং তামান্নার মোট সম্পত্তি ১২০ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, বিজয় ভার্মা প্রায় ২৫ থেকে ৭৫ লক্ষ টাকা চার্জ করেন।
আপনি জানলে অবাক হবেন যে বিজয় ভার্মার মোট সম্পদ তামান্না ভাটিয়ার থেকে ৭ গুণ কম। মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে বিজয় ভার্মার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা এবং তামান্নার মোট সম্পত্তি ১২০ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, বিজয় ভার্মা প্রায় ২৫ থেকে ৭৫ লক্ষ টাকা চার্জ করেন।