Tag Archives: vinesh phogat

Sports Minister on Vinesh Phogat: ‘সকাল ৭.১৫, ৭.৩০-এ দু বার মাপা হয় ওজন!’ কী ঘটল প্যারিসে, লোকসভায় জানালেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি: ভিনেশ ফোগট কাণ্ডে সংসদে বিবৃতি দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ বেশি ওজনের জন্য ভিনেশ ফোগটের অলিম্পিক্সে স্বপ্নভঙ্গের পর ঘটনাক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ সংসদ চত্বরে বিক্ষোভও দেখান তাঁরা৷ যদিও ক্রীড়ামন্ত্রী এ দিন সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন, ভিনেশের কাণ্ডে ইতিমধ্যেই আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত৷ বিষয়টি নিয়ে ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পি টি ঊষার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

পাশাপাশি, অলিম্পিক্সে ভিনেশের সাফল্যের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে আর্থিক সাহায্য সহ সবরকম ভাবে পাশে থেকেছে, এ দিন সংসদে দাঁড়িয়ে সেকথাও মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী৷ এ দিন অলিম্পিক্স থেকে ভিনেশের বাতিল হয়ে যাওয়ার খবর আসতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় কুস্তিগীরকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী৷

সংসদে এ দিন ক্রীড়ামন্ত্রী বলেন, ‘পঞ্চাশ কেজি বিভাগে একশো গ্রাম বেশি ওজন হওয়ায় ভিনেশ ফোগটকে প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল করা হয়েছে৷ আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক বিভাগের প্রতিযোগীদের প্রতিদিন সকালে দু বার ওজন মাপা হয়৷ কোনও প্রতিযোগী যদি দু বার মধ্যে একবারও ওজন মাপার প্রক্রিয়ায় অংশ না নেন অথবা তাঁর ওজন নির্ধারিত সীমার বেশি হয়, তাহলে সেই ক্রীড়াবিদকে বাতিল করা হয় অথবা র‍্যাঙ্ক ছাড়াই তাঁর জায়গা সবার শেষে হয়৷’

আরও পড়ুন: IOA-র কাছে আবেদন করছে ভারত, ভিনেশ খেলাতে মরিয়া প্রচেষ্টা দেশের

প্যারিসের ঘটনাক্রম বিশদে তুলে ধরে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘প্যারিসের স্থানীয় সময় সকাল ৭.১৫ এবং ৭.৩০ মিনিটে আজ দু বার ভিনেশ ফোগটের ওজন মাপা হয়৷ ভিনেশের ওজন ৫০ কেজি ১০০ গ্রাম আসে৷ এই কারণে ভিনেশকে অলিম্পিক্স থেকে বাতিল করে দেওয়া হয়৷ আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে৷ প্রধানমন্ত্রী নিজেও প্যারিসে থাকা ভারতীয় অলিম্পিক্স ফেডারেশনের প্রধান পি টি ঊষার সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ করতে বলেছেন৷’

এর পরেই ক্রীড়ামন্ত্রী জানান, অলিম্পিক্সে ভিনেশের সাফল্যের জন্য ভারত সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হয়েছে৷ ভিনেশের জন্য হাঙ্গেরির বিখ্যাত কোচকে আনার ব্যবস্থা করা হয়েছে৷ এ ছাড়াও সর্বক্ষণের স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, ফিজিওর মতো ব্যক্তিগত প্রশিক্ষক এবং টিম রাখতে প্রয়োজনীয় আর্থিক সাহায্যও করেছে ভারত সরকার৷ ভিনেশের অলিম্পিক্স প্রস্তুতির জন্য কেন্দ্রীয় সরকার ৭০ লক্ষ ৪৫ হাজার টাকারও বেশি খরচ করেছে৷

Vinesh Phogat Update: IOA-র কাছে আবেদন করছে ভারত, ভিনেশকে খেলাতে মরিয়া প্রচেষ্টা দেশের

:  ভারতের  ভিনেশ ফোগটের কেসটি নিয়ে আইওসি-র কাছে আবেদন করছে৷ আইওসি-র প্রটোকল মেনে ভিনেশের কেসটির জন্য আপিল করা হয়েছে৷ ভারতীয় কুস্তিগির ৫০ কেজির মহিলা ফ্রি স্টাইল বিভাগে ডিসকোয়ালিফাই হয়ে যান৷ তাঁর আজই সোনার মেডেলের ম্যাচের জন্য নামার কথা ছিল৷ আজ সকালেই কুস্তি ফাইনালের আগে তাঁর ওজন করা হলে তিনি ওভারওয়েট হন৷
:  ভারতের  ভিনেশ ফোগটের কেসটি নিয়ে আইওসি-র কাছে আবেদন করছে৷ আইওসি-র প্রটোকল মেনে ভিনেশের কেসটির জন্য আপিল করা হয়েছে৷ ভারতীয় কুস্তিগির ৫০ কেজির মহিলা ফ্রি স্টাইল বিভাগে ডিসকোয়ালিফাই হয়ে যান৷ তাঁর আজই সোনার মেডেলের ম্যাচের জন্য নামার কথা ছিল৷ আজ সকালেই কুস্তি ফাইনালের আগে তাঁর ওজন করা হলে তিনি ওভারওয়েট হন৷
ভিনেশ ইতিহাস তৈরি করেন মঙ্গলবার রাতে৷ তিনি সেমিফাইনালে জেতার পরেই ফাইনালে চলে যান এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে  ফাইনালের টিকিট পেয়েছিলেন৷ বুধবার সকালের আগে সারা দেশ খুশি ছিল অলিম্পিক্সের মঞ্চ থেকে নিশ্চিতভাবে আরও একটি পদক আসছে৷ কারণ ভারত রুপো অন্তত পেতেনই৷
ভিনেশ ইতিহাস তৈরি করেন মঙ্গলবার রাতে৷ তিনি সেমিফাইনালে জেতার পরেই ফাইনালে চলে যান এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে  ফাইনালের টিকিট পেয়েছিলেন৷ বুধবার সকালের আগে সারা দেশ খুশি ছিল অলিম্পিক্সের মঞ্চ থেকে নিশ্চিতভাবে আরও একটি পদক আসছে৷ কারণ ভারত রুপো অন্তত পেতেনই৷
আইওসি আবেদন করেছে যেন কেউ ভিনেশ ফোগটের প্রাইভেসি যেন অতিক্রম না করা হয়৷ নিজের এটা তৃতীয় অলিম্পিক্স খেলছেন ভিনেশ ফোগট৷
আইওসি আবেদন করেছে যেন কেউ ভিনেশ ফোগটের প্রাইভেসি যেন অতিক্রম না করা হয়৷ নিজের এটা তৃতীয় অলিম্পিক্স খেলছেন ভিনেশ ফোগট৷
তিনি ওভারওয়েট হওয়ার কারণে এই কুস্তির লড়াইয়ের তালিকায় একদম শেষ স্থানে থেকে লড়াই করছেন৷
তিনি ওভারওয়েট হওয়ার কারণে এই কুস্তির লড়াইয়ের তালিকায় একদম শেষ স্থানে থেকে লড়াই করছেন৷
: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷

Vinesh Phogot in Olympics 2024: জানতেন ওজন বেশি! ভয়ে ছিলেন ভিনেশ, সারা রাত যা যা করলেন, ভাবতে পারবেন না…

প্যারিস: অলিম্পিক্সে ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। কুস্তিতে মহিলাদের ৫০ কেজি বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট, কিন্তু ওজন বেশি থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে ভিনেশকে।

কী বলছে অলিম্পিক্সে ওজন মাপার নিয়ম?
ফ্রিস্টাইল কুস্তিতে মহিলাদের ৬টি বিভাগ রয়েছে- ৫০, ৫৩, ৫৭, ৬২, ৬৮ এবং ৭৬ কেজি। এর মধ্যে ৫০ কেজি বিভাগে ছিলেন ভিনেশ ফোগট।

আরও পড়ুন: ভিনেশ বাতিল, IOA সভাপতি পিটি ঊষাকে ফোন প্রধানমন্ত্রীর! কী হবে এবার?

অলিম্পিক্সে কুস্তিগিরদের দু’দিনই ম্যাচের আগে ওজন মাপা হয়। নিয়ম অনুযায়ী ম্যাচে অংশ নেওয়ার জন্য প্রতিযোগিতার দুটো দিনেই কুস্তিগিরের ওজন নির্দিষ্ট বিভাগের ওজনসীমার মধ্যে থাকতে হয়।

আরও পড়ুন: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও

কেন বাদ গেলেন ভিনেশ?
মঙ্গবারও ভিনেশের ওজন মাপা হয়েছিল। মঙ্গলবার তাঁর ওজন ৫০ কেজির মধ্যে ছিল, তাই তিনি কুস্তিতে অংশ নিতে পেরেছিলেন। কিন্তু সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাঁর ওজন ২ কিলো বেশি ছিল। অতিরিক্ত ওজন কমানোর জন্য রাতভর চেষ্টা করেছিলেন ভিনেশ। সারা রাত ধরে জগিং, স্কিপিং, সাইক্লিং করেছিলেন ভিনেশ যাতে ওজন কমিয়ে ফাইনালে অংশ নিতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত বাড়তি ১০০ কিলো ওজন তাঁর পক্ষে কমানো সম্ভব হয়নি।

ভারতের পক্ষ থেকে ভিনেশের ওজন কমানোর জন্য কিছুটা বাড়তি সময়ও চাওয়া হয়, কিন্তু সেই অনুরোধ মানেনি অলিম্পিক্স কর্তৃপক্ষ।

ছিলেন ৫৩ কেজিতে, নামলেন ৫০ কেজিতে! কার ভুলে ভিনেশ বাদ? বড় খবর

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের ঠিক আগে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

কুস্তির ৫০ কেজি ওজন বিভাগের ফাইনালে নামতেন ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ১৫০ গ্রাম বেশি ছিল। তাই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। ভিনেশ চিটকে যাওয়ায় অলিম্পিকে বড় ধাক্কা খেয়েছে ভারত।

আরও পড়ুন- ‘তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!’ ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি

কুস্তি সংস্থার গোঁয়ার্তুমির ফলই কি পেলেন ভিনেশ? নিজের ক্যাটেগরিতে না নেমে ওজন কমিয়ে ৫০ কেজি বিভাগে নামতে হয়েছিল ভিনেশকে। অলিম্পিক এর আগে ভিনেশকে জানিয়ে দেওয়া হয়েছিল, ৫৩ কেজি বিভাগে অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন অন্তিম পাংহাল।

অন্তিম যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন। ভিনেশ ফোগটকেও যোগ্যতা অর্জনের পরীক্ষা দিতে হবে। ভিশন সেই কারণে ওজন কমিয়ে ৫০ কেজি বিভাগে খেলতে নামেন। ভারতের যে কোটা ছিল, সেটা থেকেই যোগ্যতা অর্জন করেন।

হাঁটুতে মারাত্মক চোট ছিল ভিনেশের। যে কারণে তাঁর কেরিয়ার নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন। অস্ত্রোপচার করানো ছাড়া সেই সময় আর কোনও উপায় ছিল না। কিন্তু অস্ত্রোপচার করানো মানে ফিরে আসতে সময় লাগবে। অলিম্পিক্সে নামা নিয়ে প্রশ্ন আরও জোরাল হয়ে পড়বে।

—- Polls module would be displayed here —-

শেষ পর্যন্ত অস্ত্রোপচারের পথেই হাঁটেন ভিনেশ। চিকিৎসক ছিলেন ডাক্তার দীনশ পার্ডিওয়ালা। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থকে যিনি কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন।

আরও পড়ুন- ভিনেশ কেন বাদ? অলিম্পিক্সে ওজন মাপায় গণ্ডগোল! কোচ জানালেন ‘আসল কথা’

কুস্তির কোচ দাবি করেছেন, গত অলিম্পিক্স পর্যন্ত সমস্ত কুস্তি ম্যাচ একই দিনে অনুষ্ঠিত হয়েছিল। একই দিনে খুব ভোরে ওজন করা হত। সহজ কথায়, আগে একবার ওজন করা হত এবং ম্যাচগুলি একই দিনে শেষ হত। এবার কুস্তির ম্যাচগুলি দুদিনে অনুষ্ঠিত হচ্ছে। ২ দিনেই ওজন আলাদা।

Vinesh Phogat PM Modi: ভিনেশ বাতিল, IOA সভাপতি পিটি ঊষাকে ফোন প্রধানমন্ত্রীর! কী হবে এবার?

প্য়ারিস: ভিনেশ ফোগটকে বাতিল করার বিষয় নিয়ে আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষাকে অল-আউট ঝাঁপানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যিনি ভিনেশের পাশে দাঁড়িয়ে তাঁকে সান্ত্বনা দিয়েছেন। নিজের কতটা কষ্ট হয়েছে, সেটাও জানিয়েছেন। পিটি ঊষাকে প্রতিবাদ জানানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগট অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের পোস্টে মোদি ভিনেশকে দেশের গর্ব বলে দাবি করার পাশাপাশি প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন৷ ভিনেশের জন্য়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারাও। সোশ্য়াল মিডিয়ায় ট্রেন্ডিং বহু মানুষের মন্তব্য়।

আরও পড়ুন: এই একটি ফল নিয়ে বিমানে ওঠা নিষেধ, হতে পারে জেল-জরিমানা! জানেন কোন ফল?

অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ কিন্তু কিছুক্ষণ আগেই খবর আসে, নির্ধারিত ৫০ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ফোগট৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন৷

আরও পড়ুন: ‘মেয়েটা বড্ড রোগা’ অজুহাতে মাধুরীকে বিয়ে করতে রাজি হননি বলিউডের এক বিখ্যাত গায়ক, কে তিনি জানেন?

এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর পিটি ঊষার সঙ্গে কথা বলে তাঁর থেকে গোটা বিষয়টা সবিস্তারে প্রথমে জানতে চান। এই পরিপ্রেক্ষিতে ভারতের সামনে কী কী বিকল্প রয়েছে, সেকথাও তিনি জিজ্ঞেস করেন বলে খবর। পাশাপাশি রিপোর্টে দাবি করা হয় প্রধানমন্ত্রী মোদি ফোনে পিটি ঊষাকে বার্তা দিয়েছেন যাতে তিনি ভিনেশের এই বাতিল হওয়ার সিদ্ধান্তের কড়া বিরোধ জানান যদি তাতে ভিনেশ কোনওরকম ভাবে তাতে লাভবান হন।

Vinesh Phogat Hospitalized: একের পর এক খারাপ খবর প্যারিস থেকে, হাসপাতালে গেলেন ভিনেশ

: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷
ভিনেশ আগের দিনই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিক্সের কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন৷ তিনি আজ সোনার মেডেলের লড়াইতে নামতেন৷
ভিনেশ আগের দিনই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিক্সের কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন৷ তিনি আজ সোনার মেডেলের লড়াইতে নামতেন৷
মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷

 

Vinesh Phogat: অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ, ফাইনালে নামতেই পারবেন না ফোগট! দেখুন ভিডিও

অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ কিন্তু নির্ধারিত ৫০ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ফোগট৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন৷ দুরন্ত ফর্মে থেকে বিশ্বের এক নম্বর কুস্তিগীরকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ভিনেশ৷ রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ ফোগটের স্বপ্নভঙ্গের পরই তাঁকে সান্ত্বনা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

ভিনেশ কেন বাদ? অলিম্পিক্সে ওজন মাপায় গণ্ডগোল! কোচ জানালেন ‘আসল কথা’

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের ঠিক আগে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

কুস্তির ৫০ কেজি ওজন বিভাগের ফাইনালে নামতেন ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ৫০ গ্রাম বেশি ছিল। তাই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। ভিনেশ চিটকে যাওয়ায় অলিম্পিকে বড় ধাক্কা খেয়েছে ভারত।

আরও পড়ুন- Paris Olympics 2024: অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশকে, হঠাৎ কী ঘটল

রেসলিং কোচ ডক্টর সুশীল রাজপুত বলেছেন, এটা সম্ভব নয়, কারণ ওজন সবার সামনেই ছিল। অন্যান্য খেলোয়াড় ও কোচরাও সেখানে থাকেন। তবে পুরানো নিয়ম থাকলে ভিনেশ ফোগট একেবারেই আউট হতেন না। ভারতের একটি পদক নিশ্চিত ছিল।

ডাঃ সুশীল রাজপুত বলেছেন, গত অলিম্পিক্স পর্যন্ত সমস্ত কুস্তি ম্যাচ একই দিনে অনুষ্ঠিত হয়েছিল। একই দিনে খুব ভোরে ওজন করা হত। সহজ কথায়, আগে একবার ওজন করা হত এবং ম্যাচগুলি একই দিনে শেষ হত। এবার কুস্তির ম্যাচগুলি দুদিনে অনুষ্ঠিত হচ্ছে। ২ দিনেই ওজন আলাদা।

—- Polls module would be displayed here —-

ভিনেশ ফোগাট ৬ জুলাই প্রি-কোয়ার্টার, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন। প্রথম ম্যাচে অলিম্পিক্স চ্যাম্পিয়ন, দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং তৃতীয় ম্যাচে প্যান আমেরিকান চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন।

আরও পড়ুন- ‘তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!’ ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি

ফাইনাল ম্যাচ ৬ই জুলাই অনুষ্ঠিত হয়নি। এটি ৭ জুলাই নির্ধারিত হয়েছিল। ৭ জুলাই ম্যাচের জন্য আজ সকালে পুনরায় ওজন করা হয়েছিল, যাতে ফোগটের ওজন বেশি হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষার সাথে ফোনে এই পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন। তাঁকে সমস্ত বিকল্প নিয়ে খোঁজ নিতে বলা হয়েছে। ভারত  ফোগটের ব্যাপার নিয়ে প্যারিস অলিম্পিক্স কমিটির কাছে প্রতিবাদ করতে পারে।

Paris Olympics 2024: এই মুহূর্তে ভিনেশকে কোনও প্রশ্ন না করতে আবেদন ভারতীয় অ্যাথলেটিক্সে, যেভাবে স্বপ্ন পরিণত হল দুঃস্বপ্নে

মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷

 

Narendra Modi on Vinesh Phogat: ‘তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!’ ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি

নয়াদিল্লি: ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগট অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের পোস্টে মোদি ভিনেশকে দেশের গর্ব বলে দাবি করার পাশাপাশি প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন৷

অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ কিন্তু কিছুক্ষণ আগেই খবর আসে, নির্ধারিত ৫০ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ফোগট৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন৷

আরও পড়ুন: অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশকে, হঠাৎ কী ঘটল, চরম চাঞ্চল্য

ভিনেশ ফোগটের স্বপ্নভঙ্গের এই খবর আসার পরই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন৷ তুমি ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতবাসীর কাছে অনুপ্রেরণা৷ আজকের এই ধাক্কা যন্ত্রণাদায়ক৷ যে হতাশা আমায় গ্রাস করেছে তা ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পেলে ভাল হত৷ তবে একই সঙ্গে আমি জানি একইসঙ্গে আমি জানি, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিমূর্তি তুমি। চিরদিন তোমার প্রকৃতি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া৷ আরও শক্তিশালী হয়ে ফিরে এসো৷ আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি৷’

প্রসঙ্গত উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ও বিজেপি নেতা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন ভিনেশ৷ সেই সময়, মোদি বিরোধী স্লোগানও দিয়েছিলেন তিনি৷ এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেকথা মনেও করিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷