Tag Archives: vinesh phogat

Paris Olympics 2024: অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশকে, হঠাৎ কী ঘটল, চরম চাঞ্চল্য

প্যারিস: ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷

৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷

 

 

তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে গেল৷

Kangana Ranaut on Vinesh Phogat: ‘মোদি-বিরোধী স্লোগান দিয়েছিলেন’, ভিনেশ অলিম্পিক্সে ইতিহাস গড়তেই মুখ খুললেন কঙ্গনা!

প্যারিস: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে ঐতিহাসিক জয় পেয়েছেন ভিনেশ ফোগট। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। কিউবার ইয়ুসনেলিস গুজম্যান লোপেজকে ৫-০ ব্যবধানে হারিয়ে দুর্ধর্ষ জয় পেয়েছেন ভিনেশ ফোগট। আর এর ফলে তিনিই হয়ে উঠেছেন প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর, যিনি অলিম্পিক্স কুস্তির ফাইনালে পৌঁছতে পেরেছেন।

ভিনেশ ফোগটের এই কৃতিত্বের প্রশংসা করে ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘ভারতের প্রথম স্বর্ণ পদকের জন্য অধীর অপেক্ষায়…’ এক সময় ভিনেশ ফোগট প্রতিবাদ আন্দোলনে অংশ নিয়েছিলেন। যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান দিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে দেশের প্রতিনিধিত্ব করার এবং সেরা প্রশিক্ষণ, কোচ এবং সুযোগসুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আর মহান নেতার প্রতীক।”

আরও পড়ুন: শক্ত হাতে রাশ ধরতে পারবেন বাংলাদেশের? নোবেলজয়ী ইউনুসের সামনে কঠিন চ্যালেঞ্জ

ফাইনাল পর্যন্ত ভিনেশ ফোগটের সফরটা অসাধারণের তুলনায় কিছু কম নয়। ১৬ নম্বর রাউন্ডে বিশ্বসেরা এবং গতবারের চ্যাম্পিয়ন জাপানের ইয়ুয়ি সুসাকিকে হারিয়ে জয়ের পথ প্রশস্ত করেছিলেন ভারতীয় এই তারকা কুস্তিগীর। প্রসঙ্গত টোকিও ২০২০ অলিম্পিকসের সময় থেকেই একবারের জন্যও হারানো যায়নি এই সুসাকিকে। তবে ঐতিহাসিক ভাবে তাঁকে হারিয়ে এগিয়ে গিয়েছেন ভিনেশ ফোগট। এরপর তিনি কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছেন ইউক্রেনের ওকসানা লিভাচের। কম ব্যবধানে তাঁকে হারিয়ে জয়ের পথে এগিয়েছেন ভিনেশ।

তাঁকে কেন্দ্র করে তৈরি সাম্প্রতিক বিতর্ক সত্ত্বেও প্যারিস অলিম্পিক্সে ভিনেশ ফোগটের দুর্ধর্ষ পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে। কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন ভিনেশ ফোগট। এই নিয়ে সেই সময় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে কুস্তির ময়দানে নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি। সুসাকিকে হারিয়ে তিনি তাৎপর্যপূর্ণ ভাবে জয়ী হয়েছেন। কারণ আন্তর্জাতিক ময়দানে ওই জাপানি চ্যাম্পিয়ন প্রথম বারের জন্য পরাজিত হয়েছেন। আর এখান থেকেই ভিনেশ ফোগটের ক্ষমতা এবং কঠোর অধ্যবসায়ের পরিচয় মেলে।

এখানেই শেষ নয়, ফোগটের এই জয় ব্যক্তিগত হলেও তা ভারতীয় কুস্তির জন্য মাইলফলকও বটে! তাঁর এই কৃতিত্বে এখন নতুন করে আশায় বুক বাঁধছেন দেশবাসীরা। আপাতত ফাইনালে অবতীর্ণ হবেন তিনি। ফলে তাঁর সোনা জয় দেখার জন্যই মুখিয়ে রয়েছে গোটা দেশ।

Vinesh Phogat: যন্তরে মন্তরে পুলিশদের বিরুদ্ধে লড়াই থেকে অলিম্পিক্সের মেডেল, হরিয়ানার হ্যারিকেন এই ফোগট, জানেন কোন বাড়ির মেয়ে

‘ফাইট কোনি ফাইট’ মতি নন্দীর এই লাইন প্রজন্মের পর প্রজন্মকে লড়াই করার জন্য মোটিভেট করে, ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট এই লাইন পড়েছেন কিনা জানা নেই, কিন্তু তিনি যা করেন তাতে এই লাইনটা তাঁর জীবনের একেবারে মূল মোটো তা নিয়ে কারো মনে কোনও সন্দেহের অবকাশ নেই৷
‘ফাইট কোনি ফাইট’ মতি নন্দীর এই লাইন প্রজন্মের পর প্রজন্মকে লড়াই করার জন্য মোটিভেট করে, ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট এই লাইন পড়েছেন কিনা জানা নেই, কিন্তু তিনি যা করেন তাতে এই লাইনটা তাঁর জীবনের একেবারে মূল মোটো তা নিয়ে কারো মনে কোনও সন্দেহের অবকাশ নেই৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা বৃজভূষণের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের মারাত্মক অভিযোগের বিরুদ্ধে যে কুস্তিগিররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ভিনেশ ফোগট৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা বৃজভূষণের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের মারাত্মক অভিযোগের বিরুদ্ধে যে কুস্তিগিররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ভিনেশ ফোগট৷
আর মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক নিশ্চিত করল ভারত। নিজের পারফরম্যান্স দিয়ে সেই মেডেল নিশ্চিত করলেন ভিনেশ ফোগট৷ এরই সঙ্গে ভারতীয় মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট।
আর মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক নিশ্চিত করল ভারত। নিজের পারফরম্যান্স দিয়ে সেই মেডেল নিশ্চিত করলেন ভিনেশ ফোগট৷ এরই সঙ্গে ভারতীয় মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট।
দীর্ঘ দিনের পরিশ্রম এবার ফল দিল, স্বপ্নপূরণ হল ভারতীয় মহিলা কুস্তিগীরের। বিগত ২টি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভিনেশের। তবে হার না মেনে প্যারিসে নিজের লক্ষ্যপূরণ করলেন তিনি। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে একপ্রকার কোনও সুযোগই দেননি ভিনেশ। ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে জাস্ট উড়িয়ে দিয়ে  ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন৷
দীর্ঘ দিনের পরিশ্রম এবার ফল দিল, স্বপ্নপূরণ হল ভারতীয় মহিলা কুস্তিগীরের। বিগত ২টি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভিনেশের। তবে হার না মেনে প্যারিসে নিজের লক্ষ্যপূরণ করলেন তিনি। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে একপ্রকার কোনও সুযোগই দেননি ভিনেশ। ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে জাস্ট উড়িয়ে দিয়ে  ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন৷
এদিনের সেমিফাইনালের জয় ফোগাটের জন্য অন্তত রুপোর পদক নিশ্চিত করেছে, তবে বিশিষ্ট ভারতীয় কুস্তিগীর ফাইনালে সোনার লক্ষ্যেই নামবেনষ  থাকবেন।
এদিনের সেমিফাইনালের জয় ফোগাটের জন্য অন্তত রুপোর পদক নিশ্চিত করেছে, তবে বিশিষ্ট ভারতীয় কুস্তিগীর ফাইনালে সোনার লক্ষ্যেই নামবেনষ  থাকবেন।
এর আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন ইউই সুসাকিকে রাউন্ড অফ সিক্সটিনে পরাজিত করেন। পরে তিনি সেমিফাইনালে ইউক্রেনীয় কুস্তিগিরকে পরাজিত করেন।
এর আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন ইউই সুসাকিকে রাউন্ড অফ সিক্সটিনে পরাজিত করেন। পরে তিনি সেমিফাইনালে ইউক্রেনীয় কুস্তিগিরকে পরাজিত করেন।
ফোগাট, হরিয়ানার একজন ২৯ বছরের কুস্তিগির, তিনি কেরিয়ারের বিভিন্ন সময়ে  উত্তাল খারাপ সময়ের বিরুদ্ধে লড়াই করেছেন। ২০২৩ সালে, তিনি জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করে ৪০ দিনের জন্য নয়াদিল্লির ফুটপাতে কঠোর অবস্থা সহ্য করেছিলেন৷ পুলিশি অত্যাচারেরও শিকার হন তিনি৷  হাঁটুর অস্ত্রোপচার সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন।
ফোগাট, হরিয়ানার একজন ২৯ বছরের কুস্তিগির, তিনি কেরিয়ারের বিভিন্ন সময়ে  উত্তাল খারাপ সময়ের বিরুদ্ধে লড়াই করেছেন। ২০২৩ সালে, তিনি জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করে ৪০ দিনের জন্য নয়াদিল্লির ফুটপাতে কঠোর অবস্থা সহ্য করেছিলেন৷ পুলিশি অত্যাচারেরও শিকার হন তিনি৷  হাঁটুর অস্ত্রোপচার সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন।
ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং অন্যান্য বেশ কিছু বিখ্যাত কুস্তিগীররা ১৮ জানুয়ারি নতুন দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছিল তৎকালীন WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এই ধরণের অশান্ত পরিস্থিতির মতোই ভিনেশ ফোগাট ভারতীয় কুস্তিতে ধারাবাহিকভাবে ইতিহাস তৈরি করেছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ এবং এশিয়ান গেমস উভয়েই সোনার মেডেল জিতেছেন।  তিনি তাঁর ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে একাধিক পদক অর্জন করেছেন।
ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং অন্যান্য বেশ কিছু বিখ্যাত কুস্তিগীররা ১৮ জানুয়ারি নতুন দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছিল তৎকালীন WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এই ধরণের অশান্ত পরিস্থিতির মতোই ভিনেশ ফোগাট ভারতীয় কুস্তিতে ধারাবাহিকভাবে ইতিহাস তৈরি করেছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ এবং এশিয়ান গেমস উভয়েই সোনার মেডেল জিতেছেন।  তিনি তাঁর ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে একাধিক পদক অর্জন করেছেন।
২৫ অগাস্ট, ১৯৯৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ভিনেশ ফোগাট কুস্তি ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা রাজপাল ফোগাট এবং তার কাজিন, গীতা এবং ববিতা ফোগাট, সকলেই ভারতীয় কুস্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
২৫ অগাস্ট, ১৯৯৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ভিনেশ ফোগাট কুস্তি ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা রাজপাল ফোগাট এবং তার কাজিন, গীতা এবং ববিতা ফোগাট, সকলেই ভারতীয় কুস্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।২৫ অগাস্ট, ১৯৯৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ভিনেশ ফোগাট কুস্তি ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা রাজপাল ফোগাট এবং তার কাজিন, গীতা এবং ববিতা ফোগাট, সকলেই ভারতীয় কুস্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ফোগাট পরিবারের গল্প, যা বলিউড ফিল্ম 'দঙ্গল'-দেখানো হয়েছিল৷  সামাজিক রীতিনীতি ভাঙার এবং কুস্তিতে মহিলাদের অংশগ্রহণের প্রচার করার জন্য তাদের সংকল্পকে প্রতিফলিত করে।
ফোগাট পরিবারের গল্প, যা বলিউড ফিল্ম ‘দঙ্গল’-দেখানো হয়েছিল৷  সামাজিক রীতিনীতি ভাঙার এবং কুস্তিতে মহিলাদের অংশগ্রহণের প্রচার করার জন্য তাদের সংকল্পকে প্রতিফলিত করে।

Vinesh Phogat: ইতিহাস গড়ে অলিম্পিক্সের ফাইনালে ভিনেশ ফোগট, পদক নিশ্চিত ভারতের

প্যারিস অলিম্পিক্সে আরও একটি পদক নিশ্চিত করল ভারত। মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট। দীর্ঘ দিনের পরিশ্রম ও স্বপ্ন পূরণ হল ভারতীয় মহিলা কুস্তিগীরের। বিগত ২টি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভিনেশের। তবে হার না মেনে প্যারিসে নিজের লক্ষ্যপূরণ করলেন তিনি। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে একপ্রকার কোনও সুযোগই দেননি ভিনেশ। ৫-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পাকা করেন ভিনেশ।

এদিন সেমিফাইনালের প্রথম থেকে একটু ডিফেন্স মজবুত করে খেলছিলেন ভিনেশ। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন প্রথমে ২ পয়েন্ট নিয়ে নেন তিনি। এরপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন কিউবার প্রতিপক্ষ। সেই সুযোগ কাজে লাগিয়ে ফের পয়েন্ট তুলে নেন ভিনেশ ফোগট। ২ পয়েন্টের পর একবারে ৩ পয়েন্ট অর্জন করেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর।

আরও পড়ুনঃ Neeraj Chopra: সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া

ম্যাচের শেষ কয়েক মুহূর্ত ভিনেশের কাছে চ্যালেঞ্জ ছিল কোনও ভুল না করা ও নিজের লিড ধরে রাখা। সেই কাজ খুব ভাল করেই করেন তিনি। নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে কিউবার প্রতিপক্ষকে একটিও সুযোগ দেননি তিনি। ম্যাচের সময় শেষের বাঁশি বাজতেই ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলে ভিনেশ। রুপো জয় নিশ্চিত হলেও ভিনেশের লক্ষ্য একটাই। তা হল, অলিম্পি গোল্ড।

অলিম্পিক্সে বড় অঘটন, ভারতের মেয়ে হারাল বিশ্বের এক নম্বরকে! কুস্তিতে পদকের স্বপ্ন

প্যারিস: অলিম্পিক্সে অঘটন ঘটালেন ভিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টে জাপানের সুসাকি ইউকে হারালেন তিনি।

এই জাপানি কুস্তিগীর ছিলেন টোকিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী। এদিনের বাউট-এ তিনিই প্রথম পয়েন্ট নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ভিনেশ ফোগাট ‘দঙ্গল’-এর মতো ফিল্মি স্টাইলে জিতলেন।

আরও পড়ুন- পা টলছে ! পথচারীদের কাঁধে ভর দিয়ে পেরোচ্ছেন রাস্তা, বিনোদ কাম্বলির ভিডিও ভাইরাল

তিনি প্রথম দুটি পয়েন্ট নিয়েছিলেন, এর পর ফোগাট আরও একটি পয়েন্ট পান। বাউট ৩-১-এ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতীয় কুস্তিগীর।

—- Polls module would be displayed here —-

ভিনেশ ফোগাটের জন্য এই লড়াই কঠিন বলে মনে করা হয়েছিল। কারণ ভিনেশ ফোগাটের বিরুদ্ধে ছিলেন বিশ্বের এক নম্বর কুস্তিগীর। তিনি ভারতের আরেকটি পদকের আশা বাঁচিয়ে রেখেছেন।

ফোগাট পরিবারের মেয়েকে যোদ্ধা হিসাবে বিবেচনা করা হয়। গত দুই বছরে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। দীর্ঘদিন রেসলিং ফেডারেশনের প্রধান থাকা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সোচ্চার হন। সেই কারণে ব্রিজভূষণ শরণ সিংকেও পদ হারাতে হয়। ইতিমধ্যে তিনি সকল বাধা অতিক্রম করে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন।

আরও পড়ুন- ‘শুধু চাইলে হবে না, প্লেয়ারদের আত্মসমীক্ষা প্রয়োজন’, বিস্ফোরক প্রকাশ পাড়ুকোন

প্রথম রাউন্ডে দুর্দান্ত জয়ের পর আরও আত্মবিশ্বাসী তিনি। হরিয়ানায় তাঁর বাড়ির লোকজন এতক্ষণে নিশ্চয়ই গর্বিত বোধ করছেন। এখনও পর্যন্ত শুধুমাত্র সাক্ষী মালিকই মহিলাদের কুস্তিতে ব্রোঞ্জ পদক জিততে পেরেছেন। এবার ভিনেশ ফোগাট পদক জিতলে তা ভারতের খেলাধূলার ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে।

তিনি আজই ইউক্রেনের ওকসানা ভাসিলিভনা লিভাচের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবেন।