Tag Archives: violin

Origin of Violin: প্রাচীন তামিল শিলালিপিতে উল্লেখ, লঙ্কেশ রাবণের হাতের এই রহস্যময় বাদ্যযন্ত্রই বেহালার আদি রূপ, দাবি শিল্পীর

গোয়ালিয়র : দাবার মতো বেহালার জন্মও ভারতে। গোটা বিশ্ব যাকে ভায়োলিন নামে চেনে। গোয়ালিয়রের এক অনুষ্ঠানে সেই ইতিহাসই তুলে ধরলেন বেহালাবাদক প্রবীণ। প্রাচীন তামিল সংস্কৃতিতেও বেহালার উল্লেখ রয়েছে বলে জানান তিনি।

প্রবীণ বলেন, তামিলনাড়ুর প্রাচীন শিলালিপিতে একটি বিশেষ বাদ্যযন্ত্রের উল্লেখ পাওয়া যায়। যাকে বেহালার আদি রূপ বলে মনে করা হয়। লোকাল ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ বলেন, “ওই বাদ্যযন্ত্রে একটি বা দুটি তার ছিল। সেটা বেহালার মতো বাজানো হত।’’

প্রবীণের মতে, বেহালার মতো বাদ্যযন্ত্র যে প্রাচীন ভারতে ছিল, এই শিলালিপিই তার প্রমাণ। শুধু তাই নয়, বেহালার আদি সংস্করণ ভারতেই আবিষ্কৃত হয়েছিল বলে তাঁর বিশ্বাস। পরে এই বাদ্যযন্ত্র বিদেশে পৌঁছয়। তারপর ধীরে ধীরে পায় আধুনিক রূপ। বর্তমানে বেহালা ঢালাই করা হয়। আগের চেয়ে অনেক উন্নত।

রাবণ সংহিতায় বেহালার আদি সংস্করণের উল্লেখ রয়েছে: প্রবীণ বলেন, রাবণ সংহিতাতেও বেহালার আদি রূপের উল্লেখ পাওয়া গিয়েছে। সেই বাদ্যযন্ত্রতে বলা হত, ‘রাবণ হট্ট’। কথিত, লঙ্কেশ রাবণ এই যন্ত্র নিজে বাজাতেন। শ্রীলঙ্কা এবং ভারতের কিছু অংশে আজও এই বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। বেহালার সমস্ত নোটই ‘রাবণ হট্ট’-এ বাজানো যায়। ভারতে বেহালার জন্মের এটা আর এক প্রমাণ। যা পরবর্তীতে বিদেশে উন্নত রূপ পায়।

আরও পড়ুন : সস্তায় পুষ্টিকর! চোখের পলকে আরাম কোষ্ঠকাঠিন্য যন্ত্রণা ও প্রস্রাবের জ্বালায়! পাখির নামে এই ফুল মহৌষধ

বংশ পরম্পরায় বেহালা বাজাচ্ছেন প্রবীণ: প্রবীণ জানান, চার প্রজন্ম ধরে তাঁরা বেহালা বাজাচ্ছেন। প্রবীনের দাদু এবং ঠাকুরদাও পেশাদার বেহালাবাদক ছিলেন। তাঁর বাবাও বেহালাশিল্পী। সেই সূত্রে ছোট থেকেই বেহালার প্রতি অনুরাগ প্রবীণের। প্রথম থেকেই তাঁকে শেখানো হয়েছে যে বেহালা ভারতীয় বাদ্যযন্ত্র। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভারতীয় ইতিহাসের সঙ্গেও বেহালা জড়িয়ে রয়েছে।

বেহালা এবং ভারত অবিচ্ছেদ্য। এই বাদ্যযন্ত্রটিকে ভারতীয় সংস্কৃতি থেকে আলাদা করা যাবে না কোনওভাবেই। এমনটাই মনে করেন প্রবীণ। প্রাচীন ভারতীয় সঙ্গীতের সঙ্গে বেহালা, যা রাবণহট্টা নামে পরিচিত ছিল, সেই বাদ্যযন্ত্রের নাড়ির টান। এমনটাই মনে করেন প্রবীণ।