Tag Archives: Washington Sundar
ওয়াশিংটন সুন্দরের জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে
পুরো নাম: ওয়াশিংটন সুন্দর
জন্ম: ৫ অক্টোবর, ১৯৯৯
উচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চি
জাতীয়তা: ভারতীয়
ক্রীড়াবিদ: অলরাউন্ডার,
বামহাতি ব্যাটার এবং রাইট আর্ম অফ ব্রেক
পরিবার
পিতা: এম সুন্দর
ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম ওয়াশিংটন সুন্দর। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের মাধ্যমে খুব কম বয়সে বিশ্বের অন্যতম ঘরোয়া লিগ আইপিএল এবং ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন।
শৈশব
তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে জন্ম ওয়াশিংটন সুন্দরের। নিজের রাজ্যের হয়েই ঘরোয়া ক্রিকেট শুরু করেন তিনি। সুন্দর ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩১.২৯ গড় তোলেন, ৫৩২ রান করেন এবং ২৬.৯৩ গড়ে মোট ৩০০টি উইকেট নেন। ২০১৬-১৭ সালের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০১৭ সালের অক্টোবর মাসে ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু বনাম ত্রিপুরা ম্যাচে প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেন ওয়াশিংটন সুন্দর।
আন্তর্জাতিক মঞ্চে উত্থান
২০১৭ সালের ১৩ ডিসেম্বর ভারতীয় জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নীল জার্সিতে একদিনের ফরম্যাটে খেলার ডাক পান ওয়াশিংটন সুন্দর। দলের হয়ে অলরাউন্ডার হিসেবে খেলেন। অভিষেক ম্যাচেই লাহিরু থিরিমান্নেকে ক্লিন বোল্ড করে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম উইকেট নেন তিনি। এই ম্যাচেই রোহিত শর্মা তাঁর তৃতীয় ডবল সেঞ্চুরি করেছিলেন এবং তাঁর রানের সুবাদেই ভারতের মোট রান হয়েছিল ৩৯২। শ্রীলঙ্কা ব্যাট হাতে ২৫১ রান করে এবং ১৪৪ রানে ভারতের কাছে হেরে যায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই একটি মাত্র সিরিজ খেলেছেন সুন্দর। এরপরে তাঁকে একদিনের আন্তর্জাতিক খেলার জন্য আর ডাকা হয়নি।
২০১৭ সালের ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় ওয়াশিংটন সুন্দরের। ২০১৮ সালের নিদহাস ট্রফিতে খেলার জন্য ভারতীয় স্কোয়াডে ডাক আসে তাঁর। এটি ছিল ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে হওয়া ত্রিদেশীয় সিরিজ। ‘পাওয়ার প্লে’-তে দুর্দান্ত বোলিং করার জন্য অনেকেই তাঁর প্রশংসা করেন। প্রথম ৬ ওভারে গড়ে ৬ রান দেন সুন্দর যাকে, টি-২০ ফরম্যাটে ভালো বোলিং মনে করা হয়।
এই সিরিজের একটি ম্যাচে সুন্দর তাঁর প্রথম হ্যাট্রিক-উইকেট নেন। সুন্দর ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই কৃতিত্ব নিজের নামে করার রেকর্ড করে ফেলেন। তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য তাঁকে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার দেওয়া হয়। এরপর তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য দলে নেওয়া হয়। ২টি টি-২০ ম্যাচে ৫ ওভার বল করেও কোনও উইকেট অবশ্য পাননি সুন্দর।
আইপিএল
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর নির্বাচকদের নজর তাঁর উপর পড়ে। তার পর থেকেই টি-২০ ক্রিকেটে দাপটের সঙ্গেই খেলে চলেছেন ওয়াশিংটন সুন্দর। ২০১৭ সালের ‘রাইজিং পুনে সুপারজায়ান্টস’-এর হয়ে আইপিএল তাঁর অভিষেক হয়। ২০১৮ সালের আইপিএল নিলামে বিরাট কোহলির নেতৃত্বাধীন ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ সুন্দরকে ৩.২ কোটি টাকা দিয়ে কিনে নেয়। তাঁকে মোট ১০টি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয় এবং তিনি মোট ৮টি ইউকেট নেন। ২০২২ সালের ‘মেগা অকশনে’ ‘সানরাইজার্স হায়দরাবাদ’ সুন্দরকে ৮.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেন।