Tag Archives: Washington Sundar

ওয়াশিংটন সুন্দরের জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে 

পুরো নাম: ওয়াশিংটন সুন্দর

জন্ম: ৫ অক্টোবর, ১৯৯৯

উচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চি

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: অলরাউন্ডার,

বামহাতি ব্যাটার এবং রাইট আর্ম অফ ব্রেক

পরিবার

পিতা: এম সুন্দর

ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম ওয়াশিংটন সুন্দর। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের মাধ্যমে খুব কম বয়সে বিশ্বের অন্যতম ঘরোয়া লিগ আইপিএল এবং ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন।

শৈশব

তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে জন্ম ওয়াশিংটন সুন্দরের। নিজের রাজ্যের হয়েই ঘরোয়া ক্রিকেট শুরু করেন তিনি। সুন্দর ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩১.২৯ গড় তোলেন, ৫৩২ রান করেন এবং ২৬.৯৩ গড়ে মোট ৩০০টি উইকেট নেন। ২০১৬-১৭ সালের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০১৭ সালের অক্টোবর মাসে ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু বনাম ত্রিপুরা ম্যাচে প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেন ওয়াশিংটন সুন্দর।

আন্তর্জাতিক মঞ্চে উত্থান

২০১৭ সালের ১৩ ডিসেম্বর ভারতীয় জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নীল জার্সিতে একদিনের ফরম্যাটে খেলার ডাক পান ওয়াশিংটন সুন্দর। দলের হয়ে অলরাউন্ডার হিসেবে খেলেন। অভিষেক ম্যাচেই লাহিরু থিরিমান্নেকে ক্লিন বোল্ড করে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম উইকেট নেন তিনি। এই ম্যাচেই রোহিত শর্মা তাঁর তৃতীয় ডবল সেঞ্চুরি করেছিলেন এবং তাঁর রানের সুবাদেই ভারতের মোট রান হয়েছিল ৩৯২। শ্রীলঙ্কা ব্যাট হাতে ২৫১ রান করে এবং ১৪৪ রানে ভারতের কাছে হেরে যায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই একটি মাত্র সিরিজ খেলেছেন সুন্দর। এরপরে তাঁকে একদিনের আন্তর্জাতিক খেলার জন্য আর ডাকা হয়নি।

২০১৭ সালের ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় ওয়াশিংটন সুন্দরের। ২০১৮ সালের নিদহাস ট্রফিতে খেলার জন্য ভারতীয় স্কোয়াডে ডাক আসে তাঁর। এটি ছিল ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে হওয়া ত্রিদেশীয় সিরিজ। ‘পাওয়ার প্লে’-তে দুর্দান্ত বোলিং করার জন্য অনেকেই তাঁর প্রশংসা করেন। প্রথম ৬ ওভারে গড়ে ৬ রান দেন সুন্দর যাকে, টি-২০ ফরম্যাটে ভালো বোলিং মনে করা হয়।

এই সিরিজের একটি ম্যাচে সুন্দর তাঁর প্রথম হ্যাট্রিক-উইকেট নেন। সুন্দর ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই কৃতিত্ব নিজের নামে করার রেকর্ড করে ফেলেন। তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য তাঁকে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার দেওয়া হয়। এরপর তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য দলে নেওয়া হয়। ২টি টি-২০ ম্যাচে ৫ ওভার বল করেও কোনও উইকেট অবশ্য পাননি সুন্দর।

আইপিএল

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর নির্বাচকদের নজর তাঁর উপর পড়ে। তার পর থেকেই টি-২০ ক্রিকেটে দাপটের সঙ্গেই খেলে চলেছেন ওয়াশিংটন সুন্দর। ২০১৭ সালের ‘রাইজিং পুনে সুপারজায়ান্টস’-এর হয়ে আইপিএল তাঁর অভিষেক হয়। ২০১৮ সালের আইপিএল নিলামে বিরাট কোহলির নেতৃত্বাধীন ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ সুন্দরকে ৩.২ কোটি টাকা দিয়ে কিনে নেয়। তাঁকে মোট ১০টি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয় এবং তিনি মোট ৮টি ইউকেট নেন। ২০২২ সালের ‘মেগা অকশনে’ ‘সানরাইজার্স হায়দরাবাদ’ সুন্দরকে ৮.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেন।

IND vs NZ 3rd Test: জাদেজা-সুন্দরের স্পিনের ভেলকি! ২৩৫-এ শেষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস

ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম দিনেই অলআউট হল নিউজিল্যান্ড। ওয়াংখেড়েতে ভারতীয় স্পিনারদের দাপটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৩৫ রানে। (Photo Courtesy- AP)
ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম দিনেই অলআউট হল নিউজিল্যান্ড। ওয়াংখেড়েতে ভারতীয় স্পিনারদের দাপটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৩৫ রানে। (Photo Courtesy- AP)
তৃতীয় টেস্টেও টস ভাগ্য সাথ দেয়নি ভারত অধিনায়ক রোহিত শর্মার। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৮২ রান করেন ড্যারিল মিচেল। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস।  (Photo Courtesy- AP)
তৃতীয় টেস্টেও টস ভাগ্য সাথ দেয়নি ভারত অধিনায়ক রোহিত শর্মার। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৮২ রান করেন ড্যারিল মিচেল। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। (Photo Courtesy- AP)
এছাড়া উইল ইয়ং ৭১ রানের ইনিংস খেলেন কিউইদের হয়ে। ৪টি চার ও ২টি ছয় মারেন তিনি। এছাড়া কোনও নিউজিল্যান্ড ব্যাটার সম্মানজনক স্কোর করতে পারেননি। (Photo Courtesy- AP)
এছাড়া উইল ইয়ং ৭১ রানের ইনিংস খেলেন কিউইদের হয়ে। ৪টি চার ও ২টি ছয় মারেন তিনি। এছাড়া কোনও নিউজিল্যান্ড ব্যাটার সম্মানজনক স্কোর করতে পারেননি। (Photo Courtesy- AP)
ভারতের হয়ে ওয়াংখেড়েতে সবথেকে বেশি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। একাই পাঁচটি উইকেট নেন জাড্ডু। জাদেজার উইকেট শিকারের তালিকায় রয়েছে উইল ইয়ং, টম বান্ডেল, গ্লেন ফিলিপস, ইশ শোধি ও ম্যাট হেনরি।  (Photo Courtesy- AP)
ভারতের হয়ে ওয়াংখেড়েতে সবথেকে বেশি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। একাই পাঁচটি উইকেট নেন জাড্ডু। জাদেজার উইকেট শিকারের তালিকায় রয়েছে উইল ইয়ং, টম বান্ডেল, গ্লেন ফিলিপস, ইশ শোধি ও ম্যাট হেনরি। (Photo Courtesy- AP)
এছাড়া দ্বিতীয় ম্যাচের মতই  তৃতীয় টেস্টেও নিজের দুরন্ত ফর্ম ধরে রাখেন ওয়াশিংটন সুন্দর। ৪টি উইকেট নেন তিনি। সুন্দরের শিকারের তালিকায় রয়েছে টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, আজাজ প্যাটেল। (Photo Courtesy- AP)
এছাড়া দ্বিতীয় ম্যাচের মতই তৃতীয় টেস্টেও নিজের দুরন্ত ফর্ম ধরে রাখেন ওয়াশিংটন সুন্দর। ৪টি উইকেট নেন তিনি। সুন্দরের শিকারের তালিকায় রয়েছে টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, আজাজ প্যাটেল। (Photo Courtesy- AP)

Washington Sundar: ৭ উইকেট নিয়ে ৫ বড় রেকর্ড গড়লেন ওয়াশিংটন সুন্দর, নাম লেখালেন ইতিহাসের পাতায়

পুণেতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একাই ৭ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই পারফরম্যান্সের সৌজন্যে ৫টি বড় রেকর্ড গড়েছেন ভারতীয় তরুণ স্পিনার। (Photo Courtesy- AP)
পুণেতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একাই ৭ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই পারফরম্যান্সের সৌজন্যে ৫টি বড় রেকর্ড গড়েছেন ভারতীয় তরুণ স্পিনার। (Photo Courtesy- AP)
ভারতের জার্সি গায়ে যে কোনও ফর্ম্যাটে এটাই ওয়াশিংটন সুন্দরের প্রথম পাঁচ উইকেট। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বা ঘরোয়া ক্রিকেটে কখনও পাঁচ উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর।  (Photo Courtesy- AP)
ভারতের জার্সি গায়ে যে কোনও ফর্ম্যাটে এটাই ওয়াশিংটন সুন্দরের প্রথম পাঁচ উইকেট। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বা ঘরোয়া ক্রিকেটে কখনও পাঁচ উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর। (Photo Courtesy- AP)
৫১ বছরে দ্বিতীয়বার প্রথম দিনেই ভারতের হয়ে স্পিন বোলাররা ১০টি উইকেট নিলেন। ১৯৭৩ সালের পর ২০২৪ সালে দুবার ঘটল এমন ঘটনা। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে এমন কাণ্ড ঘটিয়েছিলেন অশ্বিন-জাদেজা-কুলদীপ। এবার ঘটালেন ওয়াশিংটন সুন্দর ও অশ্বিন।  (Photo Courtesy- AP)
৫১ বছরে দ্বিতীয়বার প্রথম দিনেই ভারতের হয়ে স্পিন বোলাররা ১০টি উইকেট নিলেন। ১৯৭৩ সালের পর ২০২৪ সালে দুবার ঘটল এমন ঘটনা। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে এমন কাণ্ড ঘটিয়েছিলেন অশ্বিন-জাদেজা-কুলদীপ। এবার ঘটালেন ওয়াশিংটন সুন্দর ও অশ্বিন। (Photo Courtesy- AP)
টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ভারতের হয়ে সেরা বোলিং ফিগারের তালিকাতেও জায়গা করে নিলেন ওয়াশিংটন সুন্দর। ৫৯ রানে ৭ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সুন্দর।  (Photo Courtesy- AP)
টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ভারতের হয়ে সেরা বোলিং ফিগারের তালিকাতেও জায়গা করে নিলেন ওয়াশিংটন সুন্দর। ৫৯ রানে ৭ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সুন্দর। (Photo Courtesy- AP)
সাত ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনকেই ক্লিন বোল্ড করেছেন ওয়াশিংটন সুন্দর। তালিকায় নাম রয়েছে জসুভাই প্যাটেল, বাপু নাদকার্নি, অনিল কুম্বলে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর। সকলেই ৫ জন করে বোল্ড করেছেন।  (Photo Courtesy- AP)
সাত ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনকেই ক্লিন বোল্ড করেছেন ওয়াশিংটন সুন্দর। তালিকায় নাম রয়েছে জসুভাই প্যাটেল, বাপু নাদকার্নি, অনিল কুম্বলে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর। সকলেই ৫ জন করে বোল্ড করেছেন। (Photo Courtesy- AP)
২৩.১ ওভার বল করে ৪টি মেডেন ৫৯ রান দিয়ে ৭ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এটিই তার টেস্ট কেরিয়ারে সেরা পারফরম্যান্স। সাড়ে ৩ বছর টেস্ট দলে সুযোগ পেয়ে এমন নজির খুব কম রয়েছে।  (Photo Courtesy- AP)
২৩.১ ওভার বল করে ৪টি মেডেন ৫৯ রান দিয়ে ৭ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এটিই তার টেস্ট কেরিয়ারে সেরা পারফরম্যান্স। সাড়ে ৩ বছর টেস্ট দলে সুযোগ পেয়ে এমন নজির খুব কম রয়েছে। (Photo Courtesy- AP)

IND vs NZ: সুন্দরের ভেলকিতে ধরাশায়ী নিউজিল্যান্ড, রোহিত-গম্ভীরকে সঠিক প্রমাণ করলেন ওয়াশিংটন

কুলদীপ যাদবের পরিবর্তে তাঁকে কেন দলে নেওয়া হল? স্কোয়াডে আগে থেকেই অক্ষর প্যাটেল থাকতে কেন দলে এসেই প্রথম একাদশে সুযোগ পেলেন? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ওয়াশিংটন সুন্দরের প্রথম একাদশে সিলেকশন নিয়ে উঠছিল প্রশ্ন। (Photo Courtesy- AP)
কুলদীপ যাদবের পরিবর্তে তাঁকে কেন দলে নেওয়া হল? স্কোয়াডে আগে থেকেই অক্ষর প্যাটেল থাকতে কেন দলে এসেই প্রথম একাদশে সুযোগ পেলেন? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ওয়াশিংটন সুন্দরের প্রথম একাদশে সিলেকশন নিয়ে উঠছিল প্রশ্ন। (Photo Courtesy- AP)
কিন্তু সাড়ে তিন বছর পর ভারতীয় টেস্ট দলে কামব্যাকের ভাগ্যটা যে ক্রিকেট ঈশ্বর তারজন্য অন্যরকমভাবে লিখে রেখেছে তা নিজেও বুঝতে পারেননি। কিন্তু প্রথম ইনিংসে একাই সাত উইকেট নিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করলেন তিনি।  (Photo Courtesy- AP)
কিন্তু সাড়ে তিন বছর পর ভারতীয় টেস্ট দলে কামব্যাকের ভাগ্যটা যে ক্রিকেট ঈশ্বর তারজন্য অন্যরকমভাবে লিখে রেখেছে তা নিজেও বুঝতে পারেননি। কিন্তু প্রথম ইনিংসে একাই সাত উইকেট নিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করলেন তিনি। (Photo Courtesy- AP)
পুণেতে দ্বিতীয় টেস্টে  টসে জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। কিউইদের প্রথম ৩টি উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তারপর গোটা প্রথম ইনিংস জুড়ে শুধুই ওয়াশিংটন সুন্দর শো।  (Photo Courtesy- AP)
পুণেতে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। কিউইদের প্রথম ৩টি উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তারপর গোটা প্রথম ইনিংস জুড়ে শুধুই ওয়াশিংটন সুন্দর শো। (Photo Courtesy- AP)
একটা সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৯৭ রানে ৩ উইকেট। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরের ভেলকির সৌজন্য ২৫৯ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। সুন্দরের স্পিনের কোনও জবাব ছিল না কিউইদের কাছে।  (Photo Courtesy- AP)
একটা সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৯৭ রানে ৩ উইকেট। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরের ভেলকির সৌজন্য ২৫৯ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। সুন্দরের স্পিনের কোনও জবাব ছিল না কিউইদের কাছে। (Photo Courtesy- AP)
৭ উইকেচ নিতে মাত্র ৬১ বল লাগে ওয়াশিংটন সুন্দরের। যার মধ্যে পাঁচটি বোল্ড করেন ভারতীয় স্পিনার। বাঁ হাতি থেকে ডান হাতি ব্যাটার, কেউ বুঝে উঠতে পারেননি ওয়াশিংটন সনুন্দরের ভেলকি।  (Photo Courtesy- AP)
৭ উইকেচ নিতে মাত্র ৬১ বল লাগে ওয়াশিংটন সুন্দরের। যার মধ্যে পাঁচটি বোল্ড করেন ভারতীয় স্পিনার। বাঁ হাতি থেকে ডান হাতি ব্যাটার, কেউ বুঝে উঠতে পারেননি ওয়াশিংটন সনুন্দরের ভেলকি। (Photo Courtesy- AP)
২৩.১ ওভার বল করে ৪টি মেডেন ৫৯ রান দিয়ে ৭ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এটিই তার টেস্ট কেরিয়ারে সেরা পারফরম্যান্স। একইসঙ্গে সঠিক প্রমাণ করেছেন রোহিত শর্মা ও গম্ভীরের তাঁকে প্রথম একাদশে খেলানোর সিদ্ধান্তকে।  (Photo Courtesy- AP)
২৩.১ ওভার বল করে ৪টি মেডেন ৫৯ রান দিয়ে ৭ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এটিই তার টেস্ট কেরিয়ারে সেরা পারফরম্যান্স। একইসঙ্গে সঠিক প্রমাণ করেছেন রোহিত শর্মা ও গম্ভীরের তাঁকে প্রথম একাদশে খেলানোর সিদ্ধান্তকে। (Photo Courtesy- AP)