Tag Archives: wedding invitation

Wedding Invitation:বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে যাবেন? সাবধান! সতর্ক না হলেই ভূরিভোজের বদলে খেতে হবে জেলের ভাত!

সৌভিক রায়, বীরভূম: সামনেই বিয়ের মরশুম আসতে চলেছে। আর আপনার কাছের কারওর বিয়ে মানেই আপনিও নিশ্চয়ই পাবেন নেমন্তন্ন। শীতের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় নেমন্তন্ন বাড়ির ভোজ খেতে কার না ভাল লাগে বলুন তো! তবে এ বার ভোজ খেতে গেলেও থাকতে হবে আপনাদের বাড়তি সতর্ক! আগে পাত্র পাত্রীর সম্বন্ধে খুঁটিয়ে জানবার পরেই নেমন্তন্ন বাড়িতে পৌঁছতে হবে আপনাকে। আর তা না করলেই ভোজবাড়ির বদলে খেতে হবে জেলের ভাত।ভাবছেন কোনও রসিকতার গল্প।না একদমই নয়,গল্প হলেও এটাই সত্যি।

এই বিষয়ে কঠোর বীরভূম জেলা পুলিশ। মূলত নাবালিকার বিয়েতে পাত্রপাত্রীর বাবা-মা পুরোহিতের পাশাপাশি নেমন্তন্ন রক্ষাকারীদের নামেও এফআইআর করা হবে।এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন বীরভূম জেলা পুলিশ ও প্রশাসন।আর এই কড়া পদক্ষেপ বাল্যবিবাহ রোধে এক বড় অস্ত্র হতে পারে বলে মনে করছেন পুলিশ মহল। মূলত দিন দিন বাল্যবিবাহ বেড়েই চলেছে।এতদিন পর্যন্ত মুচলেকা বা বন্ডের কাগজ লিখে ছেড়ে দেওয়া হত পাত্র পাত্রীর পরিবারকে। তবে তাতেও বাল্যবিবাহ কমছে না। তাই এবার এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কড়া পথে না হাঁটলে নাবালিকার বিয়ে বন্ধ হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

পুলিশ মহল সূত্রে খবর বিগত চার মাসে নাবালিকার বিয়ের খবর পাওয়ার পর পুলিশ প্রশাসন মোট চারটি পরিবারকে ধরেছে এবং তাদের এফআইআর-এর ভিত্তিতে চার পরিবারের পাত্রপাত্রীর উভয় পক্ষের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। মারগ্রাম,নানুর,সদাইপুর,সাঁইথিয়া এই চার থানা এলাকায় গ্রেফতারের ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে খবর এপ্রিল মাস পর্যন্ত মোট ১০৪ টি নাবালিকার বিয়ে বন্ধ করা হয়েছে।তার মধ্যে বেশ কয়েকটি পালিয়ে বিয়ে করার ঘটনা ঘটেছে।তবে এই জেলায় এক বছরে কমপক্ষে ৩০ থেকে ৩২ হাজার নাবালিকার বিয়ে হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : ভাদ্রমাস মানেই তালের বড়ার স্বাদ ও গন্ধ! জানুন পাকা তালের অফুরন্ত উপকারিতা

প্রশাসনের মতে এখনও পর্যন্ত মুরারই,নলহাটি,রামপুরহাটের আশেপাশের প্রত্যন্ত গ্রামগুলিতে নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে।কিন্তু সেভাবে প্রশাসনের নজরে আসছে না।যখন নজরে আসছে তখন দেখা যাচ্ছে তাদের সন্তানও হয়ে গিয়েছে।আর সেই মুহূর্তে প্রশাসনের আর করার কিছু থাকছে না। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে এখনও পর্যন্ত বহু নাবালিকা ভিনরাজ্যে পাড়ি দিয়ে বিয়ে করে ফেলছেন। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবার এফআইআর করার পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ প্রশাসন।যেখানে শুধু পাত্র পাত্রীর বাবা-মা নয়, তার সঙ্গে পুরোহিত,আমন্ত্রিত সদস্য,রান্নার ঠাকুর থেকে শুরু করে ক্যাটারিং এর ছেলে এবং তার সঙ্গেসাউন্ড সিস্টেম বা লাইট ব্যবসায়ীরা-সকলের নামেই এফআই করা হবে। তবে তার জন্য প্রশাসনকে অবশ্য যথেষ্ট প্রমাণ জোগাড় করতে হবে।