Tag Archives: weird news

Age Loss: ৯৩ দিন মহাসাগরের নিচে, এক ধাক্কায় ১০ বছর বয়স কমল নৌসেনা অফিসারের! শরীরে আজব পরিবর্তন ঘিরে চাঞ্চল্য

সমুদ্রের নিচে ৩ মাস কাটিয়ে ১০ বছর বয়স কমে গেল এক নৌবাহিনীর অফিসারের৷ একটি গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিন মাসের বেশি জলের নিচে থাকতে বলা হয়েছিল অবসরপ্রাপ্ত নৌ কর্তা জোসেফ দিতুরিকে। বিজ্ঞানীরা গবেষণায় জানতে চেয়েছিলেন যে চাপযুক্ত পরিবেশে জলের নিচে বসবাসের ফলে মানবদেহে কী প্রভাব পড়ে। এতেই উঠে আসে চমকপ্রদ তথ্য৷
সমুদ্রের নিচে ৩ মাস কাটিয়ে ১০ বছর বয়স কমে গেল এক নৌবাহিনীর অফিসারের৷ একটি গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিন মাসের বেশি জলের নিচে থাকতে বলা হয়েছিল অবসরপ্রাপ্ত নৌ কর্তা জোসেফ দিতুরিকে। বিজ্ঞানীরা গবেষণায় জানতে চেয়েছিলেন যে চাপযুক্ত পরিবেশে জলের নিচে বসবাসের ফলে মানবদেহে কী প্রভাব পড়ে। এতেই উঠে আসে চমকপ্রদ তথ্য৷
যা ঘটে নৌ অফিসারের সঙ্গে তা বিজ্ঞানীদের অবাক করে দেয়৷ আটলান্টিক মহাসাগরের গভীরে তিন মাসের বেশি সময় থাকার পর যখন তিনি বেরিয়ে আসেন, দিতুরির বয়স ১০ বছর কমে গিয়েছে। ডাক্তারি পরীক্ষার পর দেখা গিয়েছে, দিতুরির টেলোমেরেস তিন মাস আগের তুলনায় ২০ শতাংশ বেশি হয়েছে। Telomeres হল DNA এর আবরণ যা ক্রোমোজোমের প্রান্তে পাওয়া যায় এবং যার দৈর্ঘ্য বয়সের সঙ্গে কমে যায়।
যা ঘটে নৌ অফিসারের সঙ্গে তা বিজ্ঞানীদের অবাক করে দেয়৷ আটলান্টিক মহাসাগরের গভীরে তিন মাসের বেশি সময় থাকার পর যখন তিনি বেরিয়ে আসেন, দিতুরির বয়স ১০ বছর কমে গিয়েছে। ডাক্তারি পরীক্ষার পর দেখা গিয়েছে, দিতুরির টেলোমেরেস তিন মাস আগের তুলনায় ২০ শতাংশ বেশি হয়েছে। Telomeres হল DNA এর আবরণ যা ক্রোমোজোমের প্রান্তে পাওয়া যায় এবং যার দৈর্ঘ্য বয়সের সঙ্গে কমে যায়।
লম্বাটে টেলোমেরেস ছাড়াও, ডেটুরির স্টেম সেলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ তারও খুব ভাল ঘুম হতে লাগল। কোলেস্টেরলের মাত্রা ৭২ পয়েন্ট কমে গিয়ে এবং শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণ অর্ধেক হয়ে যায়। চিকিৎসকরা বলছেন যে জলের ভিতরে চাপের কারণে এই পরিবর্তনগুলি ঘটেছে, যা শরীরে নানাভাবে উপকার করে৷ দিতুরি পরে ব্যাখ্যা করেছেন কেন মানুষের এমন অভিজ্ঞতার প্রয়োজন হয়।
লম্বাটে টেলোমেরেস ছাড়াও, ডেটুরির স্টেম সেলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ তারও খুব ভাল ঘুম হতে লাগল। কোলেস্টেরলের মাত্রা ৭২ পয়েন্ট কমে গিয়ে এবং শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণ অর্ধেক হয়ে যায়। চিকিৎসকরা বলছেন যে জলের ভিতরে চাপের কারণে এই পরিবর্তনগুলি ঘটেছে, যা শরীরে নানাভাবে উপকার করে৷ দিতুরি পরে ব্যাখ্যা করেছেন কেন মানুষের এমন অভিজ্ঞতার প্রয়োজন হয়।
এমন জায়গা যেখানে বাইরের বিশ্বের সঙ্গ কোনও যোগাযোগ নেই। মানুষকে এখানে দুই সপ্তাহের ছুটিতে পাঠানো উচিত, যেখানে তারা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন, এমনকী শারীরিক নানা পরিবর্তন ঘটতে পারে। হাইপারবারিকের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনও নিশ্চিত করা উচিৎ৷
এমন জায়গা যেখানে বাইরের বিশ্বের সঙ্গ কোনও যোগাযোগ নেই। মানুষকে এখানে দুই সপ্তাহের ছুটিতে পাঠানো উচিত, যেখানে তারা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন, এমনকী শারীরিক নানা পরিবর্তন ঘটতে পারে। হাইপারবারিকের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনও নিশ্চিত করা উচিৎ৷
হাইপারবারিক ওষুধ মানে উচ্চ চাপের অবস্থায় অক্সিজেন দেওয়া। দিতুরি বলেন যে তিনি তার বিপাকের অনেক উন্নতিও দেখেছেন। তিনি জানান, জলের নিচে থাকার সময় তিনি সপ্তাহে পাঁচ দিন শুধুমাত্র ব্যায়াম ব্যান্ডের সাহায্যে এক ঘণ্টার বেশি ব্যায়াম করতেন। ৯৩ দিনের প্রচেষ্টায়, জোসেফ দিতুরি আরও একটি বড় কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়াও জলের নিচে বেশিদিন থাকার রেকর্ডও গড়েছেন তিনি৷ এর আগে ৭৩ দিন জলের তলায় থাকার রেকর্ড ছিল৷
হাইপারবারিক ওষুধ মানে উচ্চ চাপের অবস্থায় অক্সিজেন দেওয়া। দিতুরি বলেন যে তিনি তার বিপাকের অনেক উন্নতিও দেখেছেন। তিনি জানান, জলের নিচে থাকার সময় তিনি সপ্তাহে পাঁচ দিন শুধুমাত্র ব্যায়াম ব্যান্ডের সাহায্যে এক ঘণ্টার বেশি ব্যায়াম করতেন। ৯৩ দিনের প্রচেষ্টায়, জোসেফ দিতুরি আরও একটি বড় কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়াও জলের নিচে বেশিদিন থাকার রেকর্ডও গড়েছেন তিনি৷ এর আগে ৭৩ দিন জলের তলায় থাকার রেকর্ড ছিল৷

বিছানায় শুয়েছিলেন স্বামী-স্ত্রী! মাঝরাতে হঠাৎ ‌স্ত্রী উঠে ‌যা দেখলেন! তারপর…

মুর্শিদাবাদ: গভীর রাতে স্ত্রীর পাশ থেকে নিখোঁজ স্বামী! এই নিয়ে চাঞ্চল্য এলাকায়। কিন্তু কেন এমনটা হল? ভেবে পাচ্ছে না কেউ, মাথায় হাত পরিবারের। নিখোঁজ স্বামী জয়নাল সর্দারের খোঁজে ইতি মধ্যেই থানায় মিসিং ডায়েরি করা হয়েছে।

জয়নাল সর্দার বয়স ৪৭ বছর। গত পনেরো বছর আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় সাদিখান দেয়ার ও গাছতলার বাসিন্দা রেজাউল শেখের মেয়ের সঙ্গে। বিয়ের পর জানতে পারেন ওনার প্রথম স্ত্রী রয়েছে এবং তার সন্তান রয়েছে। তারপরেও দ্বিতীয় বিয়ে করে সংসার জীবন বেশ ভালই চলছিল। দ্বিতীয় স্ত্রীর পক্ষেও এক সন্তান রয়েছে তার।

আরও পড়ুনDidi No 1 Rachana Banerjee: জ্যোতিষে বিশ্বাসী রচনা বন্দ্যোপাধ্যায়, কোন আঙুলে কী পাথর পরেন?কীভাবে রয়েছে ভাগ্য সহায়, জানুন

দ্বিতীয় স্ত্রী কাজলা বিবি জানান যে গত রাতে ছাদের উপরে দু’জনেই ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখে তিনি পাশে নেই। সকাল হতেই চারিদিকে খোঁজাখুঁজি শুরুর পরও কোনও জায়গায় তাকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন করলেও তা বন্ধ ছিল। ফলে এই নিয়ে চিন্তা আরও দ্বিগুণ হয়েছে। আরও জানা যায়, ১৫ বছর সংসার জীবনে অনেক ছোট ছোট খাটো ঝামেলা হয়েছে। বাড়ি থেকে চলেও গিয়েছে আবার ফিরেও এসেছে। কিন্তু এবার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

ভিন দেশ কুয়েতে যাওয়ার জন্য ঋণ করে টাকা গুছিয়ে রাখা হয়েছিল। আর দেড় লক্ষ টাকা নিয়ে তিনি পালিয়েছেন বলে অভিযোগ পরিবারের। ছেলের পরিবারের দাবি, দীর্ঘদিন থেকে তার শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকত সে। এর আগে এমন ঘটনা কখনই ঘটেনি। এবার হঠাৎ এই ঘটনায় চিন্তিত সকলেই। অভিযোগ, বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার, তাহলে সব গুরুত্বপূর্ণ নথি কেন রেখে গেলেন ? এই নিয়ে দু’পক্ষের পরিবার জলঙ্গী থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর তদন্ত চালাচ্ছে পুলিশ ।

কৌশিক অধিকারী

Unknown Fact: এ দেশেই রয়েছে এই অদ্ভুত গ্রাম… এখানে জুতো পরলেই ‘শাস্তি’! খালি পায়ে বছরের পর বছর কাটাচ্ছে সবাই

জামাকাপড় শুধু নয়। আমাদের জুতোর দিকেও কিন্তু ঝোঁক বেশ ভালই। এখন তো হাল ফ্যাশনের কেতাদুরস্ত জুতোও বেরিয়েছে।
জামাকাপড় শুধু নয়। আমাদের জুতোর দিকেও কিন্তু ঝোঁক বেশ ভালই। এখন তো হাল ফ্যাশনের কেতাদুরস্ত জুতোও বেরিয়েছে।
জুতো ছাড়া তো রাস্তায় বের হওয়ার কথা ভাবাই যায় না। আবার এটাও ঠিক শুধু বাইরে নয়, বাড়িতেও আমরা জুতো পরেই থাকি।
জুতো ছাড়া তো রাস্তায় বের হওয়ার কথা ভাবাই যায় না। আবার এটাও ঠিক শুধু বাইরে নয়, বাড়িতেও আমরা জুতো পরেই থাকি।
বিছানার নীচে জুতো কখনই রাখা উচিত নয়। জুতো সবসময় দরজা থেকে দূরে রাখুন। সম্ভব হলে জুতো সবসময় জুতোর র‌্যাকে রাখুন।
বিছানার নীচে জুতো কখনই রাখা উচিত নয়। জুতো সবসময় দরজা থেকে দূরে রাখুন। সম্ভব হলে জুতো সবসময় জুতোর র‌্যাকে রাখুন।
যেমন এদেশেই এমন একটি গ্রাম রয়েছে যেখানে কেউ জুতো পরেননা। খালি পায়ে থাকতে হয়। খালি পায়েই জীবন কাটাতে হয় এ গ্রামের মানুষদের। এর পিছনে রয়েছে বিরাট এক কারণ।
যেমন এদেশেই এমন একটি গ্রাম রয়েছে যেখানে কেউ জুতো পরেননা। খালি পায়ে থাকতে হয়। খালি পায়েই জীবন কাটাতে হয় এ গ্রামের মানুষদের। এর পিছনে রয়েছে বিরাট এক কারণ।
তামিলনাড়ুর কোদাইকানালের কিছুটা দূরেইভেল্লাগাভি গ্রাম। এই গ্রামে পৌঁছনোর পথে পাহাড়, জঙ্গল আর উপত্যকা মুগ্ধ করে দিতে পারে আপনাদের।
তামিলনাড়ুর কোদাইকানালের কিছুটা দূরেইভেল্লাগাভি গ্রাম। এই গ্রামে পৌঁছনোর পথে পাহাড়, জঙ্গল আর উপত্যকা মুগ্ধ করে দিতে পারে আপনাদের।
এ গ্রামে কোনও পাকা রাস্তা নেই। গ্রামে প্রবেশের মুখেই রয়েছে একটি মন্দির। তার আগেই জুতো ছেড়ে খালি পায়ে এগিয়ে যেতে হয়। তারপর গ্রামে যতক্ষণ বা যতদিনই থাকুন না কেন জুতো পরতে পারবেন না।
এ গ্রামে কোনও পাকা রাস্তা নেই। গ্রামে প্রবেশের মুখেই রয়েছে একটি মন্দির। তার আগেই জুতো ছেড়ে খালি পায়ে এগিয়ে যেতে হয়। তারপর গ্রামে যতক্ষণ বা যতদিনই থাকুন না কেন জুতো পরতে পারবেন না।
পাহাড়ি পথে ট্রেক করে পৌঁছতে হয় এখানে। পাথরেই সিঁড়ি বানানো রয়েছে। সেই বেয়েই উপরে উঠতে হয়।
পাহাড়ি পথে ট্রেক করে পৌঁছতে হয় এখানে। পাথরেই সিঁড়ি বানানো রয়েছে। সেই বেয়েই উপরে উঠতে হয়।