উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গ, লাইফস্টাইল Anti Dandruff Treatment: শীতকাল এলেই খুসকির সমস্যা! ঘরোয়া উপায়ে পাকাপাকি ভাবে দূর হবে খুসকি! জানুন Gallery October 18, 2024 Bangla Digital Desk চুলে কি খুশকির সমস্যা? বাইরে বেরোলেই চুলে সাদাসাদা খুশকি নাড়া দিচ্ছে। শীত এলেই বেড়ে যায় খুশকির সমস্যা। চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ীখুশকি। (তথ্য-পিয়া গুপ্তা) খুশকি থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু ও লোশন পাওয়া যায়। কিন্তু সেগুলিতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবের চুল ঝড়েও পড়ে। এই খুশকি সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন এই কিছু টিপস । (তথ্য-পিয়া গুপ্তা) বিউটি এক্সপার্ট সঙ্গীত গুহ রায় জানান, খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন নারকেল তেল। খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকরী নারকেল তেল। সপ্তাহে দু’বার চুলের গোড়ায় নারকেল তেলের মালিশ করলে দ্রুত উপকার পাওয়া যায়। (তথ্য-পিয়া গুপ্তা) চুলের খুশকি দূর করতে পেঁয়াজের রস ও ভীষণ উপকারী । দুটো পেঁয়াজ ভাল করে বেটে এক মগ জলে মিশিয়ে নিয়ে মাথায় এই রস ভাল করে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। (তথ্য-পিয়া গুপ্তা) এ ভাবে সপ্তাহে দু’বার পেঁয়াজের রস মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাওয়া যাবে। খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন। টক দই খুশকি দূর করতে অত্যন্ত উপকারী। (তথ্য-পিয়া গুপ্তা) এছাড়াও খুসকি দূর করতে আপনি চুলে ব্যবহার করতে পারবেন লেবুর রস অল্প জলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালভাবে ম্যাসাজ করুন। ২-৫ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এইভাবে চুলে লেবু ব্যবহার করুন। (তথ্য-পিয়া গুপ্তা) চুল ভাল রাখতে আর একটি ভীষণ কার্যকরী উপাদান হল মেথি। সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভাল করে বেটে নিন। ছেঁকে নেওয়া জল ফেলে দেবেন না। এবার বেটে মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিন।ঘণ্টা খানেক রেখে চুল ভাল করে ধুয়ে ফেলুন। (তথ্য-পিয়া গুপ্তা)