Tag Archives: World Best Airports

২০২৪ সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা; প্রথম একশোয় ভারতের কোন বিমানবন্দরগুলি রয়েছে ?

কলকাতা: বিশ্বের সেরা বিমানবন্দর কোনটা? আমেরিকা, চিন বা ইউরোপের কোনও দেশ নয়, এ বছর এই সম্মান পেয়েছে কাতারের দোহা বিমানবন্দর (Doha Airport)। কাতার বিমানবন্দরের অত্যাধুনিক ব্যবস্থা, দুর্দান্ত ডিজাইন, সহজে নেভিগেট করা যায় এমন টার্মিনাল এবং হাই-এন্ড কেনাকাটার জন্য কাতার বিমানবন্দরকে সেরা বিমানবন্দরের সম্মান দিয়েছে ব্রিটেনের বিমানবন্দর পর্যালোচনা এবং র‍্যাঙ্কিং সাইট স্কাইট্র্যাক্স (Skytrax)।

গোটা বিশ্বের পর্যটকদের উপর সমীক্ষা চালিয়ে প্রতি বছর সেরা বিমানবন্দরের তালিকা তৈরি করে স্কাইট্র্যাক্স। ২০২০ এবং ২০২৩ সালে সেরা বিমানবন্দরের শিরোপা জিতেছিল সিঙ্গাপুর। ২০২১ এবং ২০২২ সালে দোহা বিমানবন্দরের মুকুটে জুড়েছিল এই পালক।

আরও পড়ুন– এক মাসে ৪.৫ কোটি টাকা রোজগার যুবকের! খবর পেয়েই ছুটল পুলিশ, আয়ের উপায় জানলে অবাক হয়ে যাবেন

কাতার এয়ারওয়েজ গ্রুপের সিইও বদর মহম্মদ আল মীর বলেন, “যাত্রীরা তৃতীয়বারের জন্য আমাদের বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে বেছে নিয়েছেন, এ জন্য আমরা আনন্দিত”। সঙ্গে তিনি যোগ করেন, “আগামী দিনে যাত্রীদের স্মরণীয় ও ব্যতিক্রমী যাত্রা উপহার দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি আমরা”।

গত ১৭ এপ্রিল জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে আয়োজিত ‘ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড’-এ বিশ্বের সেরা বিমানবন্দরের র‍্যাঙ্কিং ঘোষণা করে স্কাইট্র্যাক্স। অগাস্ট ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত ১০০টির বেশি দেশের যাত্রীদের উপর সমীক্ষা চালায় সংস্থা। সিকিউরিটি চেকিং থেকে শুরু করে সহজে পৌঁছনোর ব্যবস্থা, খাওয়াদাওয়ার গুণমান – ইত্যাদি প্রশ্নের উত্তরের মাধ্যমে সেরা বিমানবন্দর বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন- নোংরা পোশাক পরা দুই যাত্রীর হাতে দামি ব্রিফকেস; খুলতেই চক্ষু চড়কগাছ জিআরপির !

বিশ্বের সেরা বিমানবন্দরের শিরোপা না উঠলেও ভিয়েনা, মাদ্রিদ, ইস্তানবুল সহ সেরা ২০ বিমানবন্দরের তালিকায় ঠাঁই করে নিয়েছে ইউরোপের ৯টি বিমানবন্দর। আবার ইউরোপের বিমানবন্দরগুলির মধ্যে সেরা প্যারিসের চার্লস ডি গল (সিডিজি), সেরার তালিকায় রয়েছে ষষ্ঠ স্থানে। শুধু তাই নয়, সবচেয়ে সস্তা টার্মিনালের খেতাব জিতেছে তারা। প্যারিসের অর্লি ইউরোপের সেরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে।

২০২৪ সালে বিশ্বের সেরা ২০টি বিমানবন্দরের তালিকা:

  1. দোহা হামাদ বিমানবন্দর

2. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর

3. সিওল ইনচিওন বিমানবন্দর

4. টোকিও হানেদা বিমানবন্দর

5. টোকিও নারিতা বিমানবন্দর

6. প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর

7. দুবাই বিমানবন্দর

8. মিউনিখ বিমানবন্দর

9. জুরিখ বিমানবন্দর

10. ইস্তাম্বুল বিমানবন্দর

11. হংকং বিমানবন্দর

12. রোম ফিউমিচিনো বিমানবন্দর

13. ভিয়েনা বিমানবন্দর

14. হেলসিঙ্কি-ভান্তা

15. মাদ্রিদ-বারাজাস

16. সেন্ট্রায়ার নাগোয়া বিমানবন্দর

17. ভ্যাঙ্কুভার বিমানবন্দর

18. কানসাই বিমানবন্দর

19. মেলবোর্ন বিমানবন্দর

20. কোপেনহেগেন বিমানবন্দর

সেরাদের তালিকায় প্রথম ২০-তে ভারতের কোনও বিমানবন্দর না থাকলেও প্রথম ১০০-এ স্থান পেয়েছে এ দেশের চারটি বিমানবন্দর ৷ র‍্যাঙ্ক তালিকায় ৩৬ নম্বরে রয়েছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ ৫৯ নম্বরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং ৬১ নম্বরে রয়েছে হায়দরাবাদ বিমানবন্দর ৷ মুম্বই বিমানবন্দর রয়েছে ৯৫ নম্বরে ৷