Tag Archives: World Records

Yashasvi Jaiswal: পরপর ডাবল সেঞ্চুরি করে ৫ বিশ্বরেকর্ড যশস্বীর, পিছনে ফেললেন সচিন-কোহলি-গাভাস্করদের

বিশাখাপত্তনম টেস্টের পর রাজকোট টেস্টেও ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল। ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন যশস্বী। ১৪টি চার ও ১২টি ছয়ে মারেন। এই ইনিংসের সৌজন্যে একগুচ্ছ রেকর্ড করেন যশস্বী।  (Photo Courtesy- AP)
বিশাখাপত্তনম টেস্টের পর রাজকোট টেস্টেও ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল। ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন যশস্বী। ১৪টি চার ও ১২টি ছয়ে মারেন। এই ইনিংসের সৌজন্যে একগুচ্ছ রেকর্ড করেন যশস্বী। (Photo Courtesy- AP)
রাজকোটে ডাবল সেঞ্চুরি করে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে পরপর দুটি টেস্টে ২০০ করার নজির গড়লেন যশস্বী জয়লওয়াল। বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির সঙ্গে একই আসনে বসলেন যশস্বী।  (Photo Courtesy- AP)
রাজকোটে ডাবল সেঞ্চুরি করে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে পরপর দুটি টেস্টে ২০০ করার নজির গড়লেন যশস্বী জয়লওয়াল। বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির সঙ্গে একই আসনে বসলেন যশস্বী। (Photo Courtesy- AP)
রাজকোট টেস্টে নিজের কেরিয়ায়ের তৃতীয় সেঞ্চুরি  করেন যশস্বী জয়লওয়াল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের কেরিয়ারের প্রথম ৩ টেস্ট সেঞ্চুরিকে ১৫০-র বেশি রানে নিয়ে গেলেন যশস্বী।    (Photo Courtesy- AP)
রাজকোট টেস্টে নিজের কেরিয়ায়ের তৃতীয় সেঞ্চুরি করেন যশস্বী জয়লওয়াল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের কেরিয়ারের প্রথম ৩ টেস্ট সেঞ্চুরিকে ১৫০-র বেশি রানে নিয়ে গেলেন যশস্বী। (Photo Courtesy- AP)
এর আগে  বিরাট কোহলি, সুনীল গাভাসস্কর, বিনোদ কাম্বলি, গুন্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পুজারা ও মনসুর আলি খান পতৌদিদের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে ডাবল সেঞ্চরি ছিল। এই প্রথম ভারতীয় কোনও ব্যাটার টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি ২০০ করলেন।    (Photo Courtesy- AP)
এর আগে বিরাট কোহলি, সুনীল গাভাসস্কর, বিনোদ কাম্বলি, গুন্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পুজারা ও মনসুর আলি খান পতৌদিদের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে ডাবল সেঞ্চরি ছিল। এই প্রথম ভারতীয় কোনও ব্যাটার টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি ২০০ করলেন। (Photo Courtesy- AP)
বাঁ হাতি ব্যাটাকদের মধ্যে টেস্টে এক সিরিজে সবথেকে বেশি রানেপ রেকর্ড এতদিন ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ ৫৩৪ রান করেছিলেন তিনি এবার সেই রেকর্ডও নিজের নামে করলেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এখনও ২ টেস্ট বাকি তার আগেই ৫৪৫ রান করে ফেলেছেন যশস্বী।    (Photo Courtesy- AP)
বাঁ হাতি ব্যাটাকদের মধ্যে টেস্টে এক সিরিজে সবথেকে বেশি রানেপ রেকর্ড এতদিন ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ ৫৩৪ রান করেছিলেন তিনি এবার সেই রেকর্ডও নিজের নামে করলেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এখনও ২ টেস্ট বাকি তার আগেই ৫৪৫ রান করে ফেলেছেন যশস্বী। (Photo Courtesy- AP)
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ডও নিজের নাম করলেন যশস্বী।  ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন পাকিস্তানের ওয়াসিম আক্রম। রাজকোটে ১২টি ছয় মেরে আক্রমের সঙ্গে একই আসনে যশস্বী। ডিক্লেয়ার না ঘোষণা করলে টপকেও যেতে পারতেন যশস্বী।    (Photo Courtesy- AP)
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ডও নিজের নাম করলেন যশস্বী। ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন পাকিস্তানের ওয়াসিম আক্রম। রাজকোটে ১২টি ছয় মেরে আক্রমের সঙ্গে একই আসনে যশস্বী। ডিক্লেয়ার না ঘোষণা করলে টপকেও যেতে পারতেন যশস্বী। (Photo Courtesy- AP)
যশস্বী ক্রিকেটে ১৪৭ বছরের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে টেস্ট সিরিজে ২২টি ছক্কা মারার নজির গড়ে ফেলেছেন। এর আগে কোনও ক্রিকেটার এক টেস্ট সিরিজে ২০টি ছক্কা মারার গণ্ডি টপকাতে পারেনি। যা করে দেখালেন যশস্বী।  (Photo Courtesy- AP)
যশস্বী ক্রিকেটে ১৪৭ বছরের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে টেস্ট সিরিজে ২২টি ছক্কা মারার নজির গড়ে ফেলেছেন। এর আগে কোনও ক্রিকেটার এক টেস্ট সিরিজে ২০টি ছক্কা মারার গণ্ডি টপকাতে পারেনি। যা করে দেখালেন যশস্বী। (Photo Courtesy- AP)

বিশ্বের প্রথম বোলার হিসেবে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন বুমরাহ

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে আগুন ঝরিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতের জয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচের সেরাও হয়েছেন বুম-বুম। এবার নয়া ইতিহাস গড়লেন বুমরাহ।

Rohit-Rinku Partnership: রোহিত শর্মার ধামাল, রিঙ্কু সিংয়ের কামাল, জুটিতে ৫ রেকর্ড ‘বেমিসাল’

বুধবার চিন্নাস্বামীতে ঐতিহাসিক টি-২০ ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। প্রথমে রোহিত-রিঙ্কুর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ২১২ রান করে ভারত। ১২১ রান করেন রোহিত ও রিঙ্কু করেন ৬৯ রান। জবাবে ২১২ রান করে আফগানিস্তানও। তারপর জোড়া সুপার ওভারে ম্যাচ জেতে ভারত। (Photo Courtesy- AP)
বুধবার চিন্নাস্বামীতে ঐতিহাসিক টি-২০ ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। প্রথমে রোহিত-রিঙ্কুর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ২১২ রান করে ভারত। ১২১ রান করেন রোহিত ও রিঙ্কু করেন ৬৯ রান। জবাবে ২১২ রান করে আফগানিস্তানও। তারপর জোড়া সুপার ওভারে ম্যাচ জেতে ভারত। (Photo Courtesy- AP)
৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি বুধবার বেঙ্গালুরুতে রোহিত শর্মা ও রিঙ্কু সিং-এর পার্টনারশিপের সৌজন্য ৫টি রেকর্ড তৈরি হয়েছে। ২৫ বা তার কম রানে ৪ উইকেট হারানোর পর টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক স্কোর করল ভারত। সৌজন্য রোহিত-রিঙ্কু। (Photo Courtesy- AP)
৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি বুধবার বেঙ্গালুরুতে রোহিত শর্মা ও রিঙ্কু সিং-এর পার্টনারশিপের সৌজন্য ৫টি রেকর্ড তৈরি হয়েছে। ২৫ বা তার কম রানে ৪ উইকেট হারানোর পর টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক স্কোর করল ভারত। সৌজন্য রোহিত-রিঙ্কু। (Photo Courtesy- AP)
চিন্নাস্বামীতে মোট ১৯০ রানের পার্টনারশিপ গড়েছেন রোহিত শর্মা-রিঙ্কু সিং। পঞ্চম উইকেটে ১৯০ রানের পার্টনারশিপ গড়েন তারা। যা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেটে গড়া সর্বাধিক পার্টনারশিপ। (Photo Courtesy- AP)
চিন্নাস্বামীতে মোট ১৯০ রানের পার্টনারশিপ গড়েছেন রোহিত শর্মা-রিঙ্কু সিং। পঞ্চম উইকেটে ১৯০ রানের পার্টনারশিপ গড়েন তারা। যা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেটে গড়া সর্বাধিক পার্টনারশিপ। (Photo Courtesy- AP)
এছাড়া টি-২০ ক্রিকেটের ইতিহাসে যে কোনও উইকেটে সর্বাধিক পার্টনারশিপের তালিকায় প্রথম দশে চলে এল রোহিত-রিঙ্কু ১৯০ রানের জুটি। নবম স্থানে জায়গা করে নিল এই পার্টনারশিপ। (Photo Courtesy- AP)
এছাড়া টি-২০ ক্রিকেটের ইতিহাসে যে কোনও উইকেটে সর্বাধিক পার্টনারশিপের তালিকায় প্রথম দশে চলে এল রোহিত-রিঙ্কু ১৯০ রানের জুটি। নবম স্থানে জায়গা করে নিল এই পার্টনারশিপ। (Photo Courtesy- AP)
এছাড়া ভারতীয় দলের টি-২০ ক্রিকেটের ইতিহাসে যে কোনও উইকেটে সর্বাধিক পার্টনারশিপের রেকর্ডের বিচারেও শীর্ষ স্থানে জায়গা করে নিল রোহিত-রিঙ্কুর ১৯০ রানের জুটি। (Photo Courtesy- AP)
এছাড়া ভারতীয় দলের টি-২০ ক্রিকেটের ইতিহাসে যে কোনও উইকেটে সর্বাধিক পার্টনারশিপের রেকর্ডের বিচারেও শীর্ষ স্থানে জায়গা করে নিল রোহিত-রিঙ্কুর ১৯০ রানের জুটি। (Photo Courtesy- AP)
শেষ ওভারে রোহিত ও রিঙ্কু মিলে মোট ৩৬ রান নেন। যুবরাজ সিং এবং কায়রন পোলার্ডের রেকর্ড স্পর্শ করে ফেলেন। যুবি ও পোলার্ড ব্যক্তিগভাবে ছয় ছক্কা মেরে ৩৬ রানের রেকর্ড করেছিলেন। আফগানদের বিরুদ্ধে জুটিতে এক ওভারে ৩৬ রানের রেকর্ড গড়লেন রোহিত-রিঙ্কু। (Photo Courtesy- AP)
শেষ ওভারে রোহিত ও রিঙ্কু মিলে মোট ৩৬ রান নেন। যুবরাজ সিং এবং কায়রন পোলার্ডের রেকর্ড স্পর্শ করে ফেলেন। যুবি ও পোলার্ড ব্যক্তিগভাবে ছয় ছক্কা মেরে ৩৬ রানের রেকর্ড করেছিলেন। আফগানদের বিরুদ্ধে জুটিতে এক ওভারে ৩৬ রানের রেকর্ড গড়লেন রোহিত-রিঙ্কু। (Photo Courtesy- AP)

Virat Kohli: নতুন বছরে ১০টি বিশ্বরেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি, জেনে নিন বিস্তারিত

নতুন বছরেও ব্যাট হাতে শুরুটা খুব একটা খারাপ হয়নি বিরাট কোহলির। ২০২৪ সালে কোহলির সামনে রয়েছে ১০টি বড় রেকর্ড গড়ার সুযোগ। দেখে নেওয়া যাক কোন কোন মাইলস্টোনের হাতছানি রয়েছে বিরাটের সামনে।
নতুন বছরেও ব্যাট হাতে শুরুটা খুব একটা খারাপ হয়নি বিরাট কোহলির। ২০২৪ সালে কোহলির সামনে রয়েছে ১০টি বড় রেকর্ড গড়ার সুযোগ। দেখে নেওয়া যাক কোন কোন মাইলস্টোনের হাতছানি রয়েছে বিরাটের সামনে।
ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান করতে বিরাট কোহলি মাত্র ১৫২ রান দরকার। সচিন তেন্ডুলকরের নাম রয়েছে এই রেকর্ড।  ৩৫০ ওডিআই ম্যাচে এই ল্যান্ডমার্ক পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান করতে বিরাট কোহলি মাত্র ১৫২ রান দরকার। সচিন তেন্ডুলকরের নাম রয়েছে এই রেকর্ড। ৩৫০ ওডিআই ম্যাচে এই ল্যান্ডমার্ক পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
১০ হাজার টেস্ট রান পূরণ করতে পারেন বিরাট কোহলি। ৯ হাজার টেস্ট রানের দোরগোড়ায় রয়েছেন কোহলি। কঠিন হলেও ফর্মে থাকলে ১০ হাজারের মাইল স্টোন পার করার ক্ষমতা বিরাটের রয়েছ।
১০ হাজার টেস্ট রান পূরণ করতে পারেন বিরাট কোহলি। ৯ হাজার টেস্ট রানের দোরগোড়ায় রয়েছেন কোহলি। কঠিন হলেও ফর্মে থাকলে ১০ হাজারের মাইল স্টোন পার করার ক্ষমতা বিরাটের রয়েছ।
বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০০০ রান করা প্রথম ভারতীয় হতে মাত্র ৩৫ রান দূরে রয়েছেন। ক্রিস গেইল, শোয়েব মালিক এবং কায়রন পোলার্ডের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।
বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০০০ রান করা প্রথম ভারতীয় হতে মাত্র ৩৫ রান দূরে রয়েছেন। ক্রিস গেইল, শোয়েব মালিক এবং কায়রন পোলার্ডের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।
বিরাট কোহলির ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সচিন তেন্ডুলকরের ২৫৩৫ রান পেরিয়ে যেতে কোহলির প্রয়োজন ৫৪৪ রান।
বিরাট কোহলির ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সচিন তেন্ডুলকরের ২৫৩৫ রান পেরিয়ে যেতে কোহলির প্রয়োজন ৫৪৪ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও রয়েছে বিরাট কোহলির কাছে। এই মাইলস্টোন স্পর্শ করতে বিরাট কোহলির প্রয়োজন মাতর ২১ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও রয়েছে বিরাট কোহলির কাছে। এই মাইলস্টোন স্পর্শ করতে বিরাট কোহলির প্রয়োজন মাতর ২১ রান।
এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি মাইলফলক তৈরি করতে পারেন বিরাট কোহলি। থ্রি লায়ন্সের বিরুদ্ধে ৪০০০ আন্তর্জাতিক রান সংগ্রহকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হওয়ার থেকেও কোহলি মাত্র ৩০ রান দূরে।
এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি মাইলফলক তৈরি করতে পারেন বিরাট কোহলি। থ্রি লায়ন্সের বিরুদ্ধে ৪০০০ আন্তর্জাতিক রান সংগ্রহকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হওয়ার থেকেও কোহলি মাত্র ৩০ রান দূরে।
ঘরের মাঠে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি করা ব্যাটসম্যান হতে বিরাট কোহলির প্রয়োজন ৫টি সেঞ্চুরি। সচিন তেন্ডুলকর ৪২ সেঞ্চুরি সহ রেকর্ডটি নিজের নামে রেখেছেন।
ঘরের মাঠে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি করা ব্যাটসম্যান হতে বিরাট কোহলির প্রয়োজন ৫টি সেঞ্চুরি। সচিন তেন্ডুলকর ৪২ সেঞ্চুরি সহ রেকর্ডটি নিজের নামে রেখেছেন।
ওয়েস্ট ইন্ডিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার জন্য বিরাট কোহলির প্রয়োজন ৩২২ রান। রাহুল দ্রাবিড় ১৯১৯রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন। কঠিন হলেও কোহলির পক্ষে সব সম্ভব।
ওয়েস্ট ইন্ডিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার জন্য বিরাট কোহলির প্রয়োজন ৩২২ রান। রাহুল দ্রাবিড় ১৯১৯রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন। কঠিন হলেও কোহলির পক্ষে সব সম্ভব।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়তে বিরাট কোহলির ১টি সেঞ্চুরি দরকার। বর্তমানে, কোহলি এবং সচিন তেন্ডুলকরর নয়টি সেঞ্চুরি রয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়তে বিরাট কোহলির ১টি সেঞ্চুরি দরকার। বর্তমানে, কোহলি এবং সচিন তেন্ডুলকরর নয়টি সেঞ্চুরি রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ৩৮৩ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। ৮২০ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন সচিন তেন্ডুলকর।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ৩৮৩ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। ৮২০ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন সচিন তেন্ডুলকর।