Tag Archives: 2024

Virat Kohli: নতুন বছরে ১০টি বিশ্বরেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি, জেনে নিন বিস্তারিত

নতুন বছরেও ব্যাট হাতে শুরুটা খুব একটা খারাপ হয়নি বিরাট কোহলির। ২০২৪ সালে কোহলির সামনে রয়েছে ১০টি বড় রেকর্ড গড়ার সুযোগ। দেখে নেওয়া যাক কোন কোন মাইলস্টোনের হাতছানি রয়েছে বিরাটের সামনে।
নতুন বছরেও ব্যাট হাতে শুরুটা খুব একটা খারাপ হয়নি বিরাট কোহলির। ২০২৪ সালে কোহলির সামনে রয়েছে ১০টি বড় রেকর্ড গড়ার সুযোগ। দেখে নেওয়া যাক কোন কোন মাইলস্টোনের হাতছানি রয়েছে বিরাটের সামনে।
ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান করতে বিরাট কোহলি মাত্র ১৫২ রান দরকার। সচিন তেন্ডুলকরের নাম রয়েছে এই রেকর্ড।  ৩৫০ ওডিআই ম্যাচে এই ল্যান্ডমার্ক পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান করতে বিরাট কোহলি মাত্র ১৫২ রান দরকার। সচিন তেন্ডুলকরের নাম রয়েছে এই রেকর্ড। ৩৫০ ওডিআই ম্যাচে এই ল্যান্ডমার্ক পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
১০ হাজার টেস্ট রান পূরণ করতে পারেন বিরাট কোহলি। ৯ হাজার টেস্ট রানের দোরগোড়ায় রয়েছেন কোহলি। কঠিন হলেও ফর্মে থাকলে ১০ হাজারের মাইল স্টোন পার করার ক্ষমতা বিরাটের রয়েছ।
১০ হাজার টেস্ট রান পূরণ করতে পারেন বিরাট কোহলি। ৯ হাজার টেস্ট রানের দোরগোড়ায় রয়েছেন কোহলি। কঠিন হলেও ফর্মে থাকলে ১০ হাজারের মাইল স্টোন পার করার ক্ষমতা বিরাটের রয়েছ।
বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০০০ রান করা প্রথম ভারতীয় হতে মাত্র ৩৫ রান দূরে রয়েছেন। ক্রিস গেইল, শোয়েব মালিক এবং কায়রন পোলার্ডের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।
বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০০০ রান করা প্রথম ভারতীয় হতে মাত্র ৩৫ রান দূরে রয়েছেন। ক্রিস গেইল, শোয়েব মালিক এবং কায়রন পোলার্ডের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।
বিরাট কোহলির ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সচিন তেন্ডুলকরের ২৫৩৫ রান পেরিয়ে যেতে কোহলির প্রয়োজন ৫৪৪ রান।
বিরাট কোহলির ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সচিন তেন্ডুলকরের ২৫৩৫ রান পেরিয়ে যেতে কোহলির প্রয়োজন ৫৪৪ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও রয়েছে বিরাট কোহলির কাছে। এই মাইলস্টোন স্পর্শ করতে বিরাট কোহলির প্রয়োজন মাতর ২১ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও রয়েছে বিরাট কোহলির কাছে। এই মাইলস্টোন স্পর্শ করতে বিরাট কোহলির প্রয়োজন মাতর ২১ রান।
এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি মাইলফলক তৈরি করতে পারেন বিরাট কোহলি। থ্রি লায়ন্সের বিরুদ্ধে ৪০০০ আন্তর্জাতিক রান সংগ্রহকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হওয়ার থেকেও কোহলি মাত্র ৩০ রান দূরে।
এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি মাইলফলক তৈরি করতে পারেন বিরাট কোহলি। থ্রি লায়ন্সের বিরুদ্ধে ৪০০০ আন্তর্জাতিক রান সংগ্রহকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হওয়ার থেকেও কোহলি মাত্র ৩০ রান দূরে।
ঘরের মাঠে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি করা ব্যাটসম্যান হতে বিরাট কোহলির প্রয়োজন ৫টি সেঞ্চুরি। সচিন তেন্ডুলকর ৪২ সেঞ্চুরি সহ রেকর্ডটি নিজের নামে রেখেছেন।
ঘরের মাঠে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি করা ব্যাটসম্যান হতে বিরাট কোহলির প্রয়োজন ৫টি সেঞ্চুরি। সচিন তেন্ডুলকর ৪২ সেঞ্চুরি সহ রেকর্ডটি নিজের নামে রেখেছেন।
ওয়েস্ট ইন্ডিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার জন্য বিরাট কোহলির প্রয়োজন ৩২২ রান। রাহুল দ্রাবিড় ১৯১৯রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন। কঠিন হলেও কোহলির পক্ষে সব সম্ভব।
ওয়েস্ট ইন্ডিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার জন্য বিরাট কোহলির প্রয়োজন ৩২২ রান। রাহুল দ্রাবিড় ১৯১৯রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন। কঠিন হলেও কোহলির পক্ষে সব সম্ভব।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়তে বিরাট কোহলির ১টি সেঞ্চুরি দরকার। বর্তমানে, কোহলি এবং সচিন তেন্ডুলকরর নয়টি সেঞ্চুরি রয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়তে বিরাট কোহলির ১টি সেঞ্চুরি দরকার। বর্তমানে, কোহলি এবং সচিন তেন্ডুলকরর নয়টি সেঞ্চুরি রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ৩৮৩ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। ৮২০ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন সচিন তেন্ডুলকর।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ৩৮৩ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। ৮২০ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন সচিন তেন্ডুলকর।

Long weekends in 2024: ২০২৪-এ লম্বা ছুটির অনেক সুযোগ, একটু বুদ্ধি খাটালেই কেল্লা ফতে!

কলকাতা: নতুন বছর পড়ে গেল৷ নতুন বছরের ক্যালেন্ডারে চোখ রেখেই অনেকে দেখে নেন, লম্বা ছুটির তালিকা কবে কবে আছে৷ সেই অনুযায়ী ছোট, বড় ঘুরতে যাওয়ার প্ল্যানিংও সেরে ফেলেন অনেকে৷ এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৪ সালে এরকম লম্বা ছুটির সুযোগ কবে কবে রয়েছে-

জানুয়ারি মাসেই এমন জোড়া সুযোগ রয়েছে৷ এবার মকর সংক্রান্তি পড়েছে সোমবার ১৫ জানুয়ারি৷ ১৩ এবং ১৪ জানুয়ারি যথাক্রমে শনি এবং রবিবার৷ অর্থাৎ টানা তিন দিনের ছুটি৷

আরও পড়ুন: মহিলাদের অন্তঃসত্ত্বা করতে পারলেই হাতে ১৩ লক্ষ! পর্দা ফাঁস করল পুলিশ

এর কয়েকদিন পরেই প্রজাতন্ত্র দিবস পড়েছে শুক্রবার, ২৬ জানুয়ারি৷ অর্থাৎ ফের তিন দিনের লম্বা উইকেন্ডে কাছে পিঠে কোথাও ঘুরে আসতেই পারেন৷

ফেব্রুয়ারি মাসে এমন সুযোগ না থাকলেও মার্চ মাসে এমন জোড়া সুযোগ রয়েছে৷ ৮ মার্চ, শিবরাত্রি পড়েছে শুক্রবার৷ অর্থাৎ ফের সপ্তাহান্তে তিন দিনের লম্বা ছুটি৷ মার্চ মাসেই গুড ফ্রাইডে পড়েছে ২৯ তারিখ৷ আবারও তিন দিনর ছুটি৷

জুন মাসের ১৭ তারিখ, সোমবার বকরি ইদ৷ শনি এবং রবিবার থেকে ফের টানা তিন দিনের ছুটির সুযোগ৷

এ বছরের স্বাধীনতা দিবস পড়েছে ১৫ অগাস্ট, বৃহস্পতিবার৷ অর্থাৎ শুক্রবার ১৬ অগাস্ট ছুটি নিয়ে নিলেই চার দিনের লম্বা ছুটি৷

New Year Celebration: নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি কলকাতা, উৎসাহী মানুষের ভিড়

New Year Celebration : বছরের শেষ দিন। রবিবার। বছর বিদায় ও বর্ষবরণের প্রস্তুতি। আজ সকাল থেকে রাজ্য জুড়ে উৎসবের মেজাজ। উৎসবের মেজাজে কলকাতাও। বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক, চিড়িয়াখানায় সকাল থেকে ভিড়। সকাল থেকে ইকো পার্কে চোখে পড়ার মতো ভিড়

31st Night: বর্ষবরণ দেদার পার্টি করে ভুলেও বসবেন না চালকের আসনে! সাবধান না হলেই বিপদ

উইকেন্ডে এসে বর্ষবরণের অনুষ্ঠান। বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনে থামতে নেই কোথাও হইহুল্লোড়, দেদার পার্টির পাশাপাশি আকণ্ঠ সুরাপানের পরিকল্পনা রয়েছে অনেকের।
উইকেন্ডে এসে বর্ষবরণের অনুষ্ঠান। বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনে থামতে নেই কোথাও হইহুল্লোড়, দেদার পার্টির পাশাপাশি আকণ্ঠ সুরাপানের পরিকল্পনা রয়েছে অনেকের।
অন্যদিকে বর্ষবরণ এর আগে সচেতন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মদ্যপান করে বসবেন না গাড়ি চালকের আসনে। কারণ নানা জায়গায় শুরু হয়েছে নাকা তল্লাশি।
অন্যদিকে বর্ষবরণ এর আগে সচেতন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মদ্যপান করে বসবেন না গাড়ি চালকের আসনে। কারণ নানা জায়গায় শুরু হয়েছে নাকা তল্লাশি।
আনন্দ করতে গিয়ে যাতে কোনওরকম দুর্ঘটনা না হয়, তাই আগেভাগে সচেতন হয়েছে পুলিশ। জেলাজুড়ে নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, তেমনভাবে মদ্যপান করে গাড়ি চালানোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
আনন্দ করতে গিয়ে যাতে কোনওরকম দুর্ঘটনা না হয়, তাই আগেভাগে সচেতন হয়েছে পুলিশ। জেলাজুড়ে নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, তেমনভাবে মদ্যপান করে গাড়ি চালানোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
অন্যদিকে জেলার সীমান্ত এলাকাতেও পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। বাংলা-ঝাড়খন্ড সীমান্তে চলছে নাকা চেকিং। ছোট, বড় বিভিন্ন গাড়ি থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি।
অন্যদিকে জেলার সীমান্ত এলাকাতেও পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। বাংলা-ঝাড়খন্ড সীমান্তে চলছে নাকা চেকিং। ছোট, বড় বিভিন্ন গাড়ি থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি।
বর্ষবরণের অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয় যাতে জেলা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা না হয়েছে যে সমস্ত জায়গাগুলিতে ভিড় হওয়ার কথা রয়েছে সেখানেও রয়েছে নিরাপত্তা।
বর্ষবরণের অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয় যাতে জেলা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা না হয়েছে যে সমস্ত জায়গাগুলিতে ভিড় হওয়ার কথা রয়েছে সেখানেও রয়েছে নিরাপত্তা।

2024 Success Tips: নতুন বছরে একবারেই এই ধরনের মানুষদের বিশ্বাস করবেন না, জীবন তছনছ হয়ে যাবে

নতুন বছর যেন সকলের ভাল হয়, এই প্রত্যাশা নিয়েই সকলে পা দিতে চলেছেন ২০২৪-এ৷ তবে সাফল্য এমনি আসে না৷ তার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি বা উপায় পালন করতে হয়৷ চাণক্য নীতিতে এমন কিছু পরামর্শ রয়েছে৷ যা মেনে চললে নতুন বছর আপনার ভাল কাটতে পারে, জীবনে আসবে অর্থ, খ্যাতি ও সংসারে আসবে শান্তি, দাম্পত্য বজায় থাকবে সুখ৷
নতুন বছর যেন সকলের ভাল হয়, এই প্রত্যাশা নিয়েই সকলে পা দিতে চলেছেন ২০২৪-এ৷ তবে সাফল্য এমনি আসে না৷ তার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি বা উপায় পালন করতে হয়৷ চাণক্য নীতিতে এমন কিছু পরামর্শ রয়েছে৷ যা মেনে চললে নতুন বছর আপনার ভাল কাটতে পারে, জীবনে আসবে অর্থ, খ্যাতি ও সংসারে আসবে শান্তি, দাম্পত্য বজায় থাকবে সুখ৷
আচার্য রচিত নীতিশাস্ত্রে জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক দিক বর্ণনা করা হয়েছে। তাই আজও মানুষ চাণক্য নীতি অবলম্বন করে তাদের সমস্যার সমাধান করে। চাণক্য তার নীতিশাস্ত্রে ব্যক্তিগত জীবন, চাকরি, ব্যবসা এবং সম্পর্ক সম্পর্কিত সমস্ত দিক সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন। যদিও নীতিশাস্ত্রের কথাগুলো শুনতে ও পড়তে খুব রূঢ় মনে হয়, কিন্তু এগুলো একজন মানুষকে সঠিক ও ভুল পথ বেছে নিতে সাহায্য করে।
আচার্য রচিত নীতিশাস্ত্রে জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক দিক বর্ণনা করা হয়েছে। তাই আজও মানুষ চাণক্য নীতি অবলম্বন করে তাদের সমস্যার সমাধান করে। চাণক্য তার নীতিশাস্ত্রে ব্যক্তিগত জীবন, চাকরি, ব্যবসা এবং সম্পর্ক সম্পর্কিত সমস্ত দিক সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন। যদিও নীতিশাস্ত্রের কথাগুলো শুনতে ও পড়তে খুব রূঢ় মনে হয়, কিন্তু এগুলো একজন মানুষকে সঠিক ও ভুল পথ বেছে নিতে সাহায্য করে।
বর্তমান সময়ে প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায় কিন্তু অনেক সময় ব্যর্থতার সম্মুখীন হতে হয় যার কারণে সে হতাশ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে, আজ আমরা চাণক্য নীতি অনুসারে সাফল্য অর্জনের টিপস জানাতে যাচ্ছি, যা বাস্তবায়ন করে সবাই সাফল্যের শিখর অর্জন করতে পারে। আসুন জেনে নিই আচার্য চাণক্যের মতে সাফল্য পাওয়ার উপায়।
বর্তমান সময়ে প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায় কিন্তু অনেক সময় ব্যর্থতার সম্মুখীন হতে হয় যার কারণে সে হতাশ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে, আজ আমরা চাণক্য নীতি অনুসারে সাফল্য অর্জনের টিপস জানাতে যাচ্ছি, যা বাস্তবায়ন করে সবাই সাফল্যের শিখর অর্জন করতে পারে। আসুন জেনে নিই আচার্য চাণক্যের মতে সাফল্য পাওয়ার উপায়।
বুদ্ধি দিয়ে খরচ করুন৷ চাণক্য নীতি অনুসারে, ভবিষ্যতের জন্য প্রত্যেক ব্যক্তির সবসময় অর্থ সঞ্চয় করা উচিত। অর্থ সবসময় খুব ভেবেচিন্তে শুধুমাত্র প্রয়োজনের সময় ব্যয় করা উচিত। যে কোন কঠিন সময় মোকাবেলা করার জন্য টাকা জমা রাখা খুবই গুরুত্বপূর্ণ।
বুদ্ধি দিয়ে খরচ করুন৷ চাণক্য নীতি অনুসারে, ভবিষ্যতের জন্য প্রত্যেক ব্যক্তির সবসময় অর্থ সঞ্চয় করা উচিত। অর্থ সবসময় খুব ভেবেচিন্তে শুধুমাত্র প্রয়োজনের সময় ব্যয় করা উচিত। যে কোন কঠিন সময় মোকাবেলা করার জন্য টাকা জমা রাখা খুবই গুরুত্বপূর্ণ।
প্রায়শই লোকেরা তাদের দুর্বলতার কথা তাদের কাছের লোকদের বলে। কিন্তু আচার্য চাণক্যের মতে, একজন ব্যক্তির কখনই তার দুর্বলতা কারও কাছে প্রকাশ করা উচিত নয়। এতে করে অন্য ব্যক্তি আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে।
প্রায়শই লোকেরা তাদের দুর্বলতার কথা তাদের কাছের লোকদের বলে। কিন্তু আচার্য চাণক্যের মতে, একজন ব্যক্তির কখনই তার দুর্বলতা কারও কাছে প্রকাশ করা উচিত নয়। এতে করে অন্য ব্যক্তি আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে।
মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন না৷ চাণক্যের মতে, কোন ব্যক্তির কখনওই মূর্খ মানুষের সঙ্গে তর্ক করা উচিত নয়। এতে করে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং পরবর্তীতে এর ফল ভোগ করতে হয়।
মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন না৷ চাণক্যের মতে, কোন ব্যক্তির কখনওই মূর্খ মানুষের সঙ্গে তর্ক করা উচিত নয়। এতে করে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং পরবর্তীতে এর ফল ভোগ করতে হয়।
চাণক্যের মতে, যে ব্যক্তি আপনার কথা উপেক্ষা করে সে কখনই কারও আস্থার যোগ্য নয়। একই সঙ্গে, যারা আপনাকে বেদনায় দেখে খুশি তারাও বিশ্বাসের যোগ্য নয়। আচার্যের মতে, এই ধরনের ব্যক্তি অবশ্যই জীবনে আপনাকে প্রতারণা করে। Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
চাণক্যের মতে, যে ব্যক্তি আপনার কথা উপেক্ষা করে সে কখনই কারও আস্থার যোগ্য নয়। একই সঙ্গে, যারা আপনাকে বেদনায় দেখে খুশি তারাও বিশ্বাসের যোগ্য নয়। আচার্যের মতে, এই ধরনের ব্যক্তি অবশ্যই জীবনে আপনাকে প্রতারণা করে।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

2024 Astro Tips: নতুন বছরে এই ৬টি দিনে রুটি বানাবেন না, হবে অনর্থ, আসবে দারিদ্র, আজই তারিখগুলো লিখে রাখুন

কলকাতা: নতুন বছর শুরু হতে চলেছে নতুন উদ্যোমে৷ সকলের নিজের এবং পরিবারের মঙ্গলকামনা করছেন৷ নতুন বছর যাতে ভাল যায়, সেই চেষ্টাই সকলে করবেন৷ মেনে চলবেন সব নিয়ম৷ নতুন বছরে সবাই চান তাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি। এই কারণে, আপনি এমন কোনও কাজ করবেন না যা আপনার অগ্রগতিতে বাধা আসে এবং আপনার অর্থিক ক্ষতি হয়।

নতুন বছরে এমন ৬টি উপলক্ষ আসবে যখন আপনি রুটি বানাবেন না। ওই দিনগুলোয় বাড়ির চুলা জ্বালানো অশুভ। এতে ঘরে দারিদ্র্য আসে এবং দেবী লক্ষ্মীও ক্রুদ্ধ হন। নতুন বছরে ২০২৩-র কোন দিন বাড়িতে রুটি বানাবেন না, জেনে নিন৷

আরও পড়ুনMoon Mars Saturn Gochar: ২০২৪ কিন্তু একেবারেই ভাল নয়, এই ৩ রাশির মহাচাপ! বিশেষ সতর্কতার উপায় জানুন

১. মকর সংক্রান্তি, ১৫ জানুয়ারি ২০২৪
১৫ জানুয়ারি, নতুন বছরে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিন খিচুড়ি খাওয়ার রীতি রয়েছে। চালের তৈরি খাবার এই দিনে খাওয়া যেতে পারে। মকর সংক্রান্তিতে রুটি বানানো নিষিদ্ধ।

২. শীতলাষ্টমী, ২ এপ্রিল ২০২৪
২০২৪-এ ২শে এপ্রিল শীতলা অষ্টমীর উপবাস। ওই দিন শীতলা মাতাকে বাসি খাবার অর্থাৎ ঠান্ডা খাবার নিবেদন করা হয়। শীতলা ষষ্ঠীতে ঘরে রান্না করা মোটেও শুভ নয়। বাড়ির লোকেরা কেবল শীতলা মাতাকে দেওয়া প্রসাদ গ্রহণ করেন। এ কারণে শীতলা অষ্টমীর দিনে রুটি তৈরি করা হয় না। তাজা খাবার রান্না করা নিষিদ্ধ।

৩. নাগ পঞ্চমী, ৯ আগস্ট ২০২৪
নববর্ষে ৯ আগস্ট পালিত হবে নাগ পঞ্চমী। সেদিন বাড়িতে রুটি বানাবেন না। এটাকে অশুভ মনে করা হয়। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে নাগ পঞ্চমীর দিন প্যানে আগুন রাখা হয় না।

আরও পড়ুন Saturn Blessing Special: শনিদেবের কৃপায় টাকার গদিতে বসবেন ৩ রাশি, নতুন বছরে শুধুই গুড নিউজ!

৪. শারদ পূর্ণিমা, ১৬ অক্টোবর ২০২৪
নতুন বছরের শারদ পূর্ণিমা ১৬ অক্টোবর। শারদ পূর্ণিমাতেও রুটি বানানো উচিত নয়। ওই দিন চাঁদ ও লক্ষ্মীর পুজো করা হয়। দেবী লক্ষ্মী সম্পর্কিত উত্সবগুলিতে রুটি তৈরি করা উচিত নয়।

৫. দিওয়ালি, ১ নভেম্বর ২০২৪
শারদ পূর্ণিমার মতো, দীপাবলিতেও রুটি তৈরি হয় না। ওই দিন চুলায় প্যান রাখা নিষেধ। দীপাবলিতে বাসন কালো রাখা উচিত নয়। এটি একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এতে ঘরে দারিদ্র্য আসে। দীপাবলি ছাড়াও ১১ সেপ্টেম্বর মহালক্ষ্মী উপবাস রয়েছে। সেদিনও রুটি বানাবেন না।

Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Moon Mars Saturn Gochar: ২০২৪ কিন্তু একেবারেই ভাল নয়, এই ৩ রাশির মহাচাপ! বিশেষ সতর্কতার উপায় জানুন

কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। অর্থাৎ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে নিতে হবে। আর নতুন বছর মানেই নতুন নতুন সব কিছু। তবে নতুন বছক আসার আগেই বলে রাখা ভাল যে, কয়েকটি রাশির জন্য ২০২৪ সালটা বেশ শুভ হতে চলেছে।

কয়েকটি রাশির জাতক-জাতিকা ওই সময়ে উন্নতির শিখরে পৌঁছে যাবেন। এই পরিস্থিতিতে বারমেরের পণ্ডিত ওমপ্রকাশ শর্মা ২০২৪ সালে বিভিন্ন রাশির উপর প্রভাবের বিষয়ে আলোচনা করছেন। এমনকী ওই বছর কয়েকটি রাশির জাতক-জাতিকাকে সাবধানও করেছেন তিনি।

আরও পড়ুনSaturn Blessing Special: শনিদেবের কৃপায় টাকার গদিতে বসবেন ৩ রাশি, নতুন বছরে শুধুই গুড নিউজ!

এইসব রাশির জন্য ২০২৪ সমস্যা ডেকে আনবে: তাঁর মতে, ২০২৪ সালে চন্দ্র, মঙ্গল এবং শনি প্রভাবিত হবেন। তবে এই বছরে সবথেকে খারাপ প্রভাব পড়বে কুম্ভ রাশির উপরে। এর পরে খারাপ প্রভাব পড়বে বৃশ্চিক এবং মীন রাশির উপর। বারমেরের গুরু ওমপ্রকাশ শর্মা বলেন যে, ওই বছরে জীবন-দয়া, দান-পুণ্য, ধর্ম চর্চা- এই সবের মাধ্যমে গ্রহের প্রভাব দূর করা যাবে। এর পাশাপাশি ভগবান হনুমানজির পুজো করা উচিত। গ্রহগুলির মধ্যে শান্তি বজায় রাখার প্রচেষ্টা জারি রাখা আবশ্যক। এমনকী নিজের রাশি অনুযায়ী রত্ন ধারণও করতে হবে।

মঙ্গল এবং শনির সাড়ে সাতির প্রভাব: পণ্ডিত ওম প্রকাশ শর্মা বলেন যে, মঙ্গলের প্রভাব এবং শনির সাড়ে সাতির প্রভাব কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির উপর পড়বে। এক-একটি রাশির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যাবে। যাঁদের উপর মঙ্গলের নেতিবাচক প্রভাব রয়েছে, তাঁদের ভগবান হনুমানজির পুজো করতে হবে এবং গৌরী গাভিকে গুড় খাওয়াতে হবে। আবার অন্য দিকে যাঁদের উপর শনির কুদৃষ্টি রয়েছে, তাঁদের তেল এবং সিঁদুর নিবেদন করা উচিত। এই ধরনের সমস্ত উপায় অবলম্বন করলে তা কয়েকটি রাশির জাতক-জাতিকার জন্য নিশ্চিত ভাবে উপযোগিতা এনে দিতে পারবে।

 

3 Lucky Zodiac 2024 : ব্যাপক বদল ভাগ্যের, আর একমাস পরই জ্যাকপট জিতবেন এই ৩রাশির জাতক জাতিকারা!

নতুন বছর (2024) আসতে চলেছে। এই নতুন বছরের ঠিক আগে, গ্রহগুলির অবস্থানের পরিবর্তন হতে চলেছে। গ্রহের এই পরিবর্তন অনেক রাশির জন্য খুবই সুখকর প্রমাণিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ডিসেম্বর মাসে ৪টি গ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে এবং শেষ দিনে অর্থাৎ ৩১শে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতিও সরাসরি ঘুরতে চলেছে। এছাড়াও ২০২৪ সালের জানুয়ারিতে সূর্য, বুধ এবং শুক্রও তাদের রাশি পরিবর্তন করবে। এই রাশি পরিবর্তনের পরে, এই পুরো বছরটি ৩টি রাশির জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে।
নতুন বছর (2024) আসতে চলেছে। এই নতুন বছরের ঠিক আগে, গ্রহগুলির অবস্থানের পরিবর্তন হতে চলেছে। গ্রহের এই পরিবর্তন অনেক রাশির জন্য খুবই সুখকর প্রমাণিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ডিসেম্বর মাসে ৪টি গ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে এবং শেষ দিনে অর্থাৎ ৩১শে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতিও সরাসরি ঘুরতে চলেছে। এছাড়াও ২০২৪ সালের জানুয়ারিতে সূর্য, বুধ এবং শুক্রও তাদের রাশি পরিবর্তন করবে। এই রাশি পরিবর্তনের পরে, এই পুরো বছরটি ৩টি রাশির জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে।
জানুয়ারি মাসে সূর্য, শুক্র এবং বুধের রাশি পরিবর্তন বৃশ্চিক, মকর এবং ধনু রাশির জাতকদের ভাগ্য খুলে দেবে। যার কারণে এই তিনটি রাশির জাতকরা সারা বছর রাজকীয় জীবনযাপন করবেন। আসুন জেনে নেওয়া যাক কখন এই গ্রহগুলি তাদের গতিবিধি পরিবর্তন করবে।
জানুয়ারি মাসে সূর্য, শুক্র এবং বুধের রাশি পরিবর্তন বৃশ্চিক, মকর এবং ধনু রাশির জাতকদের ভাগ্য খুলে দেবে। যার কারণে এই তিনটি রাশির জাতকরা সারা বছর রাজকীয় জীবনযাপন করবেন। আসুন জেনে নেওয়া যাক কখন এই গ্রহগুলি তাদের গতিবিধি পরিবর্তন করবে।
সূর্যের রাশি পরিবর্তন১৫ই জানুয়ারি ২০২৪ তারিখে, গ্রহের রাজা, সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। রাত আনুমানিক ২.৪২ মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে।এর পর মকর রাশির জাতক জাতিকাদের অশুভ সমস্যার সমাধান হতে শুরু করবে।
সূর্যের রাশি পরিবর্তন
১৫ই জানুয়ারি ২০২৪ তারিখে, গ্রহের রাজা, সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। রাত আনুমানিক ২.৪২ মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে।এর পর মকর রাশির জাতক জাতিকাদের অশুভ সমস্যার সমাধান হতে শুরু করবে।
শুক্র বৃশ্চিক রাশির প্রতি সদয় হবেনসুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের গ্রহ শুক্রও জানুয়ারি মাসে তার রাশি পরিবর্তন করতে চলেছে। এটি ১৮ জানুয়ারি রাত ৮.৫৬ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্র ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিতে থাকবে।
শুক্র বৃশ্চিক রাশির প্রতি সদয় হবেন
সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের গ্রহ শুক্রও জানুয়ারি মাসে তার রাশি পরিবর্তন করতে চলেছে। এটি ১৮ জানুয়ারি রাত ৮.৫৬ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্র ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিতে থাকবে।
বুধও তার গতিপথ পরিবর্তন করবেএছাড়া গ্রহের রাজপুত্র বুধও ৭ জানুয়ারি তার রাশি পরিবর্তন করবে। এই সময়ে ধনু রাশিতে ট্রানজিট করবে। ২৩ দিন পরে, এটি মকর রাশিতে চলে যাবে যা মকর রাশির মানুষদের সরাসরি উপকার করবে।
বুধও তার গতিপথ পরিবর্তন করবে
এছাড়া গ্রহের রাজপুত্র বুধও ৭ জানুয়ারি তার রাশি পরিবর্তন করবে। এই সময়ে ধনু রাশিতে ট্রানজিট করবে। ২৩ দিন পরে, এটি মকর রাশিতে চলে যাবে যা মকর রাশির মানুষদের সরাসরি উপকার করবে।