Tag Archives: yoga practice

Success Story: শরীরের নমনীয়তায় যোগাভ্যাসে বাজিমাত! প্রত্যন্ত গ্রামের বালিকার গলায় স্বর্ণপদক

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: বয়স সবেমাত্র সাত। যেন ফ্লেক্সিবল তার শরীর। বিভিন্ন যোগব্যায়ামে পারদর্শী সে।এই বয়সে জেলা ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে জাতীয় স্তরে সোনা জয় করল প্রত্যন্ত গ্রামের এক মেয়ে। পরিবারের সাহায্য এবং নিজের জেদে এই সাফল্য মিলেছে তার। যখন ছোট ছোট ছেলেমেয়েরা কিংবা যুব প্রজন্ম মোবাইলে বুঁদ হয়ে থাকে, তখন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রত্যন্ত গ্রামের এই মেয়ে নজর কেড়েছে সকলের। সম্প্রতি জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় সাফল্য মিলেছে তার, তার ঝুলিতে এসেছে স্বর্ণপদক। তার এই সাফল্যে খুশি পরিবার থেকে সকলে।

অনূর্ধ্ব ১৭ বিভাগে তার বয়সের ঊর্ধ্বে প্রতিযোগীদের হারিয়ে জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা জয় করেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা মোহনপুরের মেয়ে সানাম খাতুন। সম্প্রতি হরিয়ানার পানিপথে আয়োজিত ন্যাশনাল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ যোগা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সানাম। তার বিভাগে ছিল ১৭ বছর বয়সি প্রতিযোগীরাও। তবে নিজের অনুশীলন এবং জেদ নিয়ে এই সফলতা জুটেছে।

আরও পড়ুন : টাটকা তালরস জ্বাল দিয়ে তৈরি হচ্ছে গুড়! গরম থেকে বাঁচতে তালপাটালি যেন অমৃতসমান

সানামের বাবা শেখ সাব্বির আলি, মা তাহেরা খাতুন। বাবা গ্রামীণ চিকিৎসক, মা গৃহবধূ। ছোট থেকেই বেশ মেধাবী সানাম। পড়াশোনার পাশাপাশি অবসরে সে যোগা প্রশিক্ষণ নেয়। শিক্ষকের পাশাপাশি বাড়িতেও প্র্যাকটিস করে সে। ছোট থেকেই যখন মোবাইলের নেশায় আসক্ত ছোট ছোট ছেলে মেয়েরা, তখন ব্যাতিক্রমী চরিত্রের সানাম।

প্রায় এক বছর সেই যোগাভ্যাসের প্রশিক্ষণ নিচ্ছে। পার্শ্ববর্তী যোগব্যায়ামের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে সম্প্রতি জাতীয় স্তরে প্রতিযোগিতায় সোনা জয় করেছে সে। পরবর্তীতে যোগা নিয়ে এগিয়ে যেতে চায় সানাম। এক বছরের প্রশিক্ষণে তার ঝুলিতে রয়েছে একাধিক প্রতিযোগিতার সার্টিফিকেট এবং ১০ এরও বেশি পদক। তার এই কৃতিত্বে খুশি পরিবারের সকলে। ছোট্ট মেয়ের এহেন প্রতিভাকে সাধুবাদ জানিয়েছেন প্রতিবেশীরাও।