আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার চা বলয় এলাকার অন্যতম পুজো হ্যামিলটনগঞ্জ অগ্রগামী সংঘের পুজো। প্রতি বছরই নিত্য নতুন থিমের সঙ্গে হাজির হয় এই পুজো। এবারে তাদের থিম মা এল মাটির ঘরে।
মাটির বিভিন্ন সামগ্রী ব্যবহারের পাশাপাশি নানান রঙের আলোর খেলা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে এই ক্লাবের পুজোর থিমে। এই পুজোর থিমে ব্যবহার করা হয়নি কোনও থার্মোকলের কাজ।
আরও পড়ুন- কেকেআরে জায়গা পাকা! রাসেলের মতই বিধ্বংসী! ফিনিশার নিয়ে চিন্তামুক্ত নাইটরা
পরিবেশ বান্ধব পুজো রাখার চেষ্টা করেছেন ক্লাব কর্তারা। মাটির হাঁড়ি, ঘন্টা, বাঁশ, কাপড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। পাশাপাশি হাতপাখা, বাংলার পটচিত্রের ব্যবহার করা হয়েছে।
বাঙালিয়ানার ছোঁয়া পাওয়া যাবে এই ক্লাবের পুজোয়।এই এলাকার সামনেই রয়েছে বন্ধ কালচিনি চা বাগান। শ্রমিকদের মুখে একটু হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা করে হচ্ছেন এই ক্লাবের সদস্যরা।
আরও পড়ুন- ৯২ বছরের ইতিহাসে প্রথমবার! বাংলাদেশকে নিয়ে ‘ছেলেখেলা’ করে বড় রেকর্ড গড়ল ভারত
এই বিষয়ে ক্লাবের তরফে গোবিন্দ বাগচী জানান, “চা বলয় এলাকায় থিমের পুজো হয়না, এই ভাবনা ছিল আগে জেলাবাসীর মনে আমরা সেই ভাবনা ভেঙে দিতে পেরেছি। আলিপুরদুয়ার তথা ডুয়ার্স এলাকার বিভিন্ন প্রান্তের মানুষেরা আসে এই পুজো দেখতে। এটাই আমাদের ভাল লাগা।”
Annanya Dey