প্রতিকী ছবি

Teacher’s Day: শিক্ষকরা জীবন গড়ার কারিগর, শিক্ষক দিবসে তাঁদের জানান শ্রদ্ধা-ভালবাসা, তুলে দিন এইসব গিফট

শিক্ষক দিবস, প্রতিবছর ভারতে ৫ সেপ্টেম্বর পালন করা হয় এই দিন। তবে শিক্ষক দিবস যে মানুষটির জন্মদিন উপলক্ষে পালন করা হয়, তিনি হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ। কে ইনি? কেন এই মানুষটির জন্মদিনেই পালন করা হয় শিক্ষক দিবস? জানুন। কী দেবেন গিফট জেনে নিন এক নজরে!
শিক্ষক দিবস, প্রতিবছর ভারতে ৫ সেপ্টেম্বর পালন করা হয় এই দিন। তবে শিক্ষক দিবস যে মানুষটির জন্মদিন উপলক্ষে পালন করা হয়, তিনি হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ। কে ইনি? কেন এই মানুষটির জন্মদিনেই পালন করা হয় শিক্ষক দিবস? জানুন। কী দেবেন গিফট জেনে নিন এক নজরে!
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ তামিলনাড়ুর তিরুত্তানিতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবার নাম সর্বপল্লী বীরস্বামী এবং মায়ের নাম সীতাম্মা। লুনার্থ মিশনারি স্কুল, তিরুপতি এবং ভেলোরে প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই ভীষণ ভাল পড়াশোনায় ছিলেন তিনি।
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ তামিলনাড়ুর তিরুত্তানিতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবার নাম সর্বপল্লী বীরস্বামী এবং মায়ের নাম সীতাম্মা। লুনার্থ মিশনারি স্কুল, তিরুপতি এবং ভেলোরে প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই ভীষণ ভাল পড়াশোনায় ছিলেন তিনি।
চারাগাছ: গাছ কিন্তু ভাল উপহার হতে পারে শিক্ষক-শিক্ষিকাদের জন্য। ইচ্ছে করলে ঘর সাজানোর গাছ থেকে বারান্দায় রাখার গাছের চারা উপহার দেওয়াই যায়। মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু ও জেড প্ল্যান্টকে রাখা যেতে পারে পছন্দের তালিকায়। ইচ্ছে করলে শিক্ষকেরা এই চারাগাছ তাঁদের ডেস্কেও সাজিয়ে রাখতে পারেন।
চারাগাছ: গাছ কিন্তু ভাল উপহার হতে পারে শিক্ষক-শিক্ষিকাদের জন্য। ইচ্ছে করলে ঘর সাজানোর গাছ থেকে বারান্দায় রাখার গাছের চারা উপহার দেওয়াই যায়। মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু ও জেড প্ল্যান্টকে রাখা যেতে পারে পছন্দের তালিকায়। ইচ্ছে করলে শিক্ষকেরা এই চারাগাছ তাঁদের ডেস্কেও সাজিয়ে রাখতে পারেন।
সুগন্ধি মোমবাতি: সামনেই দুর্গাপুজো। এই সময় কমবেশি সবাই ঘর সাজাতে পছন্দ করেন। এ ক্ষেত্রে শিক্ষক দিবসে তাঁদের জন্য সুগন্ধি মোমবাতি ভাল উপহার হতে পারে। শিক্ষকেরা এই মোমবাতি গুলির মতই আমাদের জ্ঞান এবং প্রজ্ঞার সুবাস প্রদান করেন।
সুগন্ধি মোমবাতি: সামনেই দুর্গাপুজো। এই সময় কমবেশি সবাই ঘর সাজাতে পছন্দ করেন। এ ক্ষেত্রে শিক্ষক দিবসে তাঁদের জন্য সুগন্ধি মোমবাতি ভাল উপহার হতে পারে। শিক্ষকেরা এই মোমবাতি গুলির মতই আমাদের জ্ঞান এবং প্রজ্ঞার সুবাস প্রদান করেন।
কার্ড: কেনা নয়, হাতে তৈরি কার্ড উপহার হিসাবে তুলে দিতে পারেন প্রিয় শিক্ষকের হাতে। সেখানে ছাত্রছাত্রীরা লিখতে পারে নিজেদের মনের কথা।
কার্ড: কেনা নয়, হাতে তৈরি কার্ড উপহার হিসাবে তুলে দিতে পারেন প্রিয় শিক্ষকের হাতে। সেখানে ছাত্রছাত্রীরা লিখতে পারে নিজেদের মনের কথা।
হাতে তৈরি চকোলেট: বাজার থেকে কেনা চকোলেট নয়, শিক্ষক-শিক্ষিকার জন্য নিজের হাতে চকোলেট তৈরি করে দিতে পারে ছাত্রছাত্রীরা। চকোলেট তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়। ডার্ক চকোলেট বা মিল্ক চকোলেট বার, কাজুবাদাম আর চকোলেট তৈরির সিলিকন মোল্ড থাকলে সহজেই বানিয়ে ফেলা যায়। প্রয়োজনে বাবা-মায়ের সাহায্য নিতে পারে ছাত্রছাত্রীরা।
হাতে তৈরি চকোলেট: বাজার থেকে কেনা চকোলেট নয়, শিক্ষক-শিক্ষিকার জন্য নিজের হাতে চকোলেট তৈরি করে দিতে পারে ছাত্রছাত্রীরা। চকোলেট তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়। ডার্ক চকোলেট বা মিল্ক চকোলেট বার, কাজুবাদাম আর চকোলেট তৈরির সিলিকন মোল্ড থাকলে সহজেই বানিয়ে ফেলা যায়। প্রয়োজনে বাবা-মায়ের সাহায্য নিতে পারে ছাত্রছাত্রীরা।
ফোটোফ্রেম: নেটমাধ্যম খুললেই এখন বিভিন্ন ভিডিয়ো পাওয়া যায়, যেখানে সামান্য কিছু উপকরণ দিয়েই সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বানানোর প্রক্রিয়া খুব সহজে দেখানো থাকে। সেই সব ভিডিয়ো দেখে শিক্ষক-শিক্ষিকার জন্য একটি ফোটোফ্রেম বানিয়ে ফেলতে পারেন।
ফোটোফ্রেম: নেটমাধ্যম খুললেই এখন বিভিন্ন ভিডিয়ো পাওয়া যায়, যেখানে সামান্য কিছু উপকরণ দিয়েই সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বানানোর প্রক্রিয়া খুব সহজে দেখানো থাকে। সেই সব ভিডিয়ো দেখে শিক্ষক-শিক্ষিকার জন্য একটি ফোটোফ্রেম বানিয়ে ফেলতে পারেন।