Tag Archives: Teacher

Principal punishes teacher viral video: দেরি করে স্কুলে আসায় শিক্ষিককে মার অধ্যক্ষার, ভাইরাল ভিডিও

আগরা: স্কুলে সময়ে পৌঁছনোকে নিয়মানুবর্তিতার গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে ধরা হয়। অন্য দিকে দেরি করে আসাকে ’অন্যায়’ হিসাবে মানা হয়। এই অন্যায়ের জন্য শাস্তিও দেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু উত্তরপ্রদেশের আগরায় দেরি করে স্কুলে আসার জন্য শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠল।

আরও পড়ুন: এ বার আকাশপথে প্রচারে যাবেন সুকান্ত! পদ্মের রাজ্য ’সেনাপতি’র সফর শুরু পুরুলিয়া দিয়ে

ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, স্কুলের অধ্যক্ষা মারধর করছেন স্কুলের শিক্ষিকাকে। শুধু তাই নয় উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে দিয়ে শুরু হয় তাদের বাক্-বিতণ্ডা। তার পরে দেরিতে আসার জন্য অধ্যক্ষা শিক্ষিকাকে মারতে শুরু করেন। পাল্টা শিক্ষিকারও দাবি স্কুলের অধ্যক্ষা নিজেই চার দিন ধরে দেরিতে অফিসে আসছেন। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলাকালীন দু’জনেই অপমানজনক কথা বলেন। দু’জনের হাতাহাতির পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন তাঁদের সহকর্মীরা, কিন্ত তাঁরা ব্যর্থ হন।

আরও পড়ুন: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের

শিক্ষিকা এবং অধ্যক্ষার এমন ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। দু’জনেই একে অপরের বিরুদ্ধে সিকান্দা থানায় অভিযোগ জানিয়েছেন। এমন ঘটনা নিয়ে বেসিক শিক্ষা আধিকারিক জিতেন্দ্র কুমার গন্দ জানিয়েছেন, “আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিস্তারিত জানলে আমরা আপনাদের জানাতে পারব”।

Recruitment News: দারুণ সুখবর! শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ… লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউ দিয়েই নিয়োগ! কোথায় কত শূন্যপদ?

মালদহ: মালদহ জেলা জুড়ে সরকারি মডেল স্কুলে শিক্ষক নিয়োগ। কোনও পরীক্ষা না দিয়েই শিক্ষকতার সুযোগ দিচ্ছে মালদহ জেলা প্রশাসন। মোট ২০ জন অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিষয়ে এই অতিথি শিক্ষক নিয়োগ করা হয়ে। যোগ্য প্রার্থীরা শুধুমাত্র তাদের বায়োডাটা নিয়ে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করবেন। মালদহ জেলা প্রশাসনের ওয়েব সাইটে এই অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী ১৮ মার্চ মালদহ জেলা সদর মহকুমা শাসকের দফতরে ইন্টারভিউ নেওয়া হবে। সকাল ১১ টা থেকে শুরু হবে ইন্টারভিউ।‌ মালদহের একাধিক ব্লকের সরকারি মডেল স্কুলে এই অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। ব্লক ভিত্তিক শূন্যপদের তালিকা-হবিবপুর মডেল স্কুলে মোট শিক্ষকের শূন্যপদ- ৬ টি, বাংলা- ১, ইতিহাস -১, ভূগোল-১, জীবন বিজ্ঞান-১, অঙ্ক-১, ভৌত বিজ্ঞান-১।

আরও পড়ুন: ‘যেখানে দাঁড়াবেন, সেখানেই নিয়ে যাব চাকরিপ্রার্থীদের…,’ নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক তোপ! জোরাল হুমকি মমতার

রতুয়া -২ নম্বর ব্লক মডেল স্কুলে মোট শিক্ষকের শূন্যপদ- ৩ টি, ইংরেজি -১ টি, ভূগোল-১ টি, জীবন বিজ্ঞান-১ টি। পুরাতন মালদহ মডেল স্কুলে মোট শূন্যপদ- ২ টি, ইতিহাস -১ টি, ভূগোল-১টি। মাণিকচক ব্লক মডেল স্কুলে মোট শূন্যপদ- ২ টি, ইতিহাস-১ টি, ইংরেজি -১ টি। রতুয়া-১ নম্বর ব্লক মডেল স্কুলে মোট শূন্যপদ- ২ টি, বাংলা-১ টি, ভূগোল -১ টি। হরিশচন্দ্রপুর-১ নম্বর ব্লক মডেল স্কুলে শূন্যপদ- ২ টি।

আরও পড়ুন: সরাসরি বিধায়ককে ফোন? ED আধিকারিকদের উপরে হামলার দিন ঠিক কী করেছিল শেখ শাহজাহান..সিবিআইয়ের রেডারে আরও অনেক

ইংরেজি -১ টি, ভূগোল -১ টি। হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লক মডেল স্কুলে শূন্যপদ- ২ টি, ভূগোল- ১ টি, ভৌত বিজ্ঞান-১ টি, কালিয়াচক-৩ ব্লক মডেল স্কুলে মোট শূন্যপদ-১ টি, অঙ্ক-১টি। এছাড়াও, অশিক্ষক কর্মী নিয়োগ করা ৫ টি মডেল স্কুলে। মোট ৬টি শূন্যপদ প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে এইগুলি নিয়োগ হবে। একই দিনে ইন্টারভিউ হবে জেলা সদর মহকুমা দফতরে।

হরষিত সিংহ

Bengali News: স্কুলে এসেও সর্বক্ষণ নেশার পিছনে ছোটা, এই শিক্ষকের কথা শুনলে অবাক হবেন

বাঁকুড়া: আদিবাসী আবাসিক বিদ্যালয়ের শিক্ষকের অদ্ভুত নেশার জন্য স্কুলের আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। স্কুল চত্বরের ৯-১০ কাঠা জায়গা পুরো বদলে দিয়েছেন এই শিক্ষক। তার এই পরিবর্তনের কাণ্ডারী হলেন বাঁকুড়ার যোগেশ পল্লীর বাসিন্দা নির্মাল্য ঘোষ।

আরও পড়ুন: বর্জ্য প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে চেয়ার, টেবিল! কারা করছে জানলে আরও চমকাবেন

পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। ঠাকুরদার আমল থেকেই ঘোষ পরিবারের বিশেষ ভালোবাসা গাছের প্রতি। এই পরিবারের প্রত্যেকেই কমবেশি গাছ লাগানো থেকে পরিচর্যা করতে ভালোবাসেন। তবে শিক্ষক নির্মাল্য ঘোষের নেশাটা একেবারে অন্য রকমের। তাঁর বাড়িতেই ছাদ এবং উঠোন জুড়ে আছে শতাধিক গাছ। পেশায় শিক্ষক কিন্তু নেশায় গাছ পাগল নির্মাল্য ঘোষ অবশ্য একা কৃতিত্ব নিতে রাজি নন। তিনি বলেন, এটা একটা টিম ওয়ার্ক।

বাড়িতে মোট কতগুলি গাছ রয়েছে জানতে চাওয়ায় নিজেই ঠাহর করে বলতে পারেননি নির্মাল্যবাবু। অর্কিড, ক্যাকটাস, বিদেশি ফুল এবং দেশি গাছ গাছালি ছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে বনসাইয়ের সংগ্রহ। একজন বিশেষজ্ঞ গার্ডেনার হিসেবে বনসাই তৈরি করে আসছেন বহুদিন ধরে। তিনি জানান বট, ছাতিম, চাইনিজ বট, পাকুর ইত্যাদি গাছকে বনসাই করেছেন তিনি। বনসাই অর্থাৎ একটি বিরাট বৃক্ষকে বামন করে রাখা। তিনি আরও বলেন যে বড় উদ্ভিদকে কম পরিমাণ খাবার এবং কম পরিমাণ পুষ্টি দিয়ে উদ্ভিদটির বাড় বাড়ন্ত কমানো যায়। সঙ্গে যেকোনও ধরনের তারের ব্যবহার করে গাছের ডালপালার বিস্তৃতি নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। গাছের গুড়ি যত মোটা হবে ততই বয়স্ক হবে বনসাই উদ্ভিদটি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে প্রায় নয় থেকে দশ কাঠা জায়গা জুড়ে নির্মাল্য ঘোষ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন। পাহাড়ের কোলে তাঁর এই প্রচেষ্টায় এক অপরূপ দৃশ্যের সাক্ষী থাকছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে নির্মাল্যবাবুর কাছে আছে ‘সেমি সেড’ উদ্ভিদ। অর্থাৎ কম আলোতে যে গাছগুলি ভালভাবে বেড়ে উঠতে পারে। ফ্লাটে অথবা একান্ত যারা থাকতে পছন্দ করেন তাঁরা চাইলেই নিজের ঘরের মধ্যেই এই গাছ রাখতে পারেন।

নীলাঞ্জন ব্যানার্জি

Crime News: গভীর রাতে ভয়ঙ্কর কাণ্ড! গলা কেটে খুনের হুমকি, সদস্যদের বেঁধে রেখে চলল দেদার লুটপাট, জখম শিক্ষক

মালদহ: মালদহে ইংরেজবাজারে ভয়াবহ ডাকাতি। গভীর রাতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে হানা ৮-১০ জনের ডাকাত দলের। বাড়ির বাইরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রত্যেকের মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল। বাড়ির লোকজনকে বেঁধে রেখে চলে ডাকাতি। নগদ কয়েক লক্ষ টাকা, প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডাকাত দলকে বাঁধা দিতে গিয়ে আহত পরিবারের কর্তা স্কুল শিক্ষক আনোয়ার হোসেন। চিকিৎসার জন্য তাঁকে আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

 ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।  ডাকাতির ঘটনায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ জানালার গ্রিল গ্যাস কাটার দিয়ে কেটে ফেলে। এরপর সেখান থেকে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রশস্ত্র দেখিয়ে শোবার ঘরেই বেঁধে ফেলা হয় স্বামী- স্ত্রী ও দুই শিশু সন্তানকে। নড়াচড়া করলে গলা কেটে খুনের হুমকি দেওয়া হয় তাঁদের। এরপর আর বাঁধা দেওয়ার সাহস করেননি পরিবারের লোকজন। এরপর একের পর এক আলমারি, শোকেস ভেঙে চলে লুটপাট।

আরও পড়ুন-        আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা, কে তিনি?

আরও পড়ুন-      দুঃসংবাদ! ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ বিনোদন জগত

এমনকী বক্স খাটের নিচেও তল্লাশি করে দুষ্কৃতীরা। প্রায় এক ঘন্টা ধরে চলে লুট। নগদ প্রায় তিন থেকে চার লক্ষ টাকা, অন্তত চার থেকে পাঁচ ভরি সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দেয়  দুষ্কৃতীরা। ডাকাত দলকে বাঁধা দিতে গেলে মারধর করা হয় প্রাথমিক শিক্ষক আনোয়ার হোসেনকে। আহত অবস্থায় তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।শিক্ষকের স্ত্রী রোজিনা পারভীন বলেন, দুষ্কৃতিরা মুখ ঢেকে বাড়ির ভেতরে ঢোকে। দুষ্কৃতিদের আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে।

নিজেদের মধ্যে বাংলায় সামান্য কথাবার্তাও বলে দুষ্কৃতীরা। বেরিয়ে যাওয়ার আগে গাড়িতে করে যাওয়ার কথা শোনা যায় দুষ্কৃতিদের মুখে। ফলে অনুমান দুষ্কৃতীরা গাড়িতে করে এসেছিল।পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বেশ কিছুদিন ধরেই বাড়িতে কাজকর্ম চলছিল। বাড়ির কাজের জন্য কয়েক লক্ষ টাকা ঋণ নেন ওই স্কুল শিক্ষক। সেই টাকা বাড়িতেই রেখেছিলেন তিনি।পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাতির ঘটনার সঙ্গে পরিচিত কোনও যোগ থাকতে পারে। দুষ্কৃতীরা ওই পরিবার সম্পর্কের রীতিমতো খোঁজ এমনকী ‘রেকি’ করেই ডাকাতির ছক করে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

South 24 Parganas News: স্কুলে সে কী কান্নাকাটি,পড়ুয়ারা হাউহাউ করে কাঁদছে, আর শিক্ষক বুকে টেনে নিচ্ছেন

মথুরাপুর: ‘স্যার আপনাকে যেতে দেব না, আপনি গেলে আমরা খাবার খাব না, স্কুলে আসব না’ অজস্র কচি মুখের এই কাতর আর্তি তখন কান্না হয়ে ঝড়ে পড়েছে। যাঁকে ঘিরে এই আবেদন তিনিও স্নেহ মমতায় চোখের জল ধরে রাখতে পারছেন না।

মথুরাপুরের লক্ষীনারায়ণপুর বাপুলিরচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় স্তম্ভিত সকলেই। তবে কিছুতেই আটকানো যাচ্ছেনা প্রিয় স্যারকে। শেষে খাওয়া দাওয়াই তুলে দিয়েছে খুদেরা।স্কুলের সামনে ঠায় বসে রয়েছে তারা, স্যারকে স্কুলেই রাখার দাবিতে এসআই অফিসেও গিয়েছে তারা। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের জেলা অফিসেও যাবে বলছে তারা।

আরও দেখুন-  চারদিকে রমরমিয়ে অভিনেতাদের বিয়ের সানাই, বিয়ে উপলক্ষ্যে এবারে ইম্ফলে পৌঁছলেন বলিউড তারকা, রইল ভিডিও

কিন্তু কেন এই আন্দোলন, খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন এই স্কুলে স্থায়ী প্রধানশিক্ষক না থাকায় কাজ চালাতেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত। কিন্তু জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে প্রধানশিক্ষক নিয়োগের জন্য তালিকা প্রকাশ করার পরই তৈরি হয়েছে জটিলতা। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এবার সংসদের নির্দেশ মেনে প্রধান শিক্ষক হিসেবে অন্য স্কুলে যোগ দিতে হবে। কিন্তু স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা শিক্ষককে ছাড়তে চাইছেন না।

আরও পড়ুন- IPL 2023: আইপিএলের নিলামের আগে বাকি কেউ যা করল না তাই করল কেকেআর, কার পার্সে রইল কত টাকা

তাঁর আমলেই স্কুলের পঠনপাঠন ও পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে বলে দাবি তাঁদের। জানা গিয়েছে, বেশির ভাগ জায়গাতেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই নতুন করে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। সেখানে কেন লক্ষীনারায়ণপুর বাপুলিরচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অন্য স্কুলে যেতে হবে? এই প্রশ্নই তুলছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে গোটা স্কুলেই কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে।এই অচলাবস্থা কেটে স্কুলে দ্রুত পড়াশোনার পরিবেশ ফিরুক এটাই এখন চান দীপঙ্কর বাবু।

Nawab Mullick

Nadia News: মোবাইলে গেমে ব্যস্ত শিক্ষকরা, স্কুলে তালা ঝোলালেন অভিভাবকেরা

শান্তিপুর: মোবাইল গেমে আসক্ত শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের ঘরে তালা মেরে বিক্ষোভ দেখানোর খবর সম্প্রচারিত হতেই সাসপেন্ড প্রধান শিক্ষিকা স্থানান্তকরণ করা হল অপর এক শিক্ষককে। নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের প্রমোদ নগরে অবস্থিত প্রমোদ দাশগুপ্ত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে সুশান্ত মন্ডল রহিদুল মন্ডল এবং টিআইসি কৃষ্ণা দত্তর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অশিক্ষক আচরণের জন্য এদিন উপস্থিত দুই শিক্ষককে স্কুলে আটকে রেখে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।

আরও পড়ুন: পাশেই শ্রীরামকৃষ্ণের জন্মস্থান! হাতে একটু সময় থাকলেই পিকনিক জমবে এই মনোরম ইকো ট্যুরিজম পার্কে

প্রধান শিক্ষিকা কৃষ্ণ দত্ত এদিন উপস্থিত ছিলেন না। যদিও তার ছেলে সন্দীপন দত্ত এসে অভিভাবকদের সঙ্গে অশালীন আচরণ করার জন্য বিশৃংখলার সৃষ্টি হয় বলেই দাবি অভিভাবকদের। ক্লাসে না পড়িয়ে শিক্ষক-শিক্ষিকারা মোবাইলে গেম খেলে এমনই অভিযোগ তুলে স্কুল ঘরের মধ্যেই তালা দিয়ে দুই শিক্ষককে আটকে রাখা হয় দীর্ঘ চার ঘন্টা যাবৎ, এবং অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন।

আরও পড়ুন:  ১০২ বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো, মূর্তি বিসর্জন হয় না কোনওদিনই...

এই ঘটনা সংবাদ শিরোনামে আসতেই, ঘটনাস্থলে উপস্থিত শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। আসেন স্থানীয় বাবলা পঞ্চায়েতের মেম্বার। এলাকাবাসীর কথায় মান্যতা দিয়ে তারা ঘটনাটি বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীকে জানান, এরপর বিধায়ক অবর বিদ্যালয় পরিদর্শক এর সঙ্গে কথা বলেন। জানতে পারেন ওই বিদ্যালয়ের আগেও অভিভাবকদের এ ধরনের ক্ষোভ বিক্ষোভ একাধিক বার ঘটে।

এরপর অবর বিদ্যালয় পরিদর্শক সিদ্ধান্ত নেন, কৃষ্ণা দত্তকে এদিনই সাসপেন্ড করার এবং আগামীকাল সুশান্ত মন্ডল নামে দীর্ঘদিন ওই বিদ্যালয়ে থাকা শিক্ষককে অন্যত্র স্থানান্তর্তকরণ করার।পুলিশ প্রশাসনের ভূমিকা বাবলা পঞ্চায়েতে সদস্যদের প্রচেষ্টা এবং সর্বোপরি বিধায়ক এবং আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অবর পরিদর্শকের সিদ্ধান্তে খুশি হন সকল এলাকাবাসী অভিভাবক বৃন্দ।

Mainak Debnath