বিনায়ক বন্দ্যোপাধ্যায় 

East Bardhaman News: শিক্ষারত্ন পেলেন বর্ধমানের এই শিক্ষক! পড়ুয়াদের জন্য কী কী করছেন তিনি? জেনে নিন

পূর্ব বর্ধমান: শিক্ষারত্ন পুরষ্কার পেলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিনায়ক বাবু বর্ধমান শহরের ২৩ নম্বর ওয়ার্ডের রথতলা মনোহর দাস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। তিনি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

২০১৯ সালে তিনি জেলার গলসি হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে, ২০২১ সালে রথতলা মনোহর দাস বিদ্যানিকেতনে যোগদান করেন প্রধান শিক্ষক হিসেবে। প্রথম থেকেই তিনি তাঁর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভূমিকা পালন করে এসেছেন। পড়ুয়াদের কথা মাথায় রেখে একাধিক উদ্যোগও নিয়েছেন তিনি। শুধুমাত্র পড়ুয়াদের কথা ভেবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে এবার শিক্ষারত্ন পেলেন বর্ধমানের বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- তারাপীঠ কেন মহাশ্মশান? কৌশিকী অমাবস্যার রাতে কী হয় এখানে? জেনে নিন বিশদে

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটাতে আমার ভালো লাগছে। একটা পুরস্কার পেতে প্রত্যেকেরই ভালো লাগে কিন্তু সবার আগে আমি একজন শিক্ষক। শিক্ষক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সব থেকে যেটা বড় ব্যাপার আমার যে স্টুডেন্টরা আছে আমি তাদেরকে সব সময় আগলে রাখার চেষ্টা করেছি। তাদের ভবিষ্যতের পথ দেখাবার চেষ্টা করেছি। সেটা শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় জীবনের সর্ব ক্ষেত্রে তাদের মানোন্নয়নের চেষ্টা করেছি। আমি সর্বদাই চেষ্টা করেছি একদম হাত ধরে তাদেরকে টেনে তুলতে। আমার নিজের ছেলেমেয়েদের যেভাবে আমি ট্রিট করি, আমার স্কুলের ছেলেমেয়েদেরও আমি সেই একইভাবে ট্রিট করি।”

আরও পড়ুন- এই ৭ খাবার বাড়িয়ে দিচ্ছে আপনার বয়স! কমছে আয়ু…জেনে নিন কেন

বিদ্যালয়ের মধ্যে সবজি চাষ করা, পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্য শিবিরের আয়োজন, ডিজিটাল লাইব্রেরির ব্যবস্থা, সামার ভ্যাকেশন-এর আয়োজন সহ আরও বিভিন্ন ধরনের কাজ করেছেন বিনায়ক বাবু। এছাড়াও জেলা এবং রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পড়ুয়াদের বিশেষ ভাবে তিনি সাহায্য করেছেন। বিনায়ক বাবুর এই সাহায্য বা নির্দেশনা পড়ুয়াদের সাফল্য এনে দিয়েছে একাধিকবার।

ব্যক্তিগত উদ্যোগে তিনি সচেতনতার প্রচারও করেছেন পড়ুয়াদের অভিভাবকদের সামনে। এককথায় বিনায়ক বাবু সবসময় তাঁর ছাত্র-ছাত্রীদের আগলে রাখার চেষ্টা করেন। লকডাউনের সময়ও তিনি পড়ুয়াদের জন্য বিভিন্ন কাজ করেছেন। শিক্ষারত্ন পেয়ে যথেষ্ট খুশি হয়েছেন বিনায়ক বাবু। তাঁর পরিবারের সদস্যরাও এহেন কর্মকাণ্ডের জন্য আনন্দিত। বিনায়ক বাবু জানিয়েছেন, আগামী দিনেও তিনি পড়ুয়াদের জন্য আরও বিভিন্ন ধরনের কাজ করবেন।

বনোয়ারীলাল চৌধুরী