রঙিন বিদ্যালয়

Bankura News: স্কুলে আসছিলনা ছাত্ররা, তাই যা করলেন শিক্ষক ও গ্রামবাসীরা….

বাঁকুড়া: বাঁকুড়া জেলার অন্তর্গত রাণীবাঁধ উত্তর চক্রের দেউলী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,এখানে মূলত আদিবাসী, কুর্মি,মাঝি সহ অনগ্রসর সম্প্রদায়ের বাস। বিদ্যালয়টিতে মোট 4 জন শিক্ষক শিক্ষিকা আছেন। বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা 97 জন। বিদ্যালয়টি 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে পাবলিক স্কুলে শিশুদের পড়ানোর। আজ পাবলিক স্কুলের চিতাকর্ষক ইনফ্রাস্ট্রাকচারে মোহিত গ্রাম থেকে শহর। ফলে গ্রামের দিকেও বিদ্যালয় গুলিতে ছাত্র ছাত্রীদের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে, সেই কথা মাথায় রেখে বিদ্যালয়টিকে বিভিন্ন চিত্র অংকনের মাধ্যমে বিদ্যালয়টিকে আকৃষ্ট কর করা হয়েছে।

ফলও হাতে নাতে পেয়েছেন শিক্ষকরা,এই বছর থেকেই পাবলিক স্কুলে যাওয়ার প্রবনতা যেমন কিছুটা কমেছে,ঠিক তেমনই পাশাপাশি বিদ্যালয় থেকেও এই স্কুলে এসে শিশুরা অ্যাডমিশন নিচ্ছে। বিগত কয়েক বছর ধরে ধাপে ধাপেই স্কুলকে রঙিন করার কাজ চালিয়ে যাওয়া হয়। শিক্ষক-শিক্ষিকা থেকে গ্রামবাসীরা সকলে মিলে আলোচনা করে, বিদ্যালয়টিকে রঙিন করে সাজিয়ে তোলার যে খরচ তা জোগাড় করা শুরু করেন। অনুদানের মাধ্যমে এবং গ্রামবাসী,শিক্ষক শিক্ষিকা সর্বোপরি ছাত্র ছাত্রীদের প্রচেষ্টায় নবরূপ ধারণ করেছে দেউলী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, রানীবাঁধ।

আরও পড়ুন :পরীক্ষার আগেও লুকিয়ে লুকিয়ে করত এই কাজ! উচ্চ মাধ্যমিকে পঞ্চম অঙ্কিতের অজানা গল্প জানলে চমকে উঠবেন

শিক্ষক আছে ছাত্র নেই। আবার ছাত্রছাত্রী রয়েছে কিন্তু শিক্ষকের সংখ্যা কম। এই সমস্যা লেগেই রয়েছে বিভিন্ন জায়গায়। তবে আকর্ষণীয় পাবলিক স্কুলের দিকে ঝুঁকছেন অভিভাবকরা। ফাঁকা পড়ে থাকছে সরকারি স্কুল।

আরও পড়ুন : হাজার হাজার টাকার ক্ষতির হাত থেকে মুক্তি! থাকবে না জলের সমস্যা, কী ভাবে জানেন

সেই কারণেই প্রত্যন্ত জঙ্গলমহলের, দেউলী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজের হাতে তুলে নিলেন সমস্যার সমাধানের নিদান। কার্যত কিছুটা সফল হয়েছেন তারা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এলাকার বাচ্চাদের আবারও স্কুলমুখী করা সম্ভব হয়েছে।

নীলাঞ্জন ব্যানার্জী