দেশকে টি-২০ বিশ্বকাপ জেতানোর আনন্দের পাশাপাশি ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সবথেকে বড় আক্ষেপ কি অবশেষে তা নিয়ে মুখ খুললেন তিনি। দ্রাবিড়ের কথা অবার করেছে অনেককেই।

Team India head coach: অনেক অনুরোধের পরেও ভারতের কোচ থাকতে চাননি রাহুল দ্রাবিড়, নেপথ্যে কোন কারণ?

২০২১ সালের নভেম্বর মাসে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বিসিসিআইয়ের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের এক দিনের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত। তার পরে চুক্তি বাড়িয়ে চলতি বছরের টি২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়।

টি২০ বিশ্বকাপের পরে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব কে নেবেন সেই খোঁজ শুরু করে দিয়েছে বিসিসিআই। প্রায় সাড়ে তিন বছরের চুক্তিতে নতুন কোচ নিয়োগ করবে বিসিসিআই। টি২০ বিশ্বকাপের পরেও রাহুল দ্রাবিড়কে কোচ থেকে যাওয়ার জন্য ভারতীয় দলের সিনিয়র খেলোয়ারদের তরফে একাধিক বার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি আর মেয়াদ বাড়াতে চাইছেন না। এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্রাবিড় এ বার পরিবারকে সময় দিতে চাইছেন, তাই ভারতীয় দলের কোচ থাকতে আর আগ্রহী নন।

দ্রাবিড়কে আর এক বছরের জন্য টেস্ট দলেরও কোচ থাকার কথা বলা হয়। কিন্তু তিনি তাতেও রাজি হননি। দ্রাবিড়ের কোচিংয়েই ২০২৩ সালে এশিয়া কাপ জেতে ভারত। এক দিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত, রানার্স-আপ হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে।

বিসিসিআই অবশ্য তিন ফর্ম্যাটেই এক জনকেই কোচ হিসাবে চাইছে। ভারতীয় দলের নতুন কোচ হওয়ার দৌড়ে ভারতীয় ছাড়াও একাধিক বিদেশি কোচের নাম রয়েছে, কে শেষ পর্যন্ত দায়িত্ব পান সেটাই দেখার।