খেলা, দেশ India vs New Zealand: “ব্যাটারদের দিন শেষ, ব্যাটসম্যানদের পুজো করার মানসিকতা বদলানো উচিত”, বিস্ফোরক কোচ গম্ভীর Gallery October 15, 2024 Bangla Digital Desk ক্রিকেট ক্রমশ যেন ব্যাটারদের নির্ভর হয়ে যাচ্ছে। বিশেষ করে এক দিনের ম্যাচ এবং টি২০ ক্রিকেটে ব্যাটারদের যেভাবে রমরমা দেখা যায়, তাতে বোলারদের ম্যাচ জেতানোর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। প্রতীকী ছবি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবার প্রথম টেস্টে নামার আগে সাংবাদিক সম্মেলনে বোলারদের পক্ষে সওয়াল করলেন ভারতের কোচ গম্ভীর। তিনি স্পষ্ট বলেন, “ব্যাটারদের দিন শেষ”। প্রতীকী ছবি। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বোলারদের কি পাশে দাঁড়ালেন গম্ভীর? না কি ব্যাটারদের বার্তা দিলেন? প্রতীকী ছবি। সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, “যুগ বদলেছে। এই যুগটা বোলারদের, ব্যাটাররা শুধু ম্যাচ তৈরি করতে পারে। আমাদের ব্যাটসম্যান নির্ভর মানসিকতা বদলানো উচিত। কোনও ব্যাটার ১০০০ রান করলেও জেতার গ্যারান্টি দিতে পারেন না, কিন্তু কোনও বোলার ২০টা উইকেট নিলে টেস্ট জেতার ৯৯ শতাংশ সম্ভাবনা থাকে”। প্রতীকী ছবি। গম্ভীর আরও বলেন, “টেস্ট ম্যাচের ক্ষেত্রে বোলাররা ম্যাচ এবং টুর্নামেন্ট জেতাতে পারে। এখন আমরা ব্যাটারদের থেকে বোলারদের নিয়ে বেশি আলোচনা করি”। প্রতীকী ছবি। অর্থাৎ ভারত যে ম্যাচ জিততে শুধু ব্যাটারদের উপর নয়, বোলারদেরও সমান গুরুত্ব দেবে এই বিষয়টা স্পষ্ট গম্ভীরের কথাতেই। টি২০ ক্রিকেটে যেভাবে ব্যাটারদের রমরমা তার মধ্যে গম্ভীরের এই বার্তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। প্রতীকী ছবি।