Jeans: জিন্সের চেন খুললেই অ্যালার্ট! সঙ্গীর ফোনে পৌঁছবে নোটিফিকেশন, প্রযুক্তির উন্নতিতে তোলপাড়

*সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু স্মার্ট হয়ে যাচ্ছে। স্মার্ট ফোন, ট্যাব এই সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে এ বার স্মার্ট হবে জামা কাপড়ও। সম্প্রতি গাই ডুপঁ নামে এক ব্যক্তি এমন একটি স্মার্ট প্যান্টের ভিডিও শেয়ার করেছেন যা দেখে হইচই পড়ে গেছে সারা বিশ্ব জুড়ে। সংগৃহীত ছবি। 
*সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু স্মার্ট হয়ে যাচ্ছে। স্মার্ট ফোন, ট্যাব এই সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে এ বার স্মার্ট হবে জামা কাপড়ও। সম্প্রতি গাই ডুপঁ নামে এক ব্যক্তি এমন একটি স্মার্ট প্যান্টের ভিডিও শেয়ার করেছেন যা দেখে হইচই পড়ে গেছে সারা বিশ্ব জুড়ে। সংগৃহীত ছবি।
*স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, স্মার্ট চশমার ব্যাপক সাফল্যের পর এ বারে বাজারে এসেছে স্মার্ট প্যান্ট। এটি এমন এক ধরনের প্যান্ট যা পরার পর সিস্টেম জেনারেটেড টেকনোলজিতে প্যান্টের বোতাম বা জিপ বন্ধ করার বার্তা আসবে। কোনও ব্যক্তির আচরণ, অভ্যেস সব কিছু স্মার্ট প্যান্টে আপডেটেড করা থাকবে। সংগৃহীত ছবি। 
*স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, স্মার্ট চশমার ব্যাপক সাফল্যের পর এ বারে বাজারে এসেছে স্মার্ট প্যান্ট। এটি এমন এক ধরনের প্যান্ট যা পরার পর সিস্টেম জেনারেটেড টেকনোলজিতে প্যান্টের বোতাম বা জিপ বন্ধ করার বার্তা আসবে। কোনও ব্যক্তির আচরণ, অভ্যেস সব কিছু স্মার্ট প্যান্টে আপডেটেড করা থাকবে। সংগৃহীত ছবি।
*গাই ডুপঁ নামের এক ব্যক্তির ট্যুইটার অ্যাকাউন্টে এই অদ্ভুত প্যান্টের কথা সর্বপ্রথম প্রকাশ্যে আসে। একই নামে একটি ইউটিউব অ্যাকাউন্টও রয়েছে, যার ফলোয়ারের সংখ্যা প্রচুর। গাই ডুপঁ পেশায় ডেভেলপার। তাঁর প্রধান কাজ সহজ-সাধারণ টেকনোলজির সহায়তায় জীবনকে আরও সহজ করে তোলা। সংগৃহীত ছবি। 
*গাই ডুপঁ নামের এক ব্যক্তির ট্যুইটার অ্যাকাউন্টে এই অদ্ভুত প্যান্টের কথা সর্বপ্রথম প্রকাশ্যে আসে। একই নামে একটি ইউটিউব অ্যাকাউন্টও রয়েছে, যার ফলোয়ারের সংখ্যা প্রচুর। গাই ডুপঁ পেশায় ডেভেলপার। তাঁর প্রধান কাজ সহজ-সাধারণ টেকনোলজির সহায়তায় জীবনকে আরও সহজ করে তোলা। সংগৃহীত ছবি।
*কীভাবে এই স্মার্ট প্যান্টের কথা তার মাথায় এল জিজ্ঞেস করতে তিনি জানান, তাঁর এক বন্ধু তাঁকে একবার এমন একটি স্মার্ট টেক ডেভেলপের কথা বলেছিল যা প্যান্টের জিপ বা বোতাম আটকানোর মতো ছোট ছোট বিষয়ে সতর্ক করবে। এমনকি এই ডিভাইস কেউ সতর্কতার জন্য সঙ্গীর ফোনেও ইনস্টল করে নিতে পারেন, অনেকেই এমনও বলছেন মজা করে।   সংগৃহীত ছবি। 
*কীভাবে এই স্মার্ট প্যান্টের কথা তার মাথায় এল জিজ্ঞেস করতে তিনি জানান, তাঁর এক বন্ধু তাঁকে একবার এমন একটি স্মার্ট টেক ডেভেলপের কথা বলেছিল যা প্যান্টের জিপ বা বোতাম আটকানোর মতো ছোট ছোট বিষয়ে সতর্ক করবে। এমনকি এই ডিভাইস কেউ সতর্কতার জন্য সঙ্গীর ফোনেও ইনস্টল করে নিতে পারেন, অনেকেই এমনও বলছেন মজা করে।   সংগৃহীত ছবি।
*অনেক সময়েই এই ধরনের ঘটনার সম্মুখীন হন অনেকে। বিব্রত হয়ে পড়েন সকলের সামনে। ফলে এমন একটি ডিভাইস সাধারণ মানুষের মধ্যে প্রচলিত হলে তা আখেরে লাভজনক তো বটেই। গাই ডুপঁ সম্প্রতি এমন একটি ডিভাইস তৈরি করেছেন বলে দাবি জানিয়েছেন। সংগৃহীত ছবি। 
*অনেক সময়েই এই ধরনের ঘটনার সম্মুখীন হন অনেকে। বিব্রত হয়ে পড়েন সকলের সামনে। ফলে এমন একটি ডিভাইস সাধারণ মানুষের মধ্যে প্রচলিত হলে তা আখেরে লাভজনক তো বটেই। গাই ডুপঁ সম্প্রতি এমন একটি ডিভাইস তৈরি করেছেন বলে দাবি জানিয়েছেন। সংগৃহীত ছবি।
*তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, প্যান্টের জিপ বা চেন খোলার সঙ্গে সঙ্গেই তাঁর ফোনে একটি অ্যালার্ট মেসেজ চলে আসছে। এরপরে অন্য এক ট্যুইটে গাই ডুপঁ জানান, তিনি তাঁর জিন্সের সঙ্গে একটি সেন্সর লাগিয়ে রেখেছেন। সেন্সরে থাকা চিপ মোবাইলের মাধ্যমে তাঁর কাছে নোটিফিকেশন পাঠাচ্ছে। সংগৃহীত ছবি।
*তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, প্যান্টের জিপ বা চেন খোলার সঙ্গে সঙ্গেই তাঁর ফোনে একটি অ্যালার্ট মেসেজ চলে আসছে। এরপরে অন্য এক ট্যুইটে গাই ডুপঁ জানান, তিনি তাঁর জিন্সের সঙ্গে একটি সেন্সর লাগিয়ে রেখেছেন। সেন্সরে থাকা চিপ মোবাইলের মাধ্যমে তাঁর কাছে নোটিফিকেশন পাঠাচ্ছে। সংগৃহীত ছবি।
*ট্যুইটারে গাই ডুপঁর এই টেকনোলজির চাহিদা দিন দিন বাড়ছে। কেউ কেউ তাঁকে অফারও করেছেন যে তিনি যদি এটির একটি প্রোটোটাইপ তৈরি করেন প্রায় ২০ ডলারে ওই ব্যক্তি তা কিনতে পারেন। সংগৃহীত ছবি। 
*ট্যুইটারে গাই ডুপঁর এই টেকনোলজির চাহিদা দিন দিন বাড়ছে। কেউ কেউ তাঁকে অফারও করেছেন যে তিনি যদি এটির একটি প্রোটোটাইপ তৈরি করেন প্রায় ২০ ডলারে ওই ব্যক্তি তা কিনতে পারেন। সংগৃহীত ছবি।
*তবে এই স্মার্ট প্যান্টের নানা সমস্যাও রয়েছে। সাধারণের তুলনায় এই প্যান্টের দাম অনেকটাই বেশি হবে। তাছাড়া প্রতিদিনের ব্যবহারে প্যান্ট নোংরা হলেও সেন্সর ও চিপের কারণে প্যান্ট পরিষ্কার করা খুবই সমস্যাজনক হবে। সংগৃহীত ছবি। 
*তবে এই স্মার্ট প্যান্টের নানা সমস্যাও রয়েছে। সাধারণের তুলনায় এই প্যান্টের দাম অনেকটাই বেশি হবে। তাছাড়া প্রতিদিনের ব্যবহারে প্যান্ট নোংরা হলেও সেন্সর ও চিপের কারণে প্যান্ট পরিষ্কার করা খুবই সমস্যাজনক হবে। সংগৃহীত ছবি।
*এই প্যান্টটিকেও চার্জ করতে হবে, কারণ এতে যে ডিভাইসটি ইনস্টল করা হয়েছে তা কেবল ব্যাটারি থেকেই কাজ করবে। এখন এই নতুন ডিভাইস বাজারে আসে কি না সেটাই দেখার বিষয়! সংগৃহীত ছবি।
*এই প্যান্টটিকেও চার্জ করতে হবে, কারণ এতে যে ডিভাইসটি ইনস্টল করা হয়েছে তা কেবল ব্যাটারি থেকেই কাজ করবে। এখন এই নতুন ডিভাইস বাজারে আসে কি না সেটাই দেখার বিষয়! সংগৃহীত ছবি।