উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: ফের কিশোরীকে হেনস্থার অভিযোগ। এবার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোরীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাবও দেওয়া হত বলে অভিযোগ।
পুলিশের কাছে অভিযোগ জানাতেই, কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে পড়শি যুবককে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিঠুন হালদার (২৮)। শনিবার তাকে বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন: কালীপুজোতে ঝড়বৃষ্টি? দানার প্রভাব কাটতেই আবহাওয়ার বিরাট আপডেট আলিপুরের
কিশোরীর পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মিঠুন পাড়ার এক কিশোরীকে প্রায়ই উত্যক্ত করত। বিভিন্ন সময় কু-প্রস্তাবও দিত বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায়ও তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। আর তাতে কিশোরী রাজি না হওয়ায় শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ করা হয়েছে।
পুরো বিষয়টি কিশোরী নিজের পরিবারকে জানায়। এরপর শুক্রবার সকালে পরিবারের তরফে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মিঠুনকে গ্রেফতার করে। শনিবার তাকে বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও অভিযুক্তের দাবি, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।