Tag Archives: Molestation Case

Molestation Case: পোষ্য বিড়ালকে মেরে ফেলার প্রতিবাদ করায় তরুণীর শ্লীলতাহানি! রায়গঞ্জে উত্তেজনা

উত্তর দিনাজপুর: কেন পোষ্য বিড়ালকে মেরে ফেলা হয়েছে জানতে চাওয়ায় তরুণী শ্লীলতাহানি‍! চঞ্চল্যকর অভিযোগটি রায়গঞ্জের। প্রতিবেশীর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ এনেছেন ওই তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জে।

জানা গিয়েছে, এক পোষ্য বিড়ালকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করায় ওই তরুণীকে সেই প্রতিবেশী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: সুন্দরবনের জঙ্গলের ধারে বসবাস, চাপা আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর

স্থানীয়রা জানিয়েছেন, ওই তরুণী বিড়াল পুষতেন। সেটি মাঝেমধ্যেই প্রতিবেশীদের বাড়িতে চলে যেত। সম্প্রতি প্রতিবেশীদের বাড়িতে গেলে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে তাকে মেরে ফেলা হয় বলে অভিযোগ। এই নিয়ে ওই তরুণী প্রতিবেশীর বাড়িতে গিয়ে কেন এমন করা হয়েছে তা জিজ্ঞেস করলে, ওই প্রতিবেশীর নাবালক পুত্র সবটা বলে ফেলে। এটা তার বাবা করেছে বলেই সে জানায়। বিষয়টি নিয়ে ওই তরুণী সরব হলে ওই ব্যক্তি তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ‌ও উঠেছে। অভিযোগ পেয়ে পুলিশ এসে বিড়ালের দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ পশু হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। বিড়ালটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ পশু হাসপাতালে পাঠানো হয়েছে।

পিয়া গুপ্তা

Molestation at Five Star Hotel: ছিঃ! একদিকে চলছে প্রতিবাদ, অন‍্যদিকে ফের পাঁচতারা হোটেলে শ্লীতাহানির শিকার গায়িকা

কলকাতাঃ বাইপাসে ধারে বিলাস বহুল হোটেলে ভিতর শ্লীলতাহানির ঘটনা। গতকাল রাতে খাত্যনামা এক সংগীত শিল্পী দম্পতি এই পাঁচতারা হোটেলে গিয়েছিলেন ৬ জনকে নিয়ে জন্মদিন উদযাপন করতে।

আরও পড়ুনঃ  মেডিক্যাল কলেজগুলির সুরক্ষায় ৪০ কোটি টাকা বরাদ্দ, সিসিটিভি লাগাতে স্বাস্থ্যভবনের উদ্যোগ

সেই হোটেলের ভিতরে প্রাইভেটলি গানবাজনা আসর বসে। সেই সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। গানবাজনা আসর চলাকালীন এক ব্যক্তি উত্তক্ত করেন ওখানে উপস্থিত এক গায়িকাকে। আচমকা অভিযোগকারিনির সঙ্গে থাকা অন‍্য এক তরুনীর কাছে এসে নাচ করতে শুরু করে ওই ব্যক্তি। এরপর তরুণী-সহ ৬ জন সরে যায়। কিছুক্ষণ পর আবার ওই ব্যক্তি নাচার জন্য প্রস্তাব দেয় অভিযোগকারিনীর এক বন্ধুকে।এরপর অভিযোগকারিনী প্রতিবাদ করলে হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ভাঙবে সব রেকর্ড! ধেয়ে আসছে ঘাতক ‘লা নিনা’! তছনছ হবে গোটা দেশ? জানুন আপডেট

এমনকী হুমকি দেয় অভিযোগকারিনীকে। হোটেল কর্তৃপক্ষকে বলা হলে, ওই অভিযুক্তকে বিল নিয়ে বের করে দেওয়া হয়। এরপর পুলিশকে জানানো হয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে। কিছুক্ষণের মধ্যে ২ জন গ্রেফতার করা হয়। ধৃত অরুন কুমার এবং তার সাহযোগী। তদন্ত করছে প্রগতি ময়দান থানার পুলিশ।

Students Molested: ছিঃ! গভীর রাতে ছাত্রীদের ফোনে…ভয়ঙ্কর অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে

কোচবিহার: আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে চলছেই প্রতিনিয়ত। মেয়েদের সুরক্ষা ও অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবুও এখনও এই ধরনের বহু ঘটনা চাপা পড়ে রয়েছে। কিছু ঘটনা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

সেই ঘটনার দোষীরা শাস্তিও পাচ্ছে। তবুও যেন এই ধরনের বহু ঘটনা আজও হয়েই চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোচবিহারের রাজারহাট এলাকায় এক স্কুলে বৃহস্পতিবার এমনই ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুল চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

আরও পড়ুন: টেটের প্রশ্ন ভুল-উত্তরও ভুল! বিতর্ক এড়াতে এবার ‘বিশেষ ১২’-র ভাবনা প্রাথমিক শিক্ষা পর্ষদের

ঘটনার বিষয়ে এলাকার স্থানীয় দুই বাসিন্দা জাহাঙ্গীর খান ও মানু কর্মকার জানান, “এলাকার স্থানীয় এক ব্যক্তি অনুতোষ রায় ওরফে দানু। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। একটা সময় তিনি ভারতীয় সেনার সুবেদার পদেও নিযুক্ত ছিলেন। তবে বর্তমান সময়ে তিনি স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন।’ তাঁর বিরুদ্ধে অভিযোগ, ‘তিনি দীর্ঘ সময় ধরে কুরুচিকর এসএমএস করেন এবং অশ্লীল ছবি ও ভিডিও পাঠান স্কুল পড়ুয়া একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের।’

আরও পড়ুন: নেমপ্লেট আছে, মানুষটাই আর নেই! খাঁখাঁ করছে সোদপুরের চেম্বার, হাওয়ায় শুধু ভাসছে ‘উই ওয়ান্ট জাস্টিস’!

এই বিষয়টি স্কুল ছাত্রীরা বৃহস্পতিবার স্কুলের সহ-শিক্ষককে জানায়। মোট ৩১ জন পড়ুয়া ছাত্রী এই অভিযোগ করেন স্কুলের শিক্ষকদের কাছে। তারপরেই ধীরে ধীরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ ও স্কুলের পড়ুয়ারা। স্কুলের সহ-শিক্ষক নিখিল বর্মন জানান, “বৃহস্পতিবার আরজি কর ঘটনার প্রতিবাদে প্রতিবাদে মিছিল হওয়ার কথা ছিল স্কুলে। সেই সময় ওই ব্যক্তির সম্পর্কে ছাত্রীরা অভিযোগ জানায়। প্রথমে একজন এই বিষয়ে অভিযোগ করে। পরবর্তী সময়ে মোট ৩১ জন ছাত্রী এই বিষয়ে তাঁদের কাছে অভিযোগ জানায়।’

এরপর স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি ডিআই অফিসে জানান এবং পুন্ডিবাড়ি থানায় খবর পাঠান। কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান,  “ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত অভিযুক্ত অনুতোষ রায়কে গ্রেফতার করা হয়েছে।” তবে এত প্রতিবাদের মাঝেও যেন মহিলাদের ও মেয়েদের সুরক্ষা নিয়ে কোথাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ঘটনাগুলো আদতে সম্পূর্ণ বন্ধ হবে কবে এই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

Sarthak Pandit

Students Physically Assaulted: ‘অডিটোরিয়ামে ডেকে এক এক করে ছাত্রীদের গায়ে হাত দিত’! গ্রেফতার প্রধান শিক্ষক-সহ ১১

কৃষ্ণগিরি: স্কুলে ভুয়ো এনসিসি ক্যাম্পের আয়োজন করে ছাত্রীদের যৌন হেনস্থার মারাত্মক অভিযোগ। ১৩ জন ছাত্রীকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

ইতিমধ্যে প্রশিক্ষণ শিবিরের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, একই স্কুলের আরও দুই শিক্ষক এবং এক সাংবাদিক-সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুল নিজেদের এনসিসি টিমকে সঙ্গে নিয়ে যায়নি। বদলে অন্য একটি দল গিয়ে এই এনসিসি ক্যাম্পটির আয়োজন করে। সেখানে স্কুলের ৪১ জন পড়ুয়া যায়। তাঁদের মধ্যে ১৭ জন ছাত্রী ছিল।

আরও পড়ুন: ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর! সংক্রমণ ঠেকাতে কী করবেন? রইল ‘এক’ চামচের টিপস, জানুন

তিনদিনের এই এনসিসি ক্যাম্পটি সদ্য শুরু হয়েছিল। ছাত্রীদের জন্য স্কুলের একতলায় থাকার ব্যবস্থা করা হয়। অন্যদিকে, নিচের তলায় থাকার ব্যবস্থা ছিল ছাত্রদের। ক্যাম্পে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। ছাত্রীদের অভিযোগ, প্রশিক্ষণের নামে তাদের আলাদা ভাবে অডিটোরিয়ামে ডাকা হত এবং যৌন হেনস্থা করা হত।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি স্কুলের বার্ষিক ফি ১১১৬৪৩৮৫ টাকা! কোথায় এই স্কুল? কারা পড়ে? শুনলে চোখ কপালে উঠবে

এক ছাত্রীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। স্কুলে ফিরে কর্তৃপক্ষকে জানালে, তারা এই বিষয়ে পুলিশকে খবর তো দেননি, বরং পড়ুয়াদের এই বিষয়টি গুরুত্ব না দিতেই বলেন। এক পড়ুয়া তাঁর মা-বাবাকে জানালে, তারাই পুলিশে অভিযোগ জানান। এরপরই তদন্তে নেমে ভুয়ো এনসিসি ক্যাম্পের হদিস পায়। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।