দিঘার সমুদ্রে এখনও সেভাবে ইলিশের দেখা নেই৷ কিন্তু মরশুমে প্রথমবার দিঘায় উঠল তেলিয়া ভোলা মাছ৷ যার দাম উঠল ২ লক্ষ টাকার বেশি!

Digha news: ইলিশের দেখা নেই! দিঘায় মৎস্যজীবীদের জালে উঠল এমন একটি মাছ, বিক্রি হল লক্ষ লক্ষ টাকায়

দিঘার সমুদ্রে এখনও সেভাবে ইলিশের দেখা নেই৷ কিন্তু মরশুমে প্রথমবার দিঘায় উঠল তেলিয়া ভোলা মাছ৷ যার দাম উঠল ২ লক্ষ টাকার বেশি!
দিঘার সমুদ্রে এখনও সেভাবে ইলিশের দেখা নেই৷ কিন্তু মরশুমে প্রথমবার দিঘায় উঠল তেলিয়া ভোলা মাছ৷ যার দাম উঠল ২ লক্ষ টাকার বেশি!তথ্য ও ছবি- পঙ্কজ দাশরথী৷ 
মঙ্গলবার এই মরশুমে প্রথমবার দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে একটি এই মরশুমে প্রথমবার একটি বিশাল সাইজের তেলিয়া ভোলা মাছ৷
মঙ্গলবার এই মরশুমে প্রথমবার দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে একটি এই মরশুমে প্রথমবার একটি বিশাল সাইজের তেলিয়া ভোলা মাছ৷
দিঘার পাইকারি মাছের বাজারে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৮ কেজি৷ মাছটির কেজি প্রতি দাম ওঠে ১২ হাজার টাকা৷ সেই হিসেবে প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি হয় মাছটি৷
দিঘার পাইকারি মাছের বাজারে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৮ কেজি৷ মাছটির কেজি প্রতি দাম ওঠে ১২ হাজার টাকা৷ সেই হিসেবে প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি হয় মাছটি৷
গভীর সমুদ্রেই পাওয়া যায় এই মাছ। দিঘা মোহনার মৎস নিলাম কেন্দ্রে মাছটি পৌঁছনোর পর বিশালাকার মাছটি দেখতে রীতিমতো হিড়িক পড়ে যায়।
গভীর সমুদ্রেই পাওয়া যায় এই মাছ। দিঘা মোহনার মৎস নিলাম কেন্দ্রে মাছটি পৌঁছনোর পর বিশালাকার মাছটি দেখতে রীতিমতো হিড়িক পড়ে যায়।
মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এ ছাড়াও এই মাছ  বিদেশেও রফতানি হয়।
মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এ ছাড়াও এই মাছ বিদেশেও রফতানি হয়।
মরশুমের প্রথম এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা। তেলিয়া ভোলা মাছ দেখতে ভিড় জমান পর্যটকরাও।
মরশুমের প্রথম এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা। তেলিয়া ভোলা মাছ দেখতে ভিড় জমান পর্যটকরাও।