আড়গোড়ী এলাকার জল‌যন্ত্রনা

Water Logged: জল মুক্ত এলাকার আশ্বাস পেতেই হাসি ফুটল আন্দুলবাসীর মুখে

হাওড়া: জল মুক্ত হবে এলাকা, এই আশ্বাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আন্দুলের মানুষ। দীর্ঘদিন ধরে জমা জলের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে আন্দুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়গোড়ি এলাকার কয়েক হাজার বাসিন্দা কে। বছরের অধিকাংশ সময় এলাকা জলমগ্ন থাকে। বর্ষার সময় বিভিন্ন এলাকার জল এসে জলস্তর বৃদ্ধি পেয়ে সমস্যা আরও প্রকট করে তোলে। অবশেষে এই যন্ত্রণা দূর করার আশ্বাস দেওয়া হয়েছে।

বর্ষায় এই বাংলার বহু মানুষের বাসস্থান জলের তলায় চলে যায়। পোকা-মাকড়, সাপের উপদ্রব বাড়ে। রাস্তাঘাটে জল জমলে অসুস্থদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া চরম সমস্যার হয়ে দাঁড়ায়। আন্দুলের এই এলাকায় জল জমে থাকার ফলে কোনও চিকিৎসক পর্যন্ত আসতে চান না। জমা জলের প্রভাব পড়ছে স্থানীয় ছেলেমেয়েদের পড়াশোনার উপরেও। জল জমে ব্যাহত হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন-পাঠন।

আর‌ও পড়ুন: অম্বুবাচীতে আমের দাম আকাশ ছোঁয়া, সামান্য কিনে নিয়ম রক্ষা ক্রেতাদের

অন্য দিকে জ্বর-জ্বালার মত সমস্যা ক্রমশই বাড়ছিল। এই সমস্যার সূত্রপাত প্রায় ১২-১৪ বছর আগে। ২০২১ সাল থেকে সমস্যা সমাধানে এলাকার বাসিন্দারা একজোট হয়ে স্থানীয় পঞ্চায়েত সহ বিভিন্ন দফতরের দ্বারস্থ হন সমস্যা সমাধানের জন্য।স্থানীয়দের অভিযোগ, নিচু জলাভূমি ভরাট করে একের পর এক কারখানা তৈরি হচ্ছে এই এলাকায়। অন্যদিকে বড় বড় বিল্ডিং থেকে অবৈধভাবে প্রচুর পরিমাণে জল মিশছে ড্রেনে। তার জন্যই এলাকার নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা।

আগামী ১৫ দিনের মধ্যে ড্রেনে যুক্ত অবৈধ পাইপ লাইন বন্ধ হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমৃত বসুর পক্ষ থেকে। এলাকায় সুষ্ট নিকাশি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এই প্রতিশ্রুতি পেয়েই খুশি স্থানীয়রা।

রাকেশ মাইতি