Tag Archives: Tamil Nadu

Students Physically Assaulted: ‘অডিটোরিয়ামে ডেকে এক এক করে ছাত্রীদের গায়ে হাত দিত’! গ্রেফতার প্রধান শিক্ষক-সহ ১১

কৃষ্ণগিরি: স্কুলে ভুয়ো এনসিসি ক্যাম্পের আয়োজন করে ছাত্রীদের যৌন হেনস্থার মারাত্মক অভিযোগ। ১৩ জন ছাত্রীকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

ইতিমধ্যে প্রশিক্ষণ শিবিরের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, একই স্কুলের আরও দুই শিক্ষক এবং এক সাংবাদিক-সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুল নিজেদের এনসিসি টিমকে সঙ্গে নিয়ে যায়নি। বদলে অন্য একটি দল গিয়ে এই এনসিসি ক্যাম্পটির আয়োজন করে। সেখানে স্কুলের ৪১ জন পড়ুয়া যায়। তাঁদের মধ্যে ১৭ জন ছাত্রী ছিল।

আরও পড়ুন: ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর! সংক্রমণ ঠেকাতে কী করবেন? রইল ‘এক’ চামচের টিপস, জানুন

তিনদিনের এই এনসিসি ক্যাম্পটি সদ্য শুরু হয়েছিল। ছাত্রীদের জন্য স্কুলের একতলায় থাকার ব্যবস্থা করা হয়। অন্যদিকে, নিচের তলায় থাকার ব্যবস্থা ছিল ছাত্রদের। ক্যাম্পে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। ছাত্রীদের অভিযোগ, প্রশিক্ষণের নামে তাদের আলাদা ভাবে অডিটোরিয়ামে ডাকা হত এবং যৌন হেনস্থা করা হত।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি স্কুলের বার্ষিক ফি ১১১৬৪৩৮৫ টাকা! কোথায় এই স্কুল? কারা পড়ে? শুনলে চোখ কপালে উঠবে

এক ছাত্রীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। স্কুলে ফিরে কর্তৃপক্ষকে জানালে, তারা এই বিষয়ে পুলিশকে খবর তো দেননি, বরং পড়ুয়াদের এই বিষয়টি গুরুত্ব না দিতেই বলেন। এক পড়ুয়া তাঁর মা-বাবাকে জানালে, তারাই পুলিশে অভিযোগ জানান। এরপরই তদন্তে নেমে ভুয়ো এনসিসি ক্যাম্পের হদিস পায়। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

Thief left a note: চুরির পর চোর রেখে গেল একখানা ভয়ঙ্কর নোট, কী লেখা ছিল তাতে!

তামিলনাড়ু:  এক উদ্ভট চুরির ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে৷ চোর কেবল নগদ টাকা পয়সা ও মূল্যবান সামগ্রি-ই চুরি করেননি, তার সঙ্গে এক মাসের মধ্যে চুরি হওয়া জিনিসগুলি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটা  নোটও রেখে গিয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু রাজ্যের মেগনানাপুরমের সাথানকুলাম রোডে৷ বাড়িটি ছিল একজন অবসরপ্রাপ্ত শিক্ষক চিথিরাই সেলভিন এবং তার স্ত্রীর।

১৭ জুন এই দম্পতি চেন্নাইতে তাঁদের ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাঁরা নিয়মিত ঘর পরিষ্কার করার জন্য একজন গৃহকর্মী নিয়োগ করেছিল। ২৬শে জুন সন্ধেতে তিনি যখন আসেন, দরজা খোলা দেখে খানিক হকচকিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: কেকেআরের মিটিংয়ে আসা বন্ধ করলেন জুহি চাওলা, মুখ খুললেন অভিনেত্রী

তদন্তের পরে, জানা যায়, নগদ প্রায় ৬০,০০০ টাকা, দু’জোড়া সোনার কানের দুল এবং রুপোর নুপুর চুরি গিয়েছে। আর পাওয়া গিয়েছে ক্ষমা চাওয়ার নোটটি। যেখানে চুরি করার জন্য চোর ক্ষমা পার্থনা করা হয়েছে৷ নোট থেকে জানা যায় নিকট আত্মীয়ের চিকিত্সার জন্যই এই চৌর্য বৃত্তি৷ শুধু এখানেই শেষ নয়৷ এক মাসের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন চোরবাবাজি। একটি খামের উপর সবুজ কালি দিয়ে তামিল ভাষায় নোটটিতে লেখা ছিল: “আমাকে ক্ষমা করুন। আমি এক মাসের মধ্যে সব ফেরত দেব। আমার বাড়িতে কেউ অসুস্থ।” মেগনানাপুরম পুলিশথানা ঘটনার বিষয়ে একটি মামলা নথিভুক্ত করার পর তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: রুটি না ভাত! বলুন তো, আগে কী এসেছে? কোনটা খাওয়ার চল বেশি? ৯০% মানুষই সঠিক উত্তরটা জানেন না, আপনি কি জানেন?

এই প্রসঙ্গে চিনের সাংহাইতেও একটি ঘটনার কথা মনে পড়ে যায়? সেখানেও একই রকম একটা একটা ঘটনা ঘটেছিল৷ সেখানেও চোর অফিসে ঢুকে একটা ঘড়ি এবং ল্যাপটপ চুরি করে৷ তারপর এক মজার নোট লিখে রেখে যায়, যেখানে অফিসে নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং নিরাপত্তাকে আপগ্রেড করার পরামর্শ দেওয়া হয়েছিল।

নোটে আরও জানা যায়, চোর মশাই মোবাইল ফোন, ল্যাপটপগুলি প্রভৃতি ডিজিটাল ডিভাইসগুলির নিয়ে যায়নি৷ তার কারণও ব্যাখ্যা করেছে চোরটি৷ এগুলোর প্রকৃত মালিক যিনি তাঁর ব্যবসার ক্ষতি এড়াতেই শেষ অবধি কোনও ধরনের ইলেকট্রিক ডিভাইস চুরি থেকে বিরত ছিল চোরটি৷ যদিও পুলিশি তদন্তের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সেই চোরকে গ্রেফতার করা সম্ভব হয়েছিল৷

Thalapathy Vijay: ভয়ঙ্কর কাণ্ড! বিজয়ের জন্মদিন পালন করতে গিয়ে চরম পরিণতি, ভক্তের সঙ্গে যা ঘটল…!

চেন্নাই: থালাপতি বিজয়ের ভক্তের সংখ্যা দেশ জুড়ে নেহাতই কম নয়। গতকাল দক্ষিণী সুপারস্টারের জন্মদিনে ফের উন্মাদনা প্রকাশ পেয়েছে। তাঁর অনুরাগীরা নায়কের জন্মদিন পালন করেছেন নানাভাবে। এরই মধ্যে ঘটে গেল এক দুর্ভাগ্যজনক ঘটনা।

থালাপতির জন্মদিন উপলক্ষে ভক্তরা ইসিআর সারাভানান (বিজয়ের ফ্যান ক্লাব ইসিআর চেন্নাইয়ের প্রধান) ভক্তদের জন্য একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। সেখানেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। এক যুবক কেরোসিন ব্যবহার করে একটি স্টান্ট করার সময় নিজের হাতে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন: আজ ১৫০ কোটি, কিন্তু ১৯৯৮ সালে কুছ কুছ হোতা হ্যায়-তে অভিনয়ের জন্য শাহরুখ খান কত টাকা পেয়েছিলেন জানেন?

ইভেন্টের লোকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে প্রাণে বেঁচে যান সেই যুবক। হাতের আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। তাই অল্পের উপর দিয়ে রক্ষা পাওয়া গিয়েছে। এই ঘটনার পরে ফের প্রশ্ন জাগছে, থালাপতির অতি উৎসাহী ভক্তদের কাণ্ড নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

১৯৭৪ সালের ২২ জুন জন্ম জোসেফ বিজয় চন্দ্রশেখরের। এখন শুধু বিজয় বা থালাপতি বিজয় নামে পরিচিত তিনি। অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। নায়ককে ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ ছবিতে দেখা যাবে খুব তাড়াতাড়ি।

বিরাট ভক্তের হাতে খুন রোহিত অনুরাগী, নেট দুনিয়ায় কোহলিকে গ্রেফতারের দাবি

বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্য়ে সম্পর্কের ফাটল নিয়ে নানা সময়ে নানা জল্পনা তৈরি হয়েছে। ভারতীয় দলের অধিনায়কত্বের হাতবদলের সময়ও বিরাট-রোহিত দ্বন্দ্ব নিয়ে কম জলঘোলা হয়নি। দুজনের মধ্য়ে কে ভাল ক্রিকেটার তা নিয়েও দুই তারকার ভক্তদের মধ্য়ে তর্ক-বিতর্কের অন্ত নেই। তবে সেই লড়াই যে প্রাণহানি ঘটাতে পারে তা ভাবতেও পারেননি কেউ।

কিন্তু সেই অপ্রত্য়াশিত ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলির ভক্তের বিরুদ্ধে রোহিত শর্মার ভক্তকে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাল্লুর এলাকায়। মৃত রোহিত শর্মার ভক্তের নাম পি ভিগনেশ। আর খুনে অভিযুক্ত কোহলি ভক্ত হলেন ধর্মরাজ। কে ভালো ক্রিকেটার, বিশ্বকাপে কে বেশি ভালো খেলবেন এই নিয়েই তর্ক-বচসা থেকে খুন। ধর্মরাজকে গ্রেফতার করে তদন্তে শুরু করেছে পুলিস। ঘটনায় নেট দুনিয়ায় উঠেছে কোহলিকে গ্রেফতারের দাবি।

পুলিসের তরফে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে মাল্লুরে সিডকো ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি নির্জন জায়গায় মদ্য়পানের আসরে ক্রিকেট নিয়ে আলোচনা করছিলেন ভিগনেশ ও ধর্মরাজ। সেই সময় কোহলি ও রোহিত নিয়ে আলোচনা শুরু হয় দুজনের মধ্য়ে। আইপিএলে রোহিতের সাফল্য় থেকো কোহিলর ব্য়র্থতা, টি-২০ বিশ্বকাপে দুই ক্রিকেটারের মধ্য়ে কে ভালো খেলবেন তা নিয়ে আলোচনা চলতে থাকে।

নেশাগ্রস্ত হওয়ায় সেই আলোচনা মুহূর্চে বদলে যায় তর্কা-তর্কি থেকে বচসায়। এছাড়া ধর্মরাজের কথা বলায় একটু সমস্য়া রয়েছে। তা নিয়ে মজা ওড়ান ভিগনেশ। সেই সময়ই রাগ না সামলাতে পেরে বোতল ও ক্রিকেট ব্যাট নিয়ে ধর্মরাজ ভিগনেশের উপর চড়াও হয়। একের পর এখ প্রহারেই মৃত্য়ু হয় রোহিত ভক্ত ভিগনেশের। এরপর চম্পট দেয় ধর্মরাজ। সকালে কারখানার কর্মীরা দেহ দেখতে পায়। পরে পুলিসি তদন্তে গ্রেফতার হয় অভিযুক্ত।

ঘটনায় সোশ্য়াল মিডিয়ায় বেশ চটে গিয়েছেন রোহিত শর্মার ভক্তরা। ঘটনায় বিরাট কোহলিকেও গ্রোফতাররের দাবি উঠেছে। টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ অ্যারেস্ট কোহলি। যদিও বিরাট কোহলির ভক্তরা কেন কোহলিকে গ্রেফতারে দাবি উঠছে তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেছে।

তবে এমন ঘটনা ক্রিকেট ফ্য়ানদের মধ্য়ে খুব একটা দেখা যায়না। ঘটনায় ভিগনেশের পরিবারের পক্ষ থেকে দোষীদর কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। দুই তারকা ক্রিকেটারকে নিয়ে আলোচনা থেকে এমন নৃশংস খুনের ঘটনায় অবাক ক্রীড়া মহল।