পাঁশকুড়া জনসভায় মুখ্যমন্ত্রী

Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের প্রচারে এসে পাঁশকুড়ার নেতাদের দরাজ সার্টিফিকেট মুখ্যমন্ত্রীর

পাঁশকুড়া: ঘাটালের প্রার্থী দেবের সমর্থনে পাঁশকুড়ার জনসভা থেকে স্থানীয় নেতাদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। ২৫ মে ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। মাঝে আর ক’টা দিন তার আগে প্রতিটি রাজনৈতিক দল ভোটারদের মনজয় করতে মরিয়া। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেবের সমর্থনে পাঁশকুড়ায় একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৭ মে শুক্রবার ঘাটালের একটি জনসভা থেকেই মুখ্যমন্ত্রী জানান ২০ মে ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়ায় একটি জনসভা করবেন। সোমবার মুখ্যমন্ত্রীর সেই জনসভা আয়োজন হয় পাঁশকুড়ার আটবেড়িয়া এলাকায়। পাঁশকুড়া তমলুক রাজ্য সড়কের পাশে ধানক্ষেতে এই জনসভা আয়োজিত হয়। মাত্র দু’দিনের ব্যবধানে এই জনসভা সফলভাবে আয়োজন হয়। আর এই জনসভা থেকে পাঁশকুড়ার বিভিন্ন নেতাদের নাম ধরে ধরে প্রশংসা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানান ‘পাঁশকুড়ার বিভিন্ন নেতারা বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে তাঁর সঙ্গ দিয়েছেন। নন্দীগ্রামের সময় পাঁশকুড়া নেতারা বিভিন্নভাবে তাঁকে সাহায্য করেছেন। তিনি আরও জানান নন্দকুমার মিশ্র তাঁর ছাত্র জীবনের রাজনীতির সঙ্গী।

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাঁশকুড়া বিধানসভার কেন্দ্রটি ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেবের সমর্থনে এ দিন পাঁশকুড়ার আটবেড়িয়া এলাকায় সভা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও এই সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র, পাঁশকুড়ার পুরো বোর্ডের চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি-সহ অন্যান্য নেতাকর্মীরা। আর সেই মঞ্চে দাঁড়িয়েই এই নেতার কর্মীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

সৈকত শী