এবার আসা যাক ট্রেনের ভাড়াতে।যদি আপনি হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট বা তারাপীঠ যান তাহলে ভাড়া পড়বে মাথাপিছু ৮০ থেকে ১০০ টাকা৷ অর্থাৎ যাওয়া আসার খরচ মাত্র ২০০ টাকা৷ আবার মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা ইত্যাদি জেলা থেকে গেলে আপনাকে আরও কম ভাড়া দিতে হবে।আবার যদি আপনি বাসে যান তাহলে ধর্মতলা থেকে বাস ধরতে পারেন।সেক্ষেত্রে ভাড়া দিতে হবে মাথাপিছু ২৩০ থেকে ২৫০ টাকা।

Tarapith Hotel: তারাপীঠে রোজ রোজ বাড়ছে এসি রুমের চাহিদা, কোন হোটেলের ভাড়া কেমন? জানুন এক ক্লিকে

বীরভূম: বীরভূমের মধ্যে যে সমস্ত তীর্থ ক্ষেত্র গুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল বীরভূমের তারাপীঠ। এই তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য উপস্থিত হন বহু দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা। দেশ-বিদেশ ছাড়িয়ে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন পুজো দেওয়ার জন্য। বিভিন্ন হোটেল কেউ ভাড়া নেন এসি রুম, আবার কেউ নেন নন এসি রুম। এসি রুমের থেকে নন এসি রুমের ভাড়া কার্যত অনেকটাই কম। ছোট লজে এসি রুমের ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা ২ জনের থাকার মতো। আবার বড় কোনও লজে এসি রুমের ভাড়া ১২০০-১৫০০, আবার কোথাও ২০০০-৩০০০ টাকা।

বীরভূমের তারাপীঠের মধ্যে ছোট বড় সব মিলিয়ে প্রায় দুই হাজারের কাছাকাছি হোটেল রয়েছে। গত বছরের সমীক্ষা থেকে জানা যায় তারাপীঠের মধ্যে অবস্থিত হোটেলগুলির মধ্যে প্রত্যেকটি হোটেলের প্রায় ৪০ শতাংশ রুমে এসি ব্যবহৃত হত। তবে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এ বছর বিগত প্রায় ৫০ বছরের রেকর্ড ব্রেক করে তীব্র দাবদাহ রয়েছে বীরভূমে। কখনও ৪০-৪৫ ডিগ্রি, আবার কখনও ৪৮° সেলসিয়াসের কাছে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। আর সেই জায়গায় দাঁড়িয়ে তারাপীঠে আগত পর্যটকদের চাহিদা বদলেছে অনেকটা।

আরও পড়ুনঃ কাজ, অফিস সামলে ক্লান্ত! সপ্তাহান্তে ঘুরে আসুন জঙ্গলে ঘেরা মেদিনীপুরের এই জায়গায়, মুগ্ধ হবেন

আগত পর্যটকেরা মূলত নন এসি রুমের থেকে এসি রুমের খোঁজ করছেন বেশি। হোটেল কর্তৃপক্ষের দাবি, মধ্যবিত্ত হোক বা ধনী, ২০০-৩০০ টাকা বেশি দিয়ে এসি রুমে থাকতে পছন্দ করছেন সকলে। তারাপীঠের এক হোটেল ব্যবসায়ী বাসুদেব মণ্ডল জানাচ্ছেন, গত বছর তার হোটেলে যতগুলি রুম রয়েছে তার মধ্যে ৫০ শতাংশ রুমে এসি ব্যবহৃত হত। তবে এই বছর যে হারে গরম পড়তে শুরু করেছে, মানুষজন এসে নন এসি রুম নিচ্ছেন না। কিছু টাকা বেশি দিয়ে এসি রুম চাইছেন। আর সেই কারণেই প্রত্যেকটি রুমে এসি লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। তারই মধ্যে যদি কেউ নন এসি রুমের খোঁজ করছেন তাহলে এসি রুমকে নন এসি করে কম টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হচ্ছে।

কলকাতার হাওড়া থেকে আগত এক পর্যটক সুস্মিতা বর্মন চট্টোপাধ্যায় জানাচ্ছেন, প্রত্যেক বছর প্রায় দুই থেকে তিনবার করে তারাপীঠ মা তারা দর্শনের জন্য আসেন তিনি। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর যেন রেকর্ড ব্রেক করা গরম রয়েছে। তারাপীঠে এসে কার্যত কোনওদিন তিনি এসি রুম ভাড়া নিয়ে থাকেননি। তবে এই বছর যে রেকর্ড ব্রেক করা গরম রয়েছে সেই কারণে কিছু টাকা বেশি দিয়ে এসি রুম ভাড়া নিয়ে থাকছেন তিনি। তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি বলেন, ‘এ বছর যে গরম রয়েছে সে কথা মাথায় রেখে বিভিন্ন হোটেলে সামার ভ্যাকেশন অফার দেওয়া হচ্ছে। বিভিন্ন হোটেলে ৩০-৪০ শতাংশ কম টাকা নিয়ে এসি রুম ভাড়া দেওয়া হচ্ছে।’

সৌভিক রায়