রোহিনী

কাশ্মীর, লাদাখের মতো এটিভি এডভেঞ্চার-এর মজা এবার দার্জিলিংয়ের রোহিণীতে

দার্জিলিং: ভ্রমণ পিপাসু মানুষদের জন্য উত্তরবঙ্গের পর্যটনে জুড়তে চলেছে নয়া পালক। পাহাড় প্রেমীদের মধ্যে কেউ আমপ্রিয়ভাবে ঘুরতে ভালবাসে কেউ আবার অ্যাডভেঞ্চারাস ভ্রমণ বেশি পছন্দ করে।

সেই অর্থেই অ্যাডভেঞ্চারাস ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে মানালি লাদাখের মত দার্জিলিং এর রোহিনীর রাস্তায় ছুটবে এটিভি অ্যাডভেঞ্চার গাড়ি।

সামনেই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেই উপলক্ষে পর্যটকদের চমক দিতে দার্জিলিং এর রোহিনী পাহাড়ের বুকে শুরু হতে চলেছে এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম।

আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন কান্দি নেতাজি সুভাষ উদ্যান! একদিনের ছোট্ট ট্রিপে মন ভাল

রোহিনী প্যারাগ্লাইডিং এন্ড এডভেঞ্চার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চলতি মাসেই শুরু হতে চলেছে বিভিন্ন অ্যাডভেঞ্চার এক্টিভিটিস। সাধারণত রোহিনীর বেকার যুবক-যুবতীদের নতুন করে আয়ের দিশা দেখাতে এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে শিলিগুড়ির একদম কাছে পাহাড় প্রেমীদের জন্য এক শ্রেষ্ঠ জায়গা দার্জিলিংয়ের রোহিনী। এই প্রসঙ্গে রোহিনী প্যারালাইটিং এন্ড এডভেঞ্চার এসোসিয়েশনের সদস্য রিভাস থাপা জানান রোহিণীকে পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতেই এই উদ্যোগ বর্তমানে প্যারাডাইডিং এটিভি এডভেঞ্চার রাইড, নদীর ওপর জিপ লাইন, এবং পাহাড়ি ঝরনার ধার দিয়ে ট্রেকিং মোট চার ধরনের অ্যাডভেঞ্চার এক্টিভিটি চালু করা হচ্ছে। এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ফলে এই এলাকার বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে।

আরও পড়ুন- পুজোর থিমে এবার জামদানি শাড়ি! দেখানো হবে তথ্যচিত্র! দৃশ্যগ্রহণ শেষ হল বর্ধমানে

দার্জিলিং-এর বুকে এই প্রথমবার পর্যটকরা রোহিনীতে গেলেই এই এটিভি অ্যাডভেঞ্চার রাইড এর মজা নিতে পারবে। এর পাশাপাশি পাহাড়ের উপর থেকে প্যারাগ্লাইডিং করে পাখির পাখির চোখে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়াও অ্যাডভেঞ্চারপ্রেমীরা সবুজ জঙ্গল পাহাড় ঝর্ণার পাশ দিয়ে ট্রেকিং করে প্রকৃতিকে আরো কাছ থেকে অনুভব করতে পারবে। সব মিলিয়ে পর্যটনে নতুন করে আয়ের দিশা দেখাতে চলেছে এই এডভেঞ্চার ট্যুরিজম।

সুজয় ঘোষ