ভাইরাল তরুণী।

Viral foodseller: রাস্তার ধারে পরোটা বিক্রি করে ভাইরাল তরুণী, আকর্ষণীয় সাজ দেখলে আপনিও খেতে চাইবেন

ব্যাংকক: তরুণ প্রজন্মের একটা বড় অংশ ঝুঁকেছে খাবারের ব্যবসার দিকে। শুধু স্বাদ বা ব্যবসায়িক বুদ্ধি নয়, নিজের ফ্যাশনের উপর ভর করেই দেশ জুড়ে ভাইরাল হয়েছেন বহু তরুণ-তরুণী। এতে তাঁদের পরিচিতিও বেড়েছে, এসেছে ব্যবসায়িক সাফল্যও।

আরও পড়ুন: ছাত্রকে আপত্তিকর ছবি পাঠিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ! গ্রেফতার স্কুল শিক্ষিকা

আগে দিল্লির এমনই একজন খাবার বিক্রেতা ‘বড়া পাও গার্ল’ নামে পরিচিত হয়েছিলেন, গিয়েছিলেন বিগ বস ওটিটির মতো বড় মঞ্চেও। এবার ভাইরাল হয়েছেন পাই রোটি লেডি।

আরও পড়ুন: আগামী আইপিএলে মুম্বই দলে বড় ভাঙনের সম্ভাবনা, দল ছাড়তে পারেন দুই বিশ্বকাপজয়ী তারকা

পাই তাইল্যান্ডের বাসিন্দা, তিনি এবং তাঁর বোন সেখানে একটি পরেটার দোকান চালান। তাঁদের খাবার পরিবেশনের ধরন এবং আকর্ষণীয় সাজপোশাক খাদ্যপ্রেমীদের খুব পছন্দের। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রোল করা একটি মধ্যে কলা কেটে পুর হিসাবে দিচ্ছেন, তারপর ক্রিম দিয়ে ক্রেতাদের জন্য পরিবেশন করছেন। তাইল্যান্ডে বেশ জনপ্রিয় এই দুই তরুণী। শুধু অন্য ধরনের স্বাদ নয়, আকর্ষণীয় পোশাক এবং আবেদনময়ী সাজ এই দুই বোনের ইউএসপি। বাংলা থেকে অনেকেই ঘুরতে যান তাইল্যান্ডে, এবার গেলে কিন্তু এই দুই বোনের থেকে খেতে ভুলবেন না।