আর্ট গ্যালারি

West Medinipur News: গ্রামের মধ্যেই প্রদর্শনী! কাঠ-ফাইবার, পোর্ট্রেটে আশ্চর্য জগত, জেনে নিন কোথায়

রং-তুলি দিয়ে আঁকা নানা ছবি। দেওয়াল জুড়ে সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে নানা পোট্রেট। প্রাকৃতিক ও সামাজিক ছবি। আর্ট গ্যালারির ভিতরে রয়েছে বিভিন্ন ভাস্কর্য।
রং-তুলি দিয়ে আঁকা নানা ছবি। দেওয়াল জুড়ে সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে নানা পোট্রেট। প্রাকৃতিক ও সামাজিক ছবি। আর্ট গ্যালারির ভিতরে রয়েছে বিভিন্ন ভাস্কর্য।
প্রান্তিক গ্রামীণ এলাকায় চিত্র ও ভাস্কর্যের প্রদর্শনী নজর কেড়েছে সকলের। এমনই এক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী শিল্প ভাবনার বিকাশ ঘটাচ্ছে প্রান্তিক এলাকায়।
প্রান্তিক গ্রামীণ এলাকায় চিত্র ও ভাস্কর্যের প্রদর্শনী নজর কেড়েছে সকলের। এমনই এক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী শিল্প ভাবনার বিকাশ ঘটাচ্ছে প্রান্তিক এলাকায়।
পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী এলাকায় রয়েছে এই আর্ট গ্যালারি। সেই গ্যালারিতে প্রবেশ করলে বিভিন্ন ধরনের শৈল্পিক নিদর্শন নজর কাড়বে আপনার।
পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী এলাকায় রয়েছে এই আর্ট গ্যালারি। সেই গ্যালারিতে প্রবেশ করলে বিভিন্ন ধরনের শৈল্পিক নিদর্শন নজর কাড়বে আপনার।
কোথাও মানুষের প্রতিকৃতি, কোথাও পাথরে খোদাই করা শিল্প ভাবনা, আবার রয়েছে কাঠ ও ফাইবারের নানান ভাস্কর্য। কয়েক মাসের চেষ্টায় যা তৈরি করেছেন প্রান্তিক গ্রামীণ এলাকার নবাগত শিল্পীরা।
কোথাও মানুষের প্রতিকৃতি, কোথাও পাথরে খোদাই করা শিল্প ভাবনা, আবার রয়েছে কাঠ ও ফাইবারের নানান ভাস্কর্য। কয়েক মাসের চেষ্টায় যা তৈরি করেছেন প্রান্তিক গ্রামীণ এলাকার নবাগত শিল্পীরা।
ক্যাম্পাসে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ এলাকার জীবনযাত্রার ছবি, কর্মরত অবস্থায় গ্রামীণ মানুষজনের প্রতিকৃতি, শিল্প চেতনা থেকে  বিমূর্ত নানা চিত্র।
ক্যাম্পাসে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ এলাকার জীবনযাত্রার ছবি, কর্মরত অবস্থায় গ্রামীণ মানুষজনের প্রতিকৃতি, শিল্প চেতনা থেকে বিমূর্ত নানা চিত্র।
শিল্পী দেবাশিস পাত্র নিজের বাড়িতেই তৈরি করেছেন এই আর্ট গ্যালারি। যেখানে বহু নবাগত শিল্পীর শিল্পভাবনা ফুটে উঠেছে।
শিল্পী দেবাশিস পাত্র নিজের বাড়িতেই তৈরি করেছেন এই আর্ট গ্যালারি। যেখানে বহু নবাগত শিল্পীর শিল্পভাবনা ফুটে উঠেছে।
কোথাও মাটির জিনিস আবার কোথাও 'আবোল তাবোল'-এর ১০০ বছরকে ফুটিয়ে তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই নজর কেড়েছে গ্রামীণ এলাকার এই চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। যা গ্রামীণ এলাকায় শিল্পচর্চার মান ও শিল্পচর্চার ভাবনাকে উদ্বুদ্ধ করবে।
কোথাও মাটির জিনিস আবার কোথাও ‘আবোল তাবোল’-এর ১০০ বছরকে ফুটিয়ে তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই নজর কেড়েছে গ্রামীণ এলাকার এই চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। যা গ্রামীণ এলাকায় শিল্পচর্চার মান ও শিল্পচর্চার ভাবনাকে উদ্বুদ্ধ করবে।