নদিয়া: ভক্তদের কাঁধে চড়ে মা যাবেন নিরঞ্জনে। পুরনো রীতি আবারও ফিরিয়ে নিয়ে আসতে তৎপর শান্তিপুরের মদন গোপাল ঠাকুর বের লেনের দুর্গাপুজোর সদস্যরা। দুদিন আগেই সমাপ্ত হয়ে গিয়েছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চারিদিকে এখন বিষাদের সুর। একে একে প্রতিমা নিরঞ্জনের কাজও সমাপ্ত করা হচ্ছে। কোথাও মা চলেছেন ট্রাকে করে, কোথাও ইঞ্জিনভ্যান কিংবা কোথাও চলেছেন মানুষের কাঁধে করে।
কাঁধে প্রতিমা তুলে নিয়ে নিরঞ্জন করার প্রথা অনেক জায়গাতেই রয়েছে। তবে বেশিরভাগ জায়গাতেই এই কাজের দায়িত্বভার নিয়ে থাকেন যারা তাদেরকে বলা হয় বেহারা। তবে নদিয়ার শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের মদন গোপাল ঠাকুর বের লেনের দুর্গাপুজোর সদস্যরা এবার নিজেরাই তাদের প্রতিমা কাঁধে তুলে নিরঞ্জনের সিদ্ধান্ত নিলেন।
নদিয়ার শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের মদন গোপাল ঠাকুর বের লেনের দুর্গা পুজো এবার অষ্টম বর্ষে। গতবছর থেকে শুরু হওয়া সদস্যদের কাঁধে মতিগঞ্জ মোড় বিসর্জন ঘাটে গেলেন মা দুর্গা। প্রায় দু-তিন কিলোমিটার পথ পুজো উদ্যোক্তারা পালা করে নিলেন কাঁধে। তিনটি বাঁশের সঙ্গে একচালার প্রতিমার কাঠামো এবং পাটাতন বেঁধে অনায়াসেই দোলা চালে মা চললেন রাজপথ ধরে, আর তাই দেখার জন্য পথের পাশে ভক্তরা প্রতীক্ষায় ছিলেন।
আরও পড়ুনঃ Bankura News: বাঁকুড়ার এই দুই ব্যক্তির কর্মকাণ্ড জানলে হতবাক হয়ে যাবেন, করছেন দুর্দান্ত কাজ
উদ্যোক্তারা জানাচ্ছেন সাবেকি রীতি অনুযায়ী এভাবেই বিসর্জনে যাওয়া হতো আগে, তবে বর্তমানে সবকিছু কৃত্রিম হয়ে গেছে তাই সেই সাবেকিয়ানা ফিরিয়ে নিয়ে আসতেই আমাদের এই উদ্যোগ। কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।
Mainak Debnath