ফাঁকা ভোট কেন্দ্র

Lok Sabha Election 2024: দিনভর বসেই থাকলেন ভোট কর্মীরা, একটিও ভোট পড়ল না এই কেন্দ্রে, কেন জানুন

মালদহ: ভোট কর্মীরা বসে থাকলেন কেন্দ্রের ভেতরে। বুথের বাইরে ধর্ণায় বসে মহিলা পুরুষ সমস্ত ভোটারেরা। ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। দিনভর একটিও ভোট পড়ল না। কেউ ভোট দেওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন না।
মালদহ: ভোট কর্মীরা বসে থাকলেন কেন্দ্রের ভেতরে। বুথের বাইরে ধর্ণায় বসে মহিলা পুরুষ সমস্ত ভোটারেরা। ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। দিনভর একটিও ভোট পড়ল না। কেউ ভোট দেওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন না।
দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তা ও স্থানীয় নদীর উপর ব্রিজের দাবি। গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে আন্দোলনও করছেন। তবে রাস্তা ও ব্রিজ না হওয়ায় গত পঞ্চায়েত ভোট দেয়নি এই গ্রাম। এবার লোকসভা নির্বাচন থেকেও বিরত থাকল গোটা গ্রাম।
দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তা ও স্থানীয় নদীর উপর ব্রিজের দাবি। গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে আন্দোলনও করছেন। তবে রাস্তা ও ব্রিজ না হওয়ায় গত পঞ্চায়েত ভোট দেয়নি এই গ্রাম। এবার লোকসভার নির্বাচন থেকেও বিরত থাকলো গোটা গ্রাম
উত্তর মালদহের হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক স্কুলে ১২২ নম্বর বুথ। এখানে ভোট দেয় রামকৃষ্ণপুর রাধাকান্তপুর ও জগন্নাথপুর গ্রামের বাসিন্দারা। উন্নয়নের দাবিতে এবার ভোট দিচ্ছেন না বাসিন্দারা। এই বুথে প্রায় ভোটার ১৩৮১।
উত্তর মালদহের হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক স্কুলে ১২২ নম্বর বুথ।‌এখানে ভোট দেয় রামকৃষ্ণপুর রাধাকান্তপুর ও জগন্নাথপুর গ্রামের বাসিন্দারা। উন্নয়নের দাবিতে এবার ভোট দিচ্ছেন না বাসিন্দারা। এই বুথে প্রায় ভোটার ১৩৮১
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্বাচন কমিশনের কর্তারা। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারপরেও ভোটাররা ভোট দান থেকে বিরত থাকেন। ভোট কেন্দ্রের বাইরে সকাল থেকে বসে থাকলেন মহিলারা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্বাচন কমিশনের কর্তারা। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারপরেও ভোটাররা ভোট দান থেকে বিরত থাকেন। ভোট কেন্দ্রের বাইরে সকাল থেকেই বসে থাকলেন মহিলারা।
গ্রামের উন্নয়ন হলেই ভোট দিবেন এই এলাকার বাসিন্দারা। এমনটাই বলছেন আন্দোলনকারীরা। এ দিন ভোর থেকে না খেয়ে বিকেল পর্যন্ত বসে থাকেন ভোট কেন্দ্রের বাইরে। অপর দিকে ভোট কর্মীরা কেন্দ্রের ভেতরে দিনভর বসেই থেকে গেলেন, তারপরও কেউ ভোট দিতে এগিয়ে এলেন না।
গ্রামের উন্নয়ন হলেই ভোট দেবেন এই এলাকার বাসিন্দারা। এমনটাই বলছেন আন্দোলনকারীরা। এ দিন ভোর থেকে না খেয়ে বিকেল পর্যন্ত বসে থাকেন ভোট কেন্দ্রের বাইরে। অপরদিকে ভোট কর্মীরা কেন্দ্রের ভেতরে দিনভর বসে থেকে গেলেন তারপরও, কেউ ভোট দিতে এগিয়ে এলেন না।