জং ধরা পেরেক, ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা, পাড়ি ভিনরাজ্যে!

Durga Puja 2024: জং ধরা পেরেক, ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা, পাড়ি ভিনরাজ্যে!

পূর্ব বর্ধমান: ফেলে দেওয়া সামগ্রী দিয়ে এবার তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। যা দেখলে সত্যিই ভাল লাগবে। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস যেমন, সাইকেলের স্পোক, জং ধরা পেরেক, মোটরসাইকেলের ভাঙাচোরা অংশ-সহ এইধরনের আরও জিনিস দিয়ে এই দুর্গা মূর্তি তৈরি করা হচ্ছে। ছোট্ট এই মূর্তি প্রথম তৈরি করেছিলেন পূর্ব বর্ধমান জেলার বড়কোবলা এলাকার রাজু বাগ। পরবর্তীতে তিনি গ্রামের আরও বেশ কয়েকজনকে এই কাজ শিখিয়ে স্বনির্ভর করে তুলেছেন। আর বর্তমানে এখন তাঁরাই সেই মূর্তি তৈরির কাজ করছেন। কয়েকবছর ধরেই দুর্গা পুজোর আগে এইধরনের মূর্তি তৈরি করা হয়। পুজোর আগে ছোট্ট এই মূর্তির চাহিদাও ভালোই থাকে।

আরও পড়ুন- বাড়ছে চিকুনগুনিয়া, পুজোর আনন্দ যাতে মাটি না হয় সতর্ক হন এখনই, জেনে নিন কী করা দরকার

রাজ্য ছাড়িয়ে এই মূর্তি পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এই প্রসঙ্গে রাজু বাগ জানিয়েছেন, “এভাবে মূর্তি তৈরি প্রথম আমিই করেছিলাম। পুজোর আগে দেড়শ পিস এর অর্ডার এসেছে যেগুলো ভিন রাজ্যে যাবে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আমাদের তৈরি এই মূর্তি যায়।”

বর্তমানে এই মূর্তির ভাল চাহিদা রয়েছে। হায়দ্রাবাদ, অসম-সহ আরও বিভিন্ন জায়গায় এই মূর্তি গিয়েছে। অনেক আগেই নিজের হাতের কাজ আর সৃজনশীলতা দিয়ে, রাজু মুগ্ধ করেছেন সমগ্র জেলা তথা গোটা রাজ্যের মানুষকে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বড়কোবলা এলাকার বাসিন্দা রাজু বাগ। বছর তিরিশের এই যুবকের হাতের কাজ ইতিমধ্যেই প্রশংসাকুড়িয়েছে বহু মানুষের। তাঁর তৈরি জিনিস পাড়ি দিয়েছে রাজ্যের বাইরেও। মূর্তি ছাড়াও ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর নানা সামগ্রীও তৈরি করেছেন তিনি। তবে এখন এই ছোট মূর্তির চাহিদা রয়েছে বেশি।

আরও পড়ুন- কোন বাঙালি খাবার খেয়ে নিটোল যৌবন ধরে রাখেন জাপানিরা? জানেন সেই সিক্রেট?

এবং জোরকদমে চলছে সেই মূর্তি তৈরির কাজ। গ্রামের বেশ কিছু পড়ুয়াকেও রাজু এই কাজ শিখিয়েছেন। পড়াশোনার পাশাপাশি তারাও এই কাজ করে কিছুটা অর্থ উপার্জন করতে পারছেন। উপার্জন করা অর্থ পড়াশোনা সহ আরও বিভিন্ন কাজে ব্যবহার করছেন পড়ুয়ারা। এই প্রসঙ্গে সৌরভ সিংহ বলেন, “রাজু দার কাছে শিখে আমরা এই মূর্তি এখন তৈরি করছি। আমাদেরও এই মূর্তি তৈরি করে অর্থ উপার্জন হচ্ছে। যেরকম দুর্গা প্রতিমা হয় ঠিক সেরকম ভাবেই আমরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে এই দুর্গা মূর্তি তৈরি করছি।”

প্রসঙ্গত, এর আগে কচুরিপানা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে সংবাদমাধ্যমের চর্চায় উঠে এসেছিলেন রাজু। তাঁর হাতের কাজ মুগ্ধ করেছিল অনেককেই। সেরকমই আবারও নিজের শিল্পীসত্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে, বিভিন্ন বাতিল যন্ত্রাংশ দিয়ে তৈরি করছেন দুর্গা মূর্তি।

দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

বনোয়ারীলাল চৌধুরী