১০ বছরে তিনগুণ হতে পারে বিনিয়োগ, ‘Money Making’-এর এই ফর্মুলা আপনি জানেন?

বেতনের পুরো টাকাই খরচ হয়ে যায়। এক পয়সাও সঞ্চয় হয় না। আসলে টাকা হাতে আসে আর হাত থেকে বেরিয়ে যায়। একটা চক্রের মতো। এই জাঁতাকলে আর্থিক অবস্থা বেহাল। তাই সঞ্চয় জরুরি। উপার্জনের একটা অংশ যে ভাবেই হোক সঞ্চয় করতে হবে। এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা।
বেতনের পুরো টাকাই খরচ হয়ে যায়। এক পয়সাও সঞ্চয় হয় না। আসলে টাকা হাতে আসে আর হাত থেকে বেরিয়ে যায়। একটা চক্রের মতো। এই জাঁতাকলে আর্থিক অবস্থা বেহাল। তাই সঞ্চয় জরুরি। উপার্জনের একটা অংশ যে ভাবেই হোক সঞ্চয় করতে হবে। এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা।
বিভিন্ন বয়সের আর্থিক প্রয়োজন বিভিন্ন রকম। আর সেই সব আর্থিক প্রয়োজন মেটানোর জন্য সঞ্চয় ছাড়া অন্য উপায় নেই। মাথায় রাখতে হবে, নিয়মিত অল্প সঞ্চয় থেকেই বিশাল আর্থিক সম্পদ তৈরি হয়। এর জন্য শুধু সঞ্চয় নয়, বিনিয়োগও করতে হবে। এখানে রইল সঞ্চয় এবং বিনিয়োগের দুই ফর্মুলা।
বিভিন্ন বয়সের আর্থিক প্রয়োজন বিভিন্ন রকম। আর সেই সব আর্থিক প্রয়োজন মেটানোর জন্য সঞ্চয় ছাড়া অন্য উপায় নেই। মাথায় রাখতে হবে, নিয়মিত অল্প সঞ্চয় থেকেই বিশাল আর্থিক সম্পদ তৈরি হয়। এর জন্য শুধু সঞ্চয় নয়, বিনিয়োগও করতে হবে। এখানে রইল সঞ্চয় এবং বিনিয়োগের দুই ফর্মুলা।
রুল অফ ৭২: বিনিয়োগের কথা বললে, সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল, টাকা দ্বিগুণ হবে কবে? রুল অফ ৭২-এর মাধ্যমে সেই সময়কাল গণনা করা যায়। ধরে নেওয়া যাক, কারও কাছে ২০ হাজার টাকা আছে। তিনি এই টাকা কোনও স্কিমে বিনিয়োগ করলেন। এখন সেই স্কিমে তিনি যা সুদ পাচ্ছেন তা ৭২ দিয়ে ভাগ করলেই টাকা ডবল হতে কত সময় লাগবে, তা জানা যাবে।
রুল অফ ৭২: বিনিয়োগের কথা বললে, সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল, টাকা দ্বিগুণ হবে কবে? রুল অফ ৭২-এর মাধ্যমে সেই সময়কাল গণনা করা যায়। ধরে নেওয়া যাক, কারও কাছে ২০ হাজার টাকা আছে। তিনি এই টাকা কোনও স্কিমে বিনিয়োগ করলেন। এখন সেই স্কিমে তিনি যা সুদ পাচ্ছেন তা ৭২ দিয়ে ভাগ করলেই টাকা ডবল হতে কত সময় লাগবে, তা জানা যাবে।
ধরে নেওয়া যাক, ২০ হাজার টাকা তিনি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলেন। বর্তমানে এফডিতে সুদের হার ৬.৪ শতাংশ থেকে ৮ শতাংশ। এখন তিনি যদি ৮ শতাংশ হারে সুদ পান তাহলে টাকা দ্বিগুণ হতে ৯ বছর সময় লাগবে। আবার মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। সেক্ষেত্রে টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৬ বছর।
ধরে নেওয়া যাক, ২০ হাজার টাকা তিনি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলেন। বর্তমানে এফডিতে সুদের হার ৬.৪ শতাংশ থেকে ৮ শতাংশ। এখন তিনি যদি ৮ শতাংশ হারে সুদ পান তাহলে টাকা দ্বিগুণ হতে ৯ বছর সময় লাগবে। আবার মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। সেক্ষেত্রে টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৬ বছর।
রুল অফ ১১৪: টাকা তিনগুণ হতে কত সময় লাগবে,তা জানা যায় রুল অফ ১১৪-এর মাধ্যমে। এটাও রুল অফ ৭২-এর মতোই। সুদের ভিত্তিতএ গণনা করা হয়। শুধু গণনার সময় সংখ্যাগুলো পাল্টে যাবে। ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি ৮ শতাংশ সুদের হারে কোনও স্কিমে বিনিয়োগ করেছেন। তাহলে ১১৪-কে ৮ দিয়ে ভাগ করতে হবে। ভাগফল দাঁড়াবে ১৪.২। তাহলে বুঝতে হবে, টাকা তিন গুণ হতে ১৪ বছর ২ মাস সময় লাগবে।
রুল অফ ১১৪: টাকা তিনগুণ হতে কত সময় লাগবে,তা জানা যায় রুল অফ ১১৪-এর মাধ্যমে। এটাও রুল অফ ৭২-এর মতোই। সুদের ভিত্তিতএ গণনা করা হয়। শুধু গণনার সময় সংখ্যাগুলো পাল্টে যাবে। ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি ৮ শতাংশ সুদের হারে কোনও স্কিমে বিনিয়োগ করেছেন। তাহলে ১১৪-কে ৮ দিয়ে ভাগ করতে হবে। ভাগফল দাঁড়াবে ১৪.২। তাহলে বুঝতে হবে, টাকা তিন গুণ হতে ১৪ বছর ২ মাস সময় লাগবে।
এর সঙ্গে রয়েছে ‘রুল অফ ১৪৪’-ও। এই ফরমুলায় টাকা চার গুণ হতে কত সময় লাগবে তা গণনা করা যায়। হিসাব আগের মতোই। সুদের হারকে ১৪৪ দিয়ে ভাগ করতে হবে। ধরে নেওয়া যাক, কেউ ১২ শতাংশ সুদের হারে ১০ হাজার টাকা বিনিয়োগ করলেন, তাহলে টাকা চারগুণ অর্থাৎ ৪০ হাজার হতে ১২ বছর সময় লাগবে। ১৪৪-কে ১২ দিয়ে ভাগ করা ভাগফল এটাই দাঁড়ায়।
এর সঙ্গে রয়েছে ‘রুল অফ ১৪৪’-ও। এই ফরমুলায় টাকা চার গুণ হতে কত সময় লাগবে তা গণনা করা যায়। হিসাব আগের মতোই। সুদের হারকে ১৪৪ দিয়ে ভাগ করতে হবে। ধরে নেওয়া যাক, কেউ ১২ শতাংশ সুদের হারে ১০ হাজার টাকা বিনিয়োগ করলেন, তাহলে টাকা চারগুণ অর্থাৎ ৪০ হাজার হতে ১২ বছর সময় লাগবে। ১৪৪-কে ১২ দিয়ে ভাগ করা ভাগফল এটাই দাঁড়ায়।