প্রযুক্তি General Knowledge: মোবাইল তো ইংরাজি শব্দ! এর বাংলা কী জানেন? ৯০% লোকই ভুল বলেছেন Gallery October 18, 2024 Bangla Digital Desk এখনকার দিনে মোবাইল ব্যবহার করেন না, এমন কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। যোগাযোগের অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল। আমরা সকলে ‘Mobile’ নামে বেশি পরিচিত। কোনও লেখা, বই থেকে শুরু করে লোকমুখে মোবাইল শব্দই ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই ‘Mobile’ (মোবাইল) শব্দটি আদতে ইংরাজি শব্দ। এর বাংলা অর্থ তেমন ব্যবহার করা হয় না। অনেকেই এর বাংলা শব্দের সঙ্গে পরিচিতও নন। ‘Mobile’ শব্দটি ইংরাজি অর্থ হচ্ছে ভ্রাম্যমান কিংবা চলমান। অনেকসময় আমরা মোবাইল ভ্যান শব্দটি শুনে থাকি। অর্থাৎ চলন্ত গাড়ি। কিন্তু ‘Mobile’ শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ হচ্ছে মুঠোফোন। তবে এই শব্দটি সম্পর্কে তেমন কেউ পরিচিত নন। মুঠোফোন শব্দটির অর্থ হাতের মুঠোয় ব্যবহার করা যায়। সহজের বহনযোগ্য। এই শব্দটি তেমন ব্যবহার না করা হলেও, কবি নির্মলেন্দু গুণ একসময়ে তাঁর একটি কবিতায় মুঠোফোন শব্দটি ব্যবহার করেছেন। তবে অনেক বাংলা ব্লগে মোবাইল ফোনের বাংলা হিসাবে ‘চলভাষ’ শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু এই শব্দটির সঙ্গে সাধারণ মানুষ আরও পরিচিত নন। গম্ভীর শব্দ হওয়ায় এর ব্যবহার খুবই কম বলা যায়। তবে বাংলা যে কোনও অনুবাদ থেকে এখন সাধারণ মানুষের কাছে মোবাইল শব্দটিই বেশি প্রচলিত হয়ে গিয়েছে।