বিশ্বকাপে মহম্মদ শামির বদলি কে? এই দুই বোলারের মধ্যে লড়াই! ভারতীয় দলে বড় চমক

টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ .শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, "শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।" তবে বিশ্বকাপে শামির আর খেলা হচ্ছে না।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।” তবে বিশ্বকাপে শামির আর খেলা হচ্ছে না।
কিছুদিন আগে শামি একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি এখনও হাঁটতে পারছেন না। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।
কিছুদিন আগে শামি একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি এখনও হাঁটতে পারছেন না। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।
এখন প্রশ্ন হল, শামির বদলে কোন বোলারকে নেওয়া হবে ভারতীয় দলে! দুজন বোলারের নাম ভাসছে আপাতত।
এখন প্রশ্ন হল, শামির বদলে কোন বোলারকে নেওয়া হবে ভারতীয় দলে! দুজন বোলারের নাম ভাসছে আপাতত।
ভারতীয় দল এখন তৃতীয় পেসারের খোঁজে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের পর তৃতীয় পেসার হিসেবে কাকে বেছে নেবে বিসিসিআই!
ভারতীয় দল এখন তৃতীয় পেসারের খোঁজে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের পর তৃতীয় পেসার হিসেবে কাকে বেছে নেবে বিসিসিআই!
মহম্মদ শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছিল বিসিসিআই। সেই জন্য বোর্ডের তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে বলা হয়েছিল, উমরানকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়!
মহম্মদ শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছিল বিসিসিআই। সেই জন্য বোর্ডের তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে বলা হয়েছিল, উমরানকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়!
এখন শোনা যাচ্ছে, শামির বদলি হিসেবে বিসিসিআই-এর চিন্তায় এখন মায়াঙ্ক যাদবও রয়েছেন। আইপিএলে তাঁর দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাচ্ছে।
এখন শোনা যাচ্ছে, শামির বদলি হিসেবে বিসিসিআই-এর চিন্তায় এখন মায়াঙ্ক যাদবও রয়েছেন। আইপিএলে তাঁর দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাচ্ছে।