Price Hike: বর্ষায় কাতলা-পাবদা-পমফ্রেট, দাম বেড়ে আর কত হবে? জানিয়ে দিলেন বাজার কর্তারা

সপ্তাহের শুরুতেই গরম বাঁকুড়ার মাছের বাজার। মানবাজারের দেশি রুই আড়াইশো থেকে ৩০০ টাকা কেজি। মানবাজারের কাতলা ৩০০ টাকা কেজি।
সপ্তাহের শুরুতেই গরম বাঁকুড়ার মাছের বাজার। মানবাজারের দেশি রুই আড়াইশো থেকে ৩০০ টাকা কেজি। কাতলার দাম ৩০০ টাকা কেজি।
বাঁকুড়ার অন্যতম বড় মাছের বাজার চকবাজারের এক মাছ ব্যবসায়ী জানান, প্রতি কেজি ইলিশের মূল্য পৌঁছেছে পনেরশো টাকা কেজিতে।
বাঁকুড়ার অন্যতম বড় মাছের বাজার চকবাজারের এক মাছ ব্যবসায়ী জানান, প্রতি কেজি ইলিশের মূল্য পৌঁছেছে পনেরশো টাকা কেজিতে।
পমফ্রেট ৫০০ টাকা কেজি। তবে ডায়মন্ড হারবারের বড় পমফ্রেট কিনলে হলে গুনতে হবে ৭০০ টাকা কিলো দরে।
পমফ্রেট ৫০০ টাকা কেজি। তবে ডায়মন্ড হারবারের বড় পমফ্রেট কিনতে হলে গুনতে হবে ৭০০ টাকা কিলো দরে।
পমফ্রেটের পাশাপাশি পাওয়া যাচ্ছে গলদা চিংড়ি এবং কুচো চিংড়ি। গলদা নিলে হাজার টাকা আর কুচো নিলে ৫০০ টাকা।
পমফ্রেটের পাশাপাশি পাওয়া যাচ্ছে গলদা চিংড়ি এবং কুচো চিংড়ি। গলদা নিলে হাজার টাকা আর কুচো নিলে ৫০০ টাকা।
নদীর দেশী পাবদা মাছ পাতে পড়লে রসনা তৃপ্তি বেড়ে যায় বহু গুণ। তবে এই পাবদার দাম আকাশ ছুঁয়ে ৬০০ টাকা কিলো
নদীর দেশি পাবদা মাছ পাতে পড়লে রসনা তৃপ্তি বেড়ে যায় বহুগুণ। তবে এই পাবদার দাম আকাশ ছুঁয়ে ৬০০ টাকা কিলো।
এছাড়াও রয়েছে কাঁকড়া। খেতে ভালোবাসেন অধিকাংশ বাঙালি। বাঁকুড়ায় এই কাঁকড়ার দাম ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি।
এছাড়াও রয়েছে কাঁকড়া। খেতে ভালোবাসেন অধিকাংশ বাঙালি। বাঁকুড়া এই কাকড়ার দাম ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি।