বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার 

ট্রেনের বগিতে ব্যাগের ভেতর ওটা কী নড়াচড়া করছে! কাছ থেকে দেখে চক্ষু চড়ক গাছ

দক্ষিণ দিনাজপুর : বালুরঘাট-ভাতিন্দা ফারাক্কা এক্সপ্রেসের বগি থেকে উদ্ধার করা হল বিরল প্রজাতির পাঁচটি জ্যান্ত কচ্ছপ। একাধিক ব্যাগের মধ্যে এই কচ্ছপগুলি রাখা ছিল।

মূলত বিহার এবং উত্তরপ্রদেশ থেকেই কচ্ছপ জেলায় আসে বলে পুলিশ সূত্রের খবর। অবশ্য কচ্ছপ উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে রেল পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে, উদ্ধার হওয়া কচ্ছপগুলি বালুরঘাট বনদফতরের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ।

জানা গিয়েছে, এদিন বালুরঘাটে ফারাক্কা এক্সপ্রেস পৌঁছানোর পর রেল সুরক্ষা পুলিশ রক্ষণাবেক্ষণ কাজ শুরুর আগে রুটিন চেকআপ করে। সেই সময় ট্রেনের স্লিপার কোচ থেকে সকল যাত্রী নেমে গেলেও দুটি ব্যাগ বাথরুমের পাশে পড়ে থাকতে দেখে সন্দেহ শুরু হয়।

আরও পড়ুন- মেদিনীপুর থেকে স্পেন পাড়ি, বাবা-মা হারা সরকারি হোমে লালিত পালিত হওয়া শিশুর

ব্যাগের ভেতর কিছু একটা নড়াচড়া করছে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তা খুলতেই দেখা মেলে কচ্ছপের। এদিকে, ব্যাগ থাকলেও তার মালিক ছিল না। এর পরেই খবর দেওয়া হয় বালুরঘাট স্টেশনের জিআরপি অফিসে।

বেশ কয়েকজন জিআরপি ঘটনাস্থলে যান। ব্যাগ উদ্ধার করে নিয়ে এসে খুলতেই দেখা যায় সসেখানে মোট পাঁচটি জ্যান্ত কচ্ছপ রয়েছে। যার সাকুল্যে ওজন প্রায় ৩৫ কেজি।

দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন হাটে মাঝে মাঝেই কচ্ছপের মাংস বিক্রির খবর পাওয়া যায়। বাজারে চাহিদা রয়েছে কচ্ছপের মাংসর। যে কারণে কখনও বাসে কখনও ট্রেনে কচ্ছপ পাচার করা হয়।

আরও পড়ুন- শিশুদের মিড-ডে মিলে মরা গিরগিটি! খাবারে মৃত সরীসৃপ নিয়ে চরম আতঙ্ক

পুলিশের প্রাথমিক অনুমান, কচ্ছপগুলি ভিনরাজ্য থেকে জেলায় নিয়ে আসা হচ্ছিল। উদ্ধার হওয়া কচ্ছপের বাজার মূল্য প্রায় ৩০-৪০ হাজার টাকা বলেই মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুস্মিতা গোস্বামী