ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি ক্রিকেটার, এই নিয়ে ২ বার! ১৫১টি সেঞ্চুরির মালিক তিনি

নয়াদিল্লি: ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যর জিওফ্রে বয়কট আবার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি জানিয়েছেন, দ্বিতীয়বার তাঁর গলার ক্যানসার ধরা পড়েছে।

৮৩ বছর বয়সী বয়কটের অপারেশন করা হবে। ২০ বছর পর ক্যানসার আবার তাঁর জীবনে ফিরে এসেছে বলে হতাশা প্রকাশ করেছেন তিনি। ইয়র্কশায়ার এবং ইংল্যান্ডের ক্রিকেট কিংবদন্তি বয়কট তাঁর ২৫ বছরের কেরিয়ারে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫১টি সেঞ্চুরি করেছেন। তিনি ইংল্যান্ডের হয়ে ১০৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৯৮২ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন।

বয়কট বলেছেন, “গত কয়েক সপ্তাহে আমার একটি এমআরআই স্ক্যান, সিটি স্ক্যান, পিইটি স্ক্যান এবং দুটি বায়োপসি হয়েছে৷ দেখা গেল, আমার গলার ক্যান্সার হয়েছে। অপারেশন দরকার। অতীতের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি ক্যানসারকে দ্বিতীয়বার পরাস্ত করতে চমৎকার চিকিৎসা এবং কিছুটা ভাগ্যের প্রয়োজন হবে।

আরও পড়ুন- কোন কথা বলতে শুরু করেও শেষ করতে পারলেন না রোহিত, অবসরের পিছনে কি গম্ভীর এফেক্ট

তিনি আরও বলেছেন, অপারেশন সফল হলেও প্রতিটি ক্যানসার রোগীই জানেন যে তাকে রোগটি ফিরে আসার সম্ভাবনা নিয়েই বাঁচতে হবে। তাই আমি শুধু আমার কাজ চালিয়ে যাব।

—- Polls module would be displayed here —-

২ সপ্তাহ পর বয়কটের অপারেশন হবে। তিনি আশা করছেন, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এড়ানো যেতে পারে। তিনি ২০০২ সালে ৬২ বছর বয়সে প্রথম ক্যান্সারে আক্রান্ত হন। বয়কটের কেমোথেরাপি সেশন হয়েছে। স্ত্রী রাহেল এবং মেয়ে এমার সহায়তায় তিনি সুস্থ হয়ে ওঠেন।

তার বই ‘দ্য করিডোর অফ সার্টেনটি’-তে বয়কট লিখেছেন, “তিন মাস বেঁচে থাকব বলে জানানো হয়েছিল। মর্মান্তিক একটা সময় ছিল। স্ত্রী রাহেল আমার সাথে না থাকলে আমি বাঁচতাম না।”

আরও পড়ুন- বার্বাডোজে নতুন ‘সঙ্গী’-র সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরছেন রোহিত! রইল ভাইরাল ভিডিও

বয়কট ইংল্যান্ডের অন্যতম সফল ওপেনার। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল টিমের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ২০২০ সালে সেই ভূমিকা থেকে অবসর নেন তিনি।