পরে সন্দেহ মিটে গেলে আটক করা ব্যক্তিকে ছেড়ে দেয় তাহেরপুর থানার পুলিশ

Nadia News: ফের গণপিটুনির ঘটনা! অজ্ঞাতপরিচয় যুবককে ছেলেধরা সন্দেহে মারধরের অভিযোগ

তাহেরপুর: আবারও গণপ্রহারের ঘটনা। নদিয়ার বাদকুল্লায় ছেলেধরা সন্দেহে উত্তেজনা, মারধরের অভিযোগ। তাহেরপুর থানা সন্দেহভাজন ওই ব্যক্তিকে উদ্ধার করে, পরে ভুল ভাঙে সকলের।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাদকুল্লার স্টেশন সংলগ্ন এলাকায় একজন অপরিচিত যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে কোনও সদুত্তর না মেলায় ওই যুবককে ছেলেধরা ভেবে সন্দেহ করে বসেন এলাকাবাসীরা। পরে যুবকের উপর এলাকাবাসীরা চড়াও হন এবং মারধরও করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: জিম্বাবোয়ে উড়ে যাওয়ার আগে পাসপোর্ট এবং মোবাইল হারিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেটার

খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসে তাহেরপুর থানায়। ওই যুবকের কাছ থেকে জানা যায় ওই যুবকের নাম অঙ্কুর রায়, বাবা মানিক রায় বয়স ২৮ বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুরের করদহ গ্রামে। ওই যুবক একজন বিএএমএস ফাইনাল ইয়ারের ছাত্র, সে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল। কৃষ্ণনগরে শঙ্কর হোটেলে খাওয়া দাওয়ার পর ওই যুবক ট্রেনে করে বাড়ির দিকে যাওয়ার পথে ভুলবশত বাদকুল্লা স্টেশনে নেমে যায় এবং চিনতে না পারায় ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীদের সন্দেহ হতেও তাকে জিজ্ঞেস করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় আজ তাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।