চলছে মণ্ডপ শয্যার কাজ

Durga Puja 2024: থিম ‘ওরা কাজ করে’! সোনারপুরে সিমেন্ট, বালি, রডেই সাজছে পুজো মণ্ডপ

দক্ষিণ ২৪ পরগনা: শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। থিম বনাম সাবেকি পুজোর লড়াই দীর্ঘদিনের। থিম দিয়ে থিম পুজোকে টেক্কা দেওয়ার বিষয়টিও নতুন নয়। কলকাতার পুজো পাল্লা দিতে তৈরি জেলার পুজোগুলি তার মধ্যে অন্যতম সোনারপুর বলাকা সংসদ ও পাঠাগার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আয়োজনের প্রস্তুতি।

বৃষ্টির কারণে বাইরে মণ্ডপের কাজ বেশ কিছুটা গতি হারালেও মণ্ডপ তৈরির আনুসঙ্গিক সাজসজ্জার কাজ চলছে জোরকদমে। বলাকা সংসদ ও পাঠাগার আয়োজিত এবারের পুজোর ভাবনা ‘ওরা কাজ করে’। সোনারপুরের সোনাঝিল নতুন পল্লীর বলাকা সংসদ ও পাঠাগারের পুজো এবার ৬২ তম বর্ষে পদার্পণ করল।

আরও পড়ুন- পুজোর আগে সুখবর! চালু হচ্ছে নতুন রেলপথ! কলকাতা থেকে দূরত্ব কমছে কোথাকার? দেখুন!

আদি অনন্ত কাল থেকে কাজ করে চলেছে ওরা। আজকের মানব সভ্যতার সাজ-সজ্জার সৃষ্টি হয়েছে ওদের হাত ধরেই। সময়ের হাত ধরে কর্মপদ্ধতিতে বিবর্তন এসেছে। তবু ওরাই আজও আমাদের মাথা গোঁজার আশ্রয়টুকু করে দেওয়ার কারিগর। নির্মাণ শিল্পের সঙ্গেযুক্ত এইসব মানুষদের জীবনযাত্রা, কর্মপদ্ধতি সহ সবকিছুই ফুটে উঠেছে বলাকার মন্ডপ সজ্জায়।

আরও পড়ুন- কোন বাঙালি খাবার খেয়ে নিটোল যৌবন ধরে রাখেন জাপানিরা? জানেন সেই সিক্রেট?

পুজো উদ্যোক্তার কথায়, উৎসব মানেই মিলন। সেই ভাবনাকে মাথায় রেখেই মণ্ডপসজ্জার কাজ এগিয়ে চলছে। তাড়াতাড়ি কাজ শেষ হবে। মহালয়ার একদিনের পরে পুরো মন্ডব সেজে উঠবে, খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য।

সুমন সাহা