তেঁতুলের বীজের গুণাগুণ 

Health Tips: ছোট্ট কালো এবড়ো-খেবড়ো এই বীজ ম্যাজিক জানে! বাজার খুঁজে কিনুন আজই, কীভাবে খাবেন জানুন…

*পাকস্থলীর গোলযোগ, লিভার ও গল-ব্লাডারের সক্ষমতা বাড়াতে সাহায্য করে এই বীজ। গর্ভকালীন বমিভাব ও মাথাঘোরার সমস্যায় তেঁতুলের বীজের শরবত বেশ উপকারী।
*পাকস্থলীর গোলযোগ, লিভার ও গল-ব্লাডারের সক্ষমতা বাড়াতে সাহায্য করে এই বীজ। গর্ভকালীন বমিভাব ও মাথাঘোরার সমস্যায় তেঁতুলের বীজের শরবত বেশ উপকারী।
*তেঁতুলের বীজ ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম। আবার রক্তে চিনির মাত্রাও ঠিক রাখে। এতে উপস্থিত এক ধরণের এনজাইম রক্তে চিনির মাত্রা কমায়।
*তেঁতুলের বীজ ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম। আবার রক্তে চিনির মাত্রাও ঠিক রাখে। এতে উপস্থিত এক ধরণের এনজাইম রক্তে চিনির মাত্রা কমায়।
*তেঁতুলের বীজে রয়েছে নানা নিউট্রিয়েন্ট, যা সার্বিকভাবে শরীরের যত্ন নেয়। এতে রয়েছে ভিটামিন বি৬। এমনকি তেঁতুল মেয়েদের যৌনশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে।
*তেঁতুলের বীজে রয়েছে নানা নিউট্রিয়েন্ট, যা সার্বিকভাবে শরীরের যত্ন নেয়। এতে রয়েছে ভিটামিন বি৬। এমনকি তেঁতুল মেয়েদের যৌনশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে।
*পেপটিক আলসার বেশির ভাগ সময় পেটে হয়। এই আলসার খুব বেদনাদায়ক। জানা গেছে, তেঁতুলের বীজের গুঁড়ো নিয়মিত খেলে পেপটিক আলসার সেরে যায়।
*পেপটিক আলসার বেশির ভাগ সময় পেটে হয়। এই আলসার খুব বেদনাদায়ক। জানা গেছে, তেঁতুলের বীজের গুঁড়ো নিয়মিত খেলে পেপটিক আলসার সেরে যায়।
*তেঁতুলের বীজ গরম জলে ফুটিয়ে এক ধরনের আঠা তৈরি করা হয়, যা ছবি আঁকার কাজে ব্যবহার করা হয়।
*তেঁতুলের বীজ গরম জলে ফুটিয়ে এক ধরনের আঠা তৈরি করা হয়, যা ছবি আঁকার কাজে ব্যবহার করা হয়।